জিপি :: একবার হলেও দেখুন – যারা ছুঁয়েছে প্রতারণার দুর্লভ মাইলফলক!

সবাই কেমন আছেন? আজ আর কোন টিপস দিচ্ছি না তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। আসুন, আজকে একটু জানি সেই বহুল জনপ্রিয় একটু মোবাইল অপারেটর সম্পর্কে অর্থাৎ জিপি (হারামির ফোন)!! জিপির লোক ঠকানর কাহিনি তো অনেক শুনেছেন কিন্তু জিপি সম্পর্কে এই তথ্যগুলো কি জানেন? না জানলে জেনে নিন…

নরওয়ের কোম্পানী গ্রামীনফোনের বাংলাদেশে গ্রাহক সংখ্যা নরওয়ের মোট জনসংখ্যার চেয়ে ৯ গুন বেশি। নরওয়ের মোট জনসংখ্যা মাত্র ৫০ লাখ আর বাংলাদেশে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা সাড়ে ৪ কোটি। বাংলাদেশ থেকে একজন গ্রাহক যদি মাসে ৩শ টাকাও ব্যবহার করে আর তারা যদি ৫০ ভাগ লাভ করে তবে তাদের জনগনের মাথাপিছু আয় দাড়ায় মাসিক ৪০ হাজার ৫০০টাকা। যদি আমরা টেলিটক ব্যবহার করতাম তবে এই বিশাল অংকের টাকাটা আমাদেরই থেকে যেতো।

এখন প্রশ্ন উঠবে টেলিটকে তো অনেক সমস্যা! এতো সমস্যা নিয়ে কিভাবে আমরা টেলিটক ব্যবহার করবো? তো সেই সমস্যাগুলোরই উত্তর দিচ্ছি আমি! দেখে নিনঃ

** টেলিটকের কিছু লোকজনতো দুর্নীতিবাজ
– দুর্নীতি ঠেকানোর ক্ষমতাতো আমাদের নেই। আমাদের আছে টেলিটক ব্যবহারে ক্ষমতা। দুর্নীতিবাজরা দুর্নীতির টাকায় ১টির বদলে ৩টি বাড়ি করবে। সেই বাড়ি করতে এদেশের শ্রমিক লাগবে, ইট লাগবে, বালি লাগবে। অর্থাৎ টাকা কিন্তু ঘুরে ফিরে আমাদের হাতেই থাকবে।

** কিন্তু টেলিটকের তো নেট খারাপ
– আর বাকীগুলোরতো পেট খারাপ। সারা বছর এতো রক্তচুষেও তারে পেট ভরে না।

** টেলিটকের থ্রিজি রেট কেমন?
– অন্যদের টুজি রেটের চেয়েও কম। আর অন্য অপারেটরের থ্রিজি ব্যবহার করতে হলে হয়তো আমার মতো অনেককে মোবাইল সেটটিই বিক্রি করে দিতে হবে।

** কিন্তু আমার এলাকায়তো থ্রিজি নেই
– টুজিতো আছে। টেলিটক টুজির স্পীড জিপি টুজির চেয়ে কোন অংশে কম নয়। আমি এই মুহুর্তে টেলিটক টুজি ব্যবহার করে স্ট্যাটাস দিচ্ছি। থ্রিজির জন্য টুজি নেটওয়ার্ক আপগ্রেড করা হয়েছে। অনেক ভালো স্পীড।

** টেলিটকের কাস্টমার সার্ভিস মোটেও ভালো না
– কাস্টমার সার্ভিসতো আর আমরা ভালো করতে পারব না। আমরা যেটা করতে পারি তাদের সাথে ভালো ব্যবহার করে কাস্টমার সার্ভিস শিখিয়ে দিতে পারি। আর ব্যবহারকারী বৃদ্ধি পেলে তাদের বেতনও বৃদ্ধি পাবে। তখন এমনিতেই সার্ভিস ভালো হয়ে যাবে।

আসল কথা হলো, দেশকে ভালবাসতে হবে। দেশের জন্য কস্ট করতে হবে। আর সেই কস্ট হলো- কর্তা ব্যক্তিরা কে কি করল না করল সেদিকে না তাকিয়ে শত সমস্যা থাকার পরও দেশীয় পণ্য ব্যবহার করতে হবে। আমি ব্লাড সাকার গ্রামীনফোনের স্টার সিম মানিব্যগে পাঠিয়ে টেলিটক শুরু করেছি। আপনি করছেন কবে? সেউ উত্তরের আশায় রইলাম…

 

অনেক তো ঠকালো - আর কবে জাগবেন?

 

Download Highly Compressed Hollywood Bollywood Bangla Movies Android Games Apps Ebooks PDF Software

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

গ্রামীন ফোন এখন অনেক ভালো অফার দিচ্ছে যা বাংলাদেশ এর অন্য কোন অপারেটর দেয় না। টেলিটক এর সার্ভিস খারাপ হওয়া আমাদের বেরথতা। আর আপনি পুরানো পোস্ট কেন করেন। এইটা তো অনেক আগের পোস্ট।

এইযে ভাই থামেন । কিছুদিন আগে টেলিটক এর ২ Megabyte/Sec স্পীড এর 5 GB Packege কিনেছিলাম যে সত্যিই এত স্পীড ওঠে কি না টেস্ট করতে । কিন্তু Packege টা তে ৬০০ Kilobyte/Sec ও ওঠে না। এর চাইতে অনেক ভাল জিপি বা বাংলালিঙ্ক

কিরে মিয়া, আপনেইতো দেখি বড় দুর্নীতিবাজ। কথার মধ্যে এত দুর্নীতি কেন? আপনে লেকলেন (লিখলেন) দুর্নীতির টাকা দিয়া একটার জায়গায় তিনটা বাড়ি করবো। আপনেরে কে কইছে এই টাকায় খালি বাড়িই করন যায়, বিদেশে পাচার করন যায় না? নাকি আপনের আত্নীয় স্বজন টেলিটকে আছে। টাকা যদি বিদেশেই যায় তয়লে (তাহলে) বৈধভাবেই যাউক, অবৈধভবে যাওন দরকার নাই।

আপনেতো দেহি টেলিটকের কাষ্টমার সার্ভিস নিয়াও লেকছেন। আপনে তাদের কাষ্টমার সার্ভিস শেখাবেন? মনে হয় আপনে টেলিটকের ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন? দৈনিক কয় ঘন্টা ক্লাস নিবেন?

যত্তসব!!

দুর্নীতি কম বেশি সকল অপারেটর করে, সে দেশি বা বিদেশি হোক।

কল রেট সেবা কিংবা অন্যান্য কারনে টেলিটক ব্যবহার করা কষ্টকর তার পরেও শুরু থেকে এ পর্যন্ত চেষ্টা করছি একটা টেলিটক নম্বর ধরে রাখার … দেখি কর্তাদের কবে নাগাদ দেশপ্রেম জগ্রত হয়