আমি এই সাইটটি বহুদিন যাবৎ ব্যবহার করছি তবে মাঝে মাঝে প্রিমিয়াম একাউন্ট পাই তখন অবশ্য এই সাইটটি তেমন ব্যবহার করি না। তবে যারা প্রিমিয়াম একাউন্ট সংগ্রহ করতে পারেন না তাদের জন্য এই সাইটটি খুব কার্যকর। এর মাধ্যমে আপনি হটফাইল, রেপিডশেয়ার, মেগাআপলোড, ইজিশেয়ারের মত সার্ভার থেকে ডাউনলোড করতে পারবেন।
প্রথমেই http://www.rapid8.com-এ যান ।
লিংক প্রবেশ করান। তখন নিচের পিকচারের মত আসবে
নিচের পিকচারটি যখন আসবে তখন ডাউনলোড লিংকে ক্লিক করুন আর উপভোগ করুন প্রিমিয়াম একাউন্টের মত। তবে ঘন্টায় ২টার বেশি ডাউনলোড করতে পারবেন না।
Depositfiles:
username - 150294
password - singh
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ভালোই হয়েছে আমার জন্য। আপনাকে এত তাড়াতাড়ি ২০১ এ পাবো। কল্পনাও করি নাই। ধন্যবাদ