“মডেমকে বানিয়ে ফেলুন মোবাইল।যারা এখনো Huawei মডেম থেকে কল করতে ও রিসিভ করতে পারছেন না।ব্যালেন্স চেক করতে পারছেন না।ইন্টারনেট কিনতে পারছেন না,3g video call করতে পারছেন না। শুধুমাত্র তাদের জন্য এই টিউন।”
আপনার জিপি Huawei মডেমে আপনি চাইলে কল করতে ও রিসিভ,ভিডিও কল,এস,এম এস, এমএমস ইত্যাদি সাভিস উপভোগ করতে পারবেন।তাহলে দেখা যাক কিভাবে তা করতে হবেঃ-
* জিপি মডেম (Huawei E303)থেকে ফোন দিয়ে কথা বলা যায়। ফোন আসলেও তা রিসিভ করা যায়। এমনকি SMS, MMS, Video Call, USSD এসব কিছুরই অপশন আছে। এই ট্রিকটা আমি E-Series এর মডেম গুলোর জন্য দিচ্ছি। আমারটার মডেল Huawei E303। আপনারা আপনাদের অন্যান্য মডেলেও চেষ্টা করতে পারেন। আসুন শুরু করি।
মনোযোগ দিয়ে খেয়াল করুন-
১. আপনার মডেমের IMEI No. টা খুজে বের করে Notepad এ লিখে রাখুন। এই নাম্বারটা আপনি আপনার মডেম কেনার কাগজে বা আপনার মডেমের গায়ে লেখা দেখতে পাবেন।
নিচের চিত্রে খেয়াল করুন-
২. এবার নিচের লিংক দুটি থেকে ২টি Software Download করে নিন।
(Universal_MasterCode-540kb) এখানে ক্লিক করুন ➡ -Download
(Customized Mobile Partner-23.2mb) এখানে ক্লিক করুন ➡ -Download
৩. এবার আপনার মডেমটি কানেট ডেক্সটপ/লেপটপে কানেট করুন। My Computer ওখানে গিয়ে আপনার মডেমের ড্রাইভ এলে ভিতরের সবকিছু কপি করে অন্য কোন ড্রাইভে রেখে দিন। মনে রাখবেন এই ব্যাকআপটা খুবই গুরুত্বপূর্ন। পারলে ডিস্ক করে রাখুন বা কোথাও upload করে রাখতে পারেন।
আপনার মডেমটির ডাইভটিতে ক্লিক করে সেখানে থেকে CTRL+A সব ফাইলগুলো কপি করে অন্য কো জায়গায় Paste করে রেখে দিন।এই আপনার পরবর্তীতে লাগতে ও পারে।
৪. এবার Universal MasterCode এটি ওপেন করুন। এখানে IMEI বক্সের লেখাটি মুছে আপনার মডেমের IMEI নাম্বারটি দিন। এবার Calculate এ ক্লিক করুন। কয়েক সেকেন্ড পর দেখবেন ডানপাশের Flash বক্সে একটা নাম্বার এসেছে। এটা আপনার Flash Code।
৫. এবার আপনার Customized Mobile Partner অর্থাৎ ২য় Download করা ফাইলটি ওপেন করুন। I accept দিয়ে অপেক্ষা করুন। একটু পর দেখবেন যে একটা Code চাচ্ছে। এখন আপনার বের করা সেই Flash Code টা প্রবেশ করান আর সামনের দিকে এগোন। কয়েক মিনিটের মধ্যেই দেখবেন যে কমপ্লিট হয়ে গেছে।
ইন্সল করার পরে এমন দেখা যাবে-
৬. এবার মডেমটা খুলে লাগিয়ে এবার চালান। আর সমস্যা হলে প্রথমে কপি করা ব্যাকআপ(ধাপ-৩) কপিটা ইনস্টল দিন। নতুন Dashboard দেখতে পাবেন। এখানে সবকিছু পাবেন। আর নতুন প্রফাইল তৈরির জন্য Tools> Options> Profile Management> New এ গিয়ে Static এর বক্সে gpinternet দিয়ে Apply> Ok করে বেরিয়ে আসুন।
সতর্কতা:
১। বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করুন। পারলে UPS ব্যবহার করুন। কারণ, বিদ্যুৎ চলে গেলে মডেমের ক্ষতিও হতে পারে। এটা কেবল দু মিনিটের জন্য।
২।অন্য কোন কাজ করার দরকার নেই সেই মূহর্তে।
[বিঃদ্রঃ-যদি আপনার মডেমটি ঠিকমত সফটও্য়্যারটি ইন্সল করতে না পারেন তাহলে কিন্তু ওয়ারেন্টি থাকলে তা গ্রহনযোগ্য হবে না।আর এতে ডেড রিক্স থাকতে পারে।সুতরাং ভালবাবে চিন্তা করে কাজের ধাপগুলো অনুসরন করেন]
আশা করি পরিস্কার ভাবে বুঝাতে সক্ষম হয়েছি তারপরেও যদি কোন সমস্যা হয় বিনা সংকোচে আমাকে প্রশ্ন করুন।
যেকোন জিজ্বাসায় :-
Rahat Khan Tafsir
Facebook ID-Rahat khan tafsir
Fan page: fb.com/rahat04
আমি রাহাত খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 11 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a simple boy with a creative mind....love to make new things.That's y my dad think one day i'll b a really famous person.and that day i'll make my country proud.....so FRNDZ always b with me...i really need u beside me.. :D
পরের লিংক কাজ করছে না । ওটা আপডেট করে দেন ।