এলার্টপেতে $৫ কিনতে চাচ্ছি আমি।

সবাইকে ঈদের সুবেচ্ছা এবং সালাম যানাচ্ছি,

অনেক দিন চেশটা করলাম কিন্তু ইন্টারনেটের মাদ্ধমে কখনো ১ডলারের বেশি আয় করতে পারিনি। তাই এখন চিন্তা করলাম যে নিয়োবাক্স এ কিছু ডলার ইনভেস্ট করবো।

নিয়োবাক্সে এলার্টপেয়ের মাদ্ধমে ফান্ড(ডলার) এড করা যায়। কিন্তু সর্বনিম্ন এমাউন্ট যেটা এলার্টপেয় থেকে নিয়োবাক্সে  পাঠানো যাবে তা হচ্ছে $৫।

তাই আমি আমার এলার্টপেয় একাউন্টে $৫ কিনতে চাই।

আমি এখনো টেকটিউন্সে নতুন, তাই এখানের নিতিমালা ঠিক ভাবে জানি না। তাই আমি আশা করছি আপনারা আমার ভুলগুলোকে ক্ষমা করে দিবেন।

টিউনটি পরার জন্ন্য ধন্যবাদ। আশা করি আমি আপনাদের থেকে তাড়াতাড়ি রিস্পন্স পাবো।

Level 0

আমি আশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি আয় এর জন্য বিস্তারিত জানতে মেইল করূন [email protected]

ধন্যবাদ

Level 0

নিওবাক্সে ইনভেস্ট করে বেশির ভাগ লোকই প্রফিট করতে পারতেছে না। রেফারেল এর ক্লিকের গড় কম তাই ১ মাসের জন্য রেন্ট করলে প্রফিট হয় না। ২৪০ দিনের জন্য রেন্ট করলেই কেবল প্রফিট হয় (৩০% ডিসকাউন্টে) । আরও অনেক নিয়ম কানুনু আছে দয়া করে নিওবাক্সের ফোরামে দেখেন।
৫ ডলার ইনভেষ্ট করলে আপনি মোটেও প্রফিট করতে পারবেন না কারন মেম্বারশিপ আপগ্রড করা ছাড়া রেফারেল কিনলে কোন লাভ নেই। আমি ৫২৫ টি রেফারেল রেন্ট করছি কিন্তু ১ মাসে ১০০ ডলারও প্রফিট করতে পারতেছি না।

    ভাই অন্যগুলার কি অবস্থা যেমন অনবাক্স,ক্যাসিয়াম,ইঙ্ক্রিজবাক্স,ইফবাক্স? এদের রেফারেল রেন্ট করলে লাভ আছে?

    Level 0

    কেবল মাত্র অনবাক্সে লাভ হয়। বাকি সব ফালতু।

    বুলবুল ভাই আপনার মোবাইল নং প্রয়োজন দয়া করে দিবেন কী [email protected]

নিওবাক্স এর Rent করা রেফারেল গুলো আসল না। ওরা সফটওয়্যার দিয়ে এই গুলো বানাই বিক্রি করে। আমার কথা Believe না করলে একটু Google এ search করে দেখবেন। আপনি যদি Direct রেফারেল দিতে পারেন, তাহলেই সব ক্লিক পাবেন। Rent করা রেফারেল গুলো দেখবেন, হাতে গুনা কয়েক জন ছাড়া কেউ সবগুলো ক্লিক করে না। সেই জন্যই ওরা এত দিন টিকে আছে (আরো কিছু কারন আছে)। আমি PTC নিয়ে প্রায় ৩ বছর কাজ করে ছেড়ে দিছি। Neobux সহ আরো অনেক PTC থেকে অনেক বার payment পাইছি। পরে এত বিরক্ত লাগলো PTC ছেড়ে দিলাম।
আপনারা যারা আনলাইন আয় এ নতুন তারা এইটা করে Basic একটা ধারনা নিতে পারেন। বেশি দিন এইটা করে আপনি অনলাইনে ভাল আয় করতে পারবেন না।

    আমাকে কয়েকটা PTC সাইটের দিবেন কি
    যেগুলি থেকে প্রতি ক্লিকে .০১$ করে পাওয়া যায়
    যেমন neobux, onbux

Level 0

যা বলার তা M H BULBUL ভাই জান বলেদিয়েছেন । তাই আমি আর বক্তব্য দিতে চাইনা । তবে ভাল এবং পে করে এমন পিটিসি সমন্ধে জানতে ভিজিট করুন :http://click-for-earning.blogspot.com/

কোন PTC তে কাজ করার আগে google এ PTC সাইট টার নাম লিখে সাথে “Scam” কথাটা লিখে search করবেন, তাহলে আপনি বুঝবেন সাইট টা payment করে নাকি FAKE! যেমন- neobux.com scam or “neobux.com scam” এই ভাবে লিখবেন।
আমি এখন PTC তে কাজ করি না, তাই কোন সাইট এর নাম বলতে পারছি না।

ভাল থাকবেন আর ভাল করে জেনে বুঝে কাজ করবেন।

ধন্যবাদ সবাইকে,

কিন্তু আমার এলার্টপেতে ৫ডলার খুব দরকার। আশা করি আপনারা কেউ আমাকে ৫ডলার বিক্রি করবেন।

    আমি বিক্রয় করতে চাই,দরকার হলে এইখানে কমেন্ট করেন।

আমি বিক্রয় করতে চাই,দরকার হলে এইখানে কমেন্ট করেন।
আমার ২/৩ ডলার প্রয়োজন । কীভাবে পেতে পারি। [email protected] মিরপুর ১০ এ থাকি।

    Level 0

    আমি দিতে পারবো। আমাকে মেইল করেন।।। [email protected] আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকি।