“আইপি হাইড করে যে কোন দেশের যে কোন বল্ক সাইট এক্সেস করা সম্ভব।সাধারনত অনেক সময় বিশেষ নিরাপত্তা জনিত কারনে সরকার বিভিন্ন সাইটগুলোর আইপি ব্লক করে দেয়।কিন্তু আইপি হাইড সফটও্যারটি ব্যবহার করে সে সকল সাইটগুলো এক্সেস করা সম্ভব।”
আসসালামু আলাইকুম।আমার প্রযুক্তিপ্রিয় সব ভাই বন্ধুদের জানাই শুভেচ্ছা।আপনারা সবাই কেমন আছেন? জানি অনেকেই ভাল নেই কেননা ফেইসবুক বন্ধ প্রিয় মানুষগুলোর সাথে যোগাযোগ করতে পারছেন না।হা হা হাহা হা!!! আমি আছি না,আমি থাকতে আপনাদের কিসের ভরসা।সরি কিসের দু:চিন্তা।যাই হোক মূল কাজের ধাপে চলে যাচ্ছি।
কাজের ধাপ:-
মনোযোগ দিয়ে খেয়াল করুন খুব সহজ।
১. প্রথমে এখান থেকে IP HIDE সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।(2.73MB) এটা কিন্তু ফুল ভাসর্ন।সুতরাং চিন্তার কোন কারন নেই ➡ Download
তারপর পাসওয়ার্ড চাইবে ওখানে লেখতে হবে-রাহাতস্যার (একসাথে -বাংলায় না কিন্তু ইংরেজীতে)দিয়ে ইন্টার পেস করতে হবে।
২.পাসওয়াড সঠিক হলে ইন্টার চাপার পর এমন(নিন্মে দেওয়া আছে) একটি উন্ডো আসবে।ওখানে মাউসের রাইট বাটন প্রেস করে সেইভ এস এ ক্লিক করতে হবে।নিচের চিত্রে দেখানো হল ➡
সেইভ এস এ ক্লিক করার সাথে সাথে ফাইলটি ডাউনলোড হতে শুরু করবে।এখন জিপ করা ফাইলটি ওপেন করুন।
৩.প্রথমে রিয়েল হাইড আইপিতে কিল্ক করে ইন্সল করুন।
ক্লিক করার পর সফটওয়্যারটি ইনস্টল করুন।ফিনিস এর পূর্বে এরো চিহ্নটি তুলে দিন।নিম্মের ছবিটি এর মত করে।
এরো চিহ্নটি তুলে দিয়ে Finish দিন।
৪.এবার রাহাত এ ডাবল ক্লিক করুন।ক্লিক করার পর নিম্মের ছবিটির মত আসবে।
এখন Patch এ ক্লিক করুন।তাহলে দেখবেন একটি উন্ডো আসবে নিম্মের ছবিটির মত।লক্ষ করে খেয়াল করুন কেননা এগুলো কিন্তু আসল।এটার মাধ্যমে ফূল ভাসন হবে এই সফটওয়ারটি।
উপরের ছবিটি এর মত আসবে প্যাচ এ ক্লিক করলে।ভয় পাবেন না।Yes করুন।
৫.এখন নিম্মের ছবিটি এর মত এড্যাস বারটিতে ক্লিক করুন।
৬.এখন হচ্ছে সবচাইতে গুরত্বপূর্ন জিনীস সেটা হচ্ছে আপনাকে এই লিংকটি ➡ C:\Program Files\RealHideIP
কপি-পেষ্ট অথবা লেখে দিতে হবে এড্যাস বারটিতে।এন্টার প্রস করুন।তাহলে নিচের মত একটি বক্স আসবে।
এখন Real হাইড আইপিটি সিলেক্ট করে ওপেন দিন।ব্যাস আপনার কাজ শেষ।এখন আপনার সফটওয়্যারটি ফূল ভাসন হয়ে গিয়েছে।এখন এটি সারাজীবন ব্যবহার করতে পারবেন।
একটা রিস্টাট দিন।
৭.এখন ডেক্সটপে থাকা রিয়েল আইপি সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করুন।এবং হাইড আইপি দিন।নিম্মের ছবিটি এর মত করে।
হাইড আইপিটিতে ক্লিক করার সাথে সাথে আপনার আইপি হাইড হয়ে অ্যামেরিকান আইপি বসে যাবে।এখন মুক্ত পাখি এর মত ঘুরে বেড়ান সমস্ত দুনিয়ার সাইটগুলো।
এত কষ্ট করে এই পযন্র্ত আসার জন্য ধন্যবাদ।আশা করি সফল হয়েছেন।
যদি সফল হয়ে থাকেন অবশ্যই আমাকে ধন্যবাদ জানাতে ভূলবেন না।ধন্যবাদ না দিলে কিন্তু নেক্সট এ এত কষ্ট করে সব কাজ বাদ দিয়ে টিউন লেখতে বসব না আপনাদের জন্য।হা হাহা হা হা হা হা।বন্ধুরা মজা করলাম।আসলে আমি আপনাদের কিছু শিখিয়ে খুব আনন্দ পাই তাই আমার সব কাজ বন্ধ করে মাঝে মাঝে আপনাদের কিছু শিখাতে আসি এবং নিজেও কিছু শিখি। 😀 😛
[বি দ্র: আমরা যেহেতু প্রযুক্তি নিয়ে চর্চা করি তাই সেটার অপব্যবহার হতে সবাই বিরত থাকব]
ও হা আমাকে কিন্তু পুলিশ ধরে নিয়ে গেলে আপনারা ছাড়াইয়া আনবেন/বা কম্বল দিয়ে আসবেন জেলখানায় খুব শীত লাগে শেষের রাত্রের দিকে।কেননা ফেইসবুক বন্ধ করেছে সরকার।আর আমি তা চালানোর ব্যাবস্থা করে দিয়েছি। 🙂 😛
যেকোন সমস্যায় বিনা সংকোচে আমাকে বলুন।
ফেইসবুক এ আমি-Rahat Khan Tafsir
আমার ফেন পেইজ এ লাইক যদি দিতে চান- Rahat khan Tafsir
আমি রাহাত খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 11 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a simple boy with a creative mind....love to make new things.That's y my dad think one day i'll b a really famous person.and that day i'll make my country proud.....so FRNDZ always b with me...i really need u beside me.. :D
ভাইয়া, আমি আপনার একজনফ্যান, বাট কেন হচ্ছে না? বুঝতে পারতাছিনা।