ডাউনলোড করুন এখুনি একটি অসাধারণ সফটওয়্যার (নেট টুলস)

নেটটুলস নামের সফটওয়্যার দিয়ে নেটওয়ার্ক, ইন্টারনেট ও কম্পিউটার সিস্টেমের বেশ কিছু সুবিধা পাওয়া যায় একসঙ্গে। এই সফটওয়্যারের সেবাগুলোর মধ্যে আছে আইপি (ইন্টারনেট প্রটোকল) স্ক্যানার, আইপি ক্যালকুলেটির, সাবনেট ক্যাল্কুলেটর, পোর্ট স্ক্যানার, টিসিপি বা আইপি কনফিগার, ইন্টারনেট এক্সপ্লোরার পাসওয়ার্ড রিভাইবার, মাম ফাইল রিনেমার, বাইনারি-আসকি-হেক্স কনভার্টার, ফোর্স রিবুট, উইন্ডোজের ষ্টার্টাপ ম্যানেজার, ভার্চুয়াল ড্রাইভ তৈরী, সিষ্টেম টাইমআপ, আনইনষ্টলার, নেটমিটার, সফটওয়্যার স্ক্যানার, অ্যাপ্লিকেশন টার্মিনেটর, রিমোট পিসি শাটডাউন, মিউজিক প্লেয়ার, স্ক্রিনসেভার ইত্যাদি। ফলে, কিছু কাজের জন্য ব্যবহারকারীকে আলাদা আলাদা সফটওয়্যার ইনষ্টল করতে হয় না।

একটি সফটওয়্যার থেকেই এই সেবাগুলো পাওয়া যাবে। এতে নেটওয়ার্ক টুলস, ফাইল টুলস, সিষ্টেম টুলস, হিসেবে মোট ১৭৫ টির মতো প্রয়োজনীয় প্রোগ্রাম রয়েছে, যার তালিকা দেখতে পাওয়া যাবে হেল্পের রিড মি ফাইল থেকে।

এ ছাড়া এই সেবাগুলো খোঁজার সুবিধা আছে। তবে এগুলোর মধ্যে কিছু কিছু সেবা একটু ধীরগতির। ২৫.৩ মেগাবাইটের বিনামূল্যের এ সফটওয়্যারটি উইন্ডোজের সব সংস্করণে চলবে। আর ইনষ্টল করার পর মূল ফোল্ডার কপি করে পোর্টেবল (৭৬ মেগাবাইট) হিসেবেও ব্যবহার করতে পারবেন।

Download

Level 0

আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা একটা জটিল জিনিস। আমি নিজেও ইউস করতাম। খুব ভালো টিউন, আমি জানি সবার অনেক ভালো লাগবে। তবে ভালো হত আপনে আরেকটু। ডেটেল্স বলে দিলে কি কি আছে এটার ভিতরে, তাহলে নতুনরা আগ্রহ পেতো। অনেক ধন্যবাদ

    পুদিনা পাতা ভাই যখন বলল ভাল তাই ডাউনলোড করলাম,
    কিন্তু টিউনে আরো বিস্তারিত ভাবে লেখা দরকার ছিল কারন আপনার টিউনে বুঝা যায় না আসলে এই সফটার কাজ কি।
    সামনে টিউন করার সময় আরো বিস্তারিত ভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন,
    ধন্যবাদ টিউনের জন্য।

এটার কাজ কি তা বুঝলাম না।ডিটেইল‌‌্‌স বললে ভালো হয়।

খুবই ভালো টিউন। তবে এর আগও এই সফটওয়্যার নিয়ে দুই তিনটি বিস্তারিত টিউন হয়েছে।

সংগ্রহশালায়

ধন্যবাদ