বিকল্প পদ্বদিতে ফেইসবুক ব্যবহারে সতর্কতা। ব্লক হতে পারে আপনার ফেইসবুক একাউন্ট।

আস-সালামুআলাইকুম, টিটি পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আকের টিউন শুরু করছি। কেমন আছেন সবাই ? আশা করি ভাল।মোটামোটি সবার টিউন আমার ভাল লাগে।  আমার আজকের টিউনটি আপনাদের কতটুকু ভাল লাগবে জানি না, তবে সব সময় আপনাদের জন্য ভাল কিছু শেয়ার করার চেষ্টা করব। লেখা পড়ার ব্যস্ততার মাঝে পুরো টিটি পরিবার কে মিস করছিলাম, তাই আজ আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।  আশা করি আপনাদের ভাল লাগবে।

আমার আজকের টিউন টি সতর্কতামূলক টিউন। বাংলাদেশ সরকার নিরপিওার জন্য ফেইসবুক বন্ধ করে দিয়েছে। কিন্তু প্রযুক্তির কল্যানে আমরা ঠিকই ফেইসবুক ব্যবহার করছি। ফেইসবুক ব্যবহার করছি ভাল কথা, তবে এখানে অসর্তকতার কারণে আমরা আমাদের ক্ষতি বয়ে আনছি  নাত।

সরকারের বন্ধ করা ফেইসবুক আমরা সাধারণ অনেক মানুষ ও চালাচ্ছি,কিভাবে, উওর হল Tor Breowser, Uc Browser, IP Hide  ইত্যাদির সফটওয়্যারের মাধ্যমে, অনেকে আবার VPN ব্যবহার করছেন। ভাল কথা, কিন্তু অামরা যে শুধু এক দেশ থেকে আরেক দেশে ভ্রমন করছি, এর জন্য হয়ত আপনার ফেইসবুক একাউন্ট ব্যান ও হয়ে যেতে পারে।

আসি আসল কথায়, বর্তমানে Tor Breowser, Uc Browser, IP Hide ইত্যাদি দিয়ে অনাশয়ে ফেইসবুক চালানু যাচ্ছে, কিন্তু এই সয়টওয়্যার গুলো বারং বার আইপি চেন্জ করছে। এই রকম ঘন ঘন আইপি বদল হলে আপনার একাউন্ট ব্লক ও হতে পারে। যার ফলে আপনি ফেইসবুকের স্পামিং এও পরে যেতে পারেন। আমার যানা মত কয়েকজন যারা টর ব্রাউজারব্যবহার করেছিল তাদের আইডি ভেরিফিকেশনে পরেছে।

প্রশ্ন হল তাহলে কিভাবে ব্যবহার করব।

অাপনি নিরাপদ ভাবে ব্যবহার করার জন্য VPN ভ্যবহার করতে পারেন। এখন প্রশ্ন হল তাহলেকি বিপিএন কিনে ব্যবহার করব।  যদি কারও প্রিমিয়াম টা থাকে তাহলেত ভাল, নাহলে আপনি ফ্রি টাও ব্যবহার করতে পারেন কিন্তু সবসময় চেষ্টা করবেন একটা ফিক্টস আইপি ব্যবহার করতে।বলতে, আমিরিকা, লন্ডন না ঘুরে চাইবেন এক জায়গায় থাকতে। তাহলে আপনি স্পামিং টা এরাতে পারবেন। আমি প্রথম থেকেই যুক্ত রাষ্টের আইপি ব্যবহার করছি, এখনও আছি।

শেষ কথা: আপনি এই রকম, আমেরিকা, লন্ডন, কানাডা, এই রকম একাধিক অইপি ব্যবহার না করে, বাংলাদেশ বাদে যে কোনো এক দেশের ব্যবহার করুন, এতে করে আপনার লাভ।

আমার সাইট টা দেখে আসার আমন্ত্রন রইল। 

আমি টেক পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Jodio Ami Bangladesh E nai Tarpor O Eta Use Kori

Paid
https://www.privateinternetaccess.com/

Level 2

Karo Lagle Janaben

gd. ami vpn use kortesi. r parle Android ar jonno paid vpn free ta den

ভালো টিউন করেছেন, আমিতো ব্যাপারটা সেভাবে ভেবেই দেখিনি!!!

Level 0

যত গর্জে তত বর্ষে না রে ভাই…………..ফেসবুক তো ওদের বাপ দাদার সম্পদ যখন যা মন চাইবে তাই করবে।
সধারণ কয়টা আইডির ইনফরমেশন নিতে পারেনি তারা আবার বন্ধ করবে ফেসবুক………………………….