ইন্টারনেটের স্পীড দেখুন খুব সহজে

আমরা অনেকেই ইন্টারনেটের স্পীড দেখার জন্য DU Meter ব্যবহার করে থাকি। কিন্তু এটার সিরিয়াল সবার কাছে থাকে না। আমি নিজেও এ সমস্যায় পরেছি। পাগলের মত খুজে, অনেক সফওয়ারের মধ্যে Net Meter নামক সফওয়ারটি আমার ভাল লেগেছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভাল লাগবে। নিচের লিংক থেকে নামিয়ে নিন।
কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। কারণ এটা আমার প্রথম টিউন। তাই আপনাদের সাহায্য কামনা করছি।
ধন্যবাদ।

ডাউনলোড

Level 0

আমি অর্থহীন জীবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 175 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফুল ভার্সন নাকি ৩০ দিনের ট্রায়াল ভার্সন?
(কারও ফুল ভার্সন লাগলে আওয়াজ দিয়েন। আমি আছি ! উবুন্টুতে আমি wine দিয়ে খুব সুন্দরভাবে netmeter ইউজ করছি)

    বস
    আমি তো রেজিষ্ট্রেশন এর কোন অপশন পাই নাই।
    অতএব এটা ফুল এবং ফ্রী ভার্সন।

net meter e ekta problem ase, mone hoy problem ta shudu amar e hoy… eta ami use korte pari na, jokhon e use korte jai tokhon e amar antivirus eta block kore, install hote dey na……

    এন্টি-ভাইরাস কোনটা ব্যবহার করেন?
    নাকি এন্টি-সফটওয়ার ব্যবহার করেন?

avast……. free version…..

আমার কাছে du meter এর crack আছে । লাগলে মেইল করুন[email protected]

bozla na.

bozalm na

আশা করছি Software টি উপকারে আসবে….. অনেক অনেক শুভকামনা…

http://torrlib.com/data/DU_Meter_5.01_Build_R3220_registered_version_%5BH33t%5D%5BSlicer%5D-bee184c5db.html

ফুল ভার্শন আমি নিজে ইউজ করি,টরেন্ট লিঙ্ক

সৌজন্যেঃ প্রোগ্রামার রোমেল

    DU meter এর ফুল ভার্ষণ না পাইয়া এতো কাহিনী করলাম

    আমার লিঙ্ক কি কাজ করছে

    করছেনি মানে।
    আবার জিগায়?

আমি একটা কথা বলি, DU meter/NEt meter এর মতন পণ্য কেন ব্যবহার করবেন যেখানে এর চেয়ে অনেকগুন ভাল একটা সফটওয়্যার ফ্রি-ওয়্যার হিসাবে পাওয়া যায়? আমি এ নিয়ে টিউনও করেছিলাম। কিন্তু মহামাণ্য এডমিন কেটে ফেলেছিল যিদ্দু লিঙ্ক দেয়ায়(যদিও আমি তখন জানতাম না যিদ্দু দেয়া যায়না)। net speed monitor ডাউনলোড করে নিন http://www.floriangilles.com/software/netspeedmonitor থেকে।

net meter আমি ব্যবহার করে ছিলাম। কোনও বিচিত্র কারণে ইউএসবি মোডেম সিষ্টেম-এ আমার কাছে কাজ করে নাই। প্রতিবার আমাকে চালু করতে হয়েছে। অবশেষে ব্যবহার করা বাদ দিয়েছি। এখন ডি ইউ মিটার ব্যবহার করছি। যে ক্রাক আছে আমার কাছে টা দিয়ে মাঝে মাঝে কাজ হয় মাঝে মাঝে কাজ হয় না।

    শাহেদ ভাইয়ের লিংক থেকে ডাউনলোড করে নিন।

ভাল জিনিস ধন্যবাদ শেয়ার করার জন্য।

    ধন্যবাদ মতামত দেয়ার জন্য।

আমার Grameen 3g Modem কে নেটমিটার ডিটেক্ট করতে পারে না…………………………..OS Windows 7