আসসালামু-আলাইকুম,
কেমন আছেন সবাই। ইদানিং সবাই দেখি পিটিসি সাইট এর পিছে সময় নষ্ট করে ধোকা খেয়ে আফসোস করে। অনেকেই টাকা কামানোর আসায় ব্লোগিং করে, বাট টাকার সন্ধান পায়না। আর এডসসেন্স, সেতো সোনার হরিন। আজ সেই সোনার হরিণ কেই আনবো হাতের মুঠোয়।
আজ আমি আপনাকে দিব একটা হোস্টেড এডসেন্স একাউন্ট। এই একাউন্ট আপনি আপনার ব্লোগ, ওয়েবসাইট, ইউটিউব এবং যে কোনো ধরনের সাইট এ ব্যবহার করতে পারবেন।
আপনি আমার কাছে এডসেন্স আইডি-র জন্য অর্ডার করার ২দিন এর মধ্যেই এডসেন্স একাউন্ট আমার কাছ থেকে পেয়ে যাবেন। (বেশির ভাব ক্ষেত্রেই ১দিন এর মধ্যেই দিয়ে দেই)
আমার কাছ থেকে এডসেন্স নিতে যা যা লাগবেঃ-
(অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড এ যা দেওয়া আছে)
১/ আপনার ফুল নাম।
২/ গ্রাম, টিউন, থানা, উপজেলা এবং জেলা
৩/ ফোন নাম্বার (আলটাইম একটিভ থাকে এমন)
আমি এডসেন্স একাউন্ট বাবদ ২০০০টাকা করে নেই। ১০০০ টাকা এডভান্স দিতে হবে। বাকিটা এডসেন্স হাতে পাওয়ার পর। আপনি চাইলে আপনার এডসেন্স হাতে পাওয়ার ৫ মিনিট পুর্বেও এডভান্স দিতে পারেন। (এডভান্স নিতাম না, বাট অনেকের ধোকা খেয়ে এখন এডভান্স নিতে বাধ্য হই।)
এডসেন্স নিতে চাইলে আপনি আমাকে ইমেইল অথবা ফেসবুক এ বলতে পারেন।
আমার মেইলঃ [email protected]
আমার ফেসবুক আইডিঃ http://www.facebook.com/babulhossain.chowdhury (Babul Hossain Yean)
আপনি অর্ডার দেওয়ার পর আপনার এডসেন্স রেডি হইলে আপনার আইডি আপনাকে দেওয়ার আগে আপনার সাথে অবশ্যই কথা হবে। তখন ফোন নাম্বার ও পেয়ে যাবেন। কাইন্ডলি আপনার ফোন নাম্বার টা মেইল করেন।
বাজে টিউমেন্ট করবেন না, আমি চাইনা কোনো টেলিমার্কার আমার সাথে যোগাযোগ করুক।
সবাই ভালো থাকবেন...
আমি ইয়ান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সকল সাইটের সেরা সাইট ট্রাফিক মনছুন এই খান থেকে সলিট টাকা ইঙ্কাম করেন https://trafficmonsoon.com/?ref=arafinaraf কখনো ঠকবেন না,আর একাউন্ট যদি ব্লকেড দেখায় তাহলে হডেম ডিস্কানেক্ট করে কানেক্ট দিন,জতবার না হয়,দেখবেন হয়ে যাবে।