ফেইসবুক সহ tor browser দিয়ে ব্রাউজিং করুন সকল দেশের সকল সাইট।(১০০%প্রমানিত)

“এই টিউনটি নতুনদের জন্য যারা এখনো ট্যুর ব্রাউজার সম্পর্কে জানেন না।ট্যুর বাউজার হচ্ছে এমন একটি অসাধারন ব্রাউজার যা দিয়ে যে কোন বল্ক করা সাইট ভিজিট করা যায়।এটি নিজস্ব পক্সি-সাভার্র থাকে।এটির পক্সি সার্ভার উন্মূক্ত হওয়ার কারনে সকল সাইট অনায়াসে ব্রাউজিং করা যায়।কখনো যদি ফেইসবুক,ইউটিউব কিংবা অন্য ওয়েব সাইট সরকার বন্ধ করে দেয়,তাহলে এই নিয়ম জানা থাকলে বেশ উপকারে আসবে”

আসসালামু অলাইকুম,আমার প্রিয় প্রযুক্তি প্রেমিক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আশা করি মহান রাব্বুল আলামিন এর অশেষ মেহেরবানিতে ভালই আছেন।আমি ও আপনাদের দোয়ায় ভাল আছি।পূর্ববত টিউনে আমি বলেছিলাম যে,কিভাবে আইপি হাইড করে,বল্ক সাইট গুলো ব্রাউজিং করা যায়।অনেকেই সফল হয়েছিল যারা হতে পারেননি তারা আমাকে ফোন করে অনুরোধ করছে একটি সহজ উপায় যদি জানা থাকে আমার তাহলে যেন সেটা শেয়ার করি।যাই হোক বন্ধুরা এখন যে উপায়ে ফেইসবুক সহ-সকল বল্ক সাইটগুলো ব্রাউজিং করা যাবে সেটি হচ্ছে একটি চমৎকার ব্রাউজার এর মাধ্যমে।ব্রাউজারটির নাম হচ্ছে ট্যুর ব্রাউজার এটি ওপেন সোর্স পক্সি সাভার।

কাজের ধাপঃ-

১.প্রথমে ব্রাউজারটি ডাউনলোড করে নিন(41.8MB)  ক্লিক করুন

 

 

২.ডাউনলোড করা হয়ে গেলে সফটওয়্যারটি যথারিতি ইন্সল করুন অন্যসব সফটওয়্যারগুলোর মত।

Connect বাটনটিতে ক্লিক করুন।তাহলেই ব্যাস কাজ শেষ এখন অটোমেটিকভাবে সব সেটিং ঠিক হয়ে ডেক্সটপে দেখবেন Tor Browser Folder এবং Start Tor Browser একটি আইকন চলে এসেছে ডেক্সটপে।এখন ব্রাউজ করুন উনমুক্ত পৃথিবী। পিঃ

৩.নিন্মের মত একটি ছবি চলে আসবে যদি সঠিক ভাবে ইন্সল করতে পারেন।

৪.এখন ব্রাউজ করুন ফেইসবুক সহ সকল সাইটগুলো- এই ব্রাউজারের জন্য অফিসিয়াল ফেইসবুক সাইট হচ্ছে facebookcorewwwi.onion

আশা করি সফল হয়েছেন।

সময় থাকলে ঘুরে আসতে পারেন আমার পূবর্বতী টিউনগুলো-

১.জরুরী মুহূর্তে ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি Call/SMS করুন দেশে/বিদেশে ঝটপট।কোন প্রকার রেজিস্টশনের ঝামেলা ছাড়াই।(১০০%প্রমানিত)

২.ফেইসবুক সহ সকল ব্লক সাইটগুলো ব্রাউজ করুন IP hide(ফুল ভার্সন) সফটওয়্যার ব্যবহার করে।(mega tune,১০০% প্রমানিত)

৩.GP- Huawei মডেম থেকে Call করুন।লেপটপ কিংবা ডেক্সটপে বসেই।(১০০%প্রমানিত)

৪.এবার PC থেকেই viber এ ভিডিও কল করুন।আপনার Android phone না থাকলেও সমস্যা নেই।(১০০% পরিক্ষিত)

৫.এবার ইংরেজি চর্চা করুন Cambridge Learner’s সফটয়্যার এর সাথে।UK,US Pronunciation – শুনে ঠিক করুন আপনার উচ্চারন।

৬.মোবাইল চুরি হয়ে গেলেও সেইভ করা নাম্মার হারানোর ভয় নেই আর।জানুন আপনার মোবাইল এখন কোথায়,কোন লোকেশন এ অবস্থান করছে।

৭.Miss করার আগেই নিয়ে নিন ১৫টি চমৎকার BIO-DATA এর ডিফল্ট ফরম্যাট।,শিখে নিন সহজে MS Word এর বাংলা ও ইংরেজি ফন্ট পরিবর্তন কিবোর্ড এর F2,F3 দিয়ে।

৮.বিদেশি বন্ধুদের সাথে Skype তে সরাসরি ইংরেজী প্রাকটিকস করতে চান?নিজের কথা বলার দক্ষতাকে বাড়াতে চান?তাহলে এই টিউন আপনার জন্যই।

৯.সর্তকতামূলক টিউন।আপনার নাম্বারটি অন্য কারোর নজরদারিতে রয়েছে কিনা জেনে নিন এখুনি।

১০.সফটওয়্যার এর সাহায্যে ইংরেজীতে নিজেকে দক্ষ করতে চান?নিজের speaking&listening লেভেল বাড়াতে চান? তাহলে এই টিউনটি আপনার জন্যেই।

যেকোন সমস্যায় আমাকে নক করুন-
ফেইসবুক-Rahat Khan Tafsir
ফেইসবুক পেইজ- Rahat Khan Tafsir

 

 

Level 2

আমি রাহাত খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 11 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a simple boy with a creative mind....love to make new things.That's y my dad think one day i'll b a really famous person.and that day i'll make my country proud.....so FRNDZ always b with me...i really need u beside me.. :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো টিউন। তবে আমি ছোট্ট একটা তথ্য দেই – টর ব্রাউজারের জিন্য ফেইসবুকের অফিশিয়াল এড্রেস হলোঃ
https://facebookcorewwwi.onion/

    ধন্যবাদ ভাইয়া তথ্যটি দেওয়ার জন্য আমার জানা ছিল না।যাইহোক আপডেট করে দিয়েছি টিউনে।

Wallcy extention use korle e to hoi ! Ar TOR dia to sob e kora jai !

    হামম। অনেক ভাবেই করা যায়-আকাশ ভাইয়া। 🙂

হুম জিনিসটা আসলেই ভাল। বছর দুই আগে যখন আমার ভার্সিটির হোস্টেলের ওয়াইফাইতে ফেইসবুক রাত ১০ টার পর বন্ধ থাকতো তখন আমরা এটা ব্যবহার করতাম।

    ওওও হামমমম।ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।

Level 2

ধন্যবাদ টিউটোরিয়ালটি শেয়ার করার জন্য।

    আপনাকেও ধন্যবাদ টিউমেন্ট করার জন্য।

isshire ami ei post ta korte chaicilam apne koira fellen 🙁 😛

    সমস্যা নেই সজিব ভাইয়া তুমি আরেকটি টি উন করে ফেলতে পার আমারটি রেফারেন্স লিংক দিয়ে। 🙂