ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক VPN বৃত্তান্ত :: যে কারনে আমাদের প্রত্যেকের VPN ব্যবহার করা উচিত!

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অ্যান্ড্রোয়েড এবং কম্পিউটার ডিভাইসে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তথা VPN সম্পর্কিত আমার এক্সক্লুসিভ মেগাটিউন।

ইন্টারনেট ব্রাউজ করার সময় আমাদের মনে একটা ভীতি থাকে। মনে হয় কেউ আমাদের উপর স্পাইগিরি করছে, সরকার নজরদারী করছে কিংবা যেকোন সময় হ্যাক হয়ে যেতে পারে আমাদের গোপনীয় সব তথ্য। মোটামুটি আমাদের দেশের অনেক কম্পিউটার ব্যবহারকারী এই বিষয়গুলো নিয়েই সন্ত্রস্ত থাকে বিশেষ করে যারা উপর মহলে থাকে তাদের ভীতিটা দেখার মতো। তারা ভাবে এই বুঝি স্কাইপ কথোপকথন ফাঁস হয়ে গেলো।

আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করছেন সেটা কতোটুকু সিকিউর সে সম্পর্কে হয়তো আপনি পুরোপুরি নিশ্চিত না। কারও ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখলেন আর চম্পট দিয়ে ঢুকে গেলেন সেই নেটওয়ার্কে। সচরাচর বাঙ্গালী প্রথমে ফেসবুকে ঢুকবে, পাসওয়ার্ড দিবে। কোন আর্থিক লেনদেনের সাইটে গেলে ক্রেডিট কার্ড ইনফোরমেশন প্রোভাইট করবে ইত্যাদি ইত্যাদি। পরে দেখা গেলো সেই তথ্যগুলো খুব সহজেই হ্যাক হয়ে গেছে।

এই সমস্ত ব্যাপারে সম্পূর্ণ নিরাপদ থাকতেই ব্যবহার করতে হবে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। যেখানে একজন ইন্টারনেট ব্যবহারকারীর সব ধরনের ব্যক্তিগত তথ্য নিরাপদে থাকবে এবং প্রয়োজন অনুযায়ী সে পাবে অ্যানোনিমাসলি ইন্টারনেট ব্যবহারের সুযোগ। আজকের টিউন শেষে আপনারা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এবং কেন এটা ব্যবহার করতে হবে এ ব্যাপারে ব্স্তিারিত তথ্য জানতে পারবেন।

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তথা VPN কী?

VPN বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হলো কোন পাবলিক নেটওয়ার্কের মধ্যে একটি প্রাইভেট নেটওয়ার্ক যা একজন ইন্টারনেট ব্যবহারকারীকে সম্পূর্ণ সিকিউরিটি মেইনটেইন করে ডাটা আদান প্রদানে সাহায্য করে। তাছাড়া কান্ট্রি রেসট্রিকটেড ওয়েব সাইট, তুলনামূলক ভাবে ঝুকিপূর্ণ ওয়েব সাইট, ব্লক করে দেওয়া ইন্টারনেট কন্টেন্ট ইত্যাদি দেখার জন্যও ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কার্যকর।

যদিও কিছু কিছু দেশে এরকম VPN ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি আছে তবে আমাদের দেশের জন্য কোন সমস্যা না।

যে কারনে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করবেন সেটা নিচে বিস্তারিত জানাবো। কিন্তু তার আগে জেনে নিন কীভাবে তৈরী করবেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এ কাজের জন্য আপনার প্রয়োজন হবে একটি ভালো মানের VPN সফটওয়্যার। ফ্রিতে এবং টাকার বিনিময়ে ভালো মানের VPN সফটওয়্যার পাওয়া যায়। নিচের ডাউনলোড লিঙ্কগুলোতে দুটি ফ্রিওয়ার এবং একটি প্রিমিয়াম VPN সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক দিলাম।

ডাউনলোড শেষে ইন্টস্টল করলেই ব্যবহার করতে পারবেন। অফিশিয়াল সাইট হতে ব্যবহারবিধি দেখেও নিতে পারেন। যদিও তা প্রয়োজন হবে বলে মনে হয় না।

ডাউনলোড VPN সফটওয়্যার (উইন্ডোজ এবং অ্যান্ড্রোয়েড)

এদের মাঝে প্রথম দুইটা সফটওয়্যার ফ্রি ভার্সন। এগুলো শুধুমাত্র ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ডাউনলোড এর জন্য সফটওয়্যারের অফিশিয়াল ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে। সেখান থেকে আপনার অ্যান্ড্রোয়েড, উইন্ডোজ, iOS কিংবা অন্য অপারেটিং এর জন্য প্রয়োজনীয় ভার্সনটি ডাউনলোড করে নিতে পারবেন।

কিন্তু শেষের সফটওয়্যারটি অর্থাৎ Hotspot Shield Elite যেহেতু প্রিমিয়াম তাই এর জন্য থার্ড পার্টি ওয়েব সাইট এর লিঙ্ক দেওয়া হয়েছে। নিচের ডাউনলোড লিঙ্ক থেকে শুধুমাত্র সফটওয়্যারটির উইন্ডোজ ভার্সন ডাউনলোড করতে পারবেন।

অ্যান্ড্রোয়েড ফোন এর Hotspot Shield  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

কেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) ব্যবহার করবেন?

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সম্পর্কে এতোক্ষণে মোটামুটি একটি ওভারভিউ দিতে পেরেছি মনে হয়। যারা এ ব্যাপারে আগে জানতেন না তাদের মনে সামান্য হলেও সুন্দর একটি ধারনা তৈরী হয়েছে নিশ্চয়। এবার তাহলে চলুন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এর সুবিধাগুলো জেনে নেই। নাহলে কাউকে তো বলতে পারবেন না যে, কেন আপনি VPN ব্যবহার করছেন। তাছাড়া নিজে কী করছেন, কেন করছেন এগুলোও তো জানতে হবে, তাই না?

অন্য দেশের সংরক্ষিত ওয়েব সাইট ভিজিট করতে

  • এরকম অনেক ওয়েব সাইট আছে যেগুলো অন্য দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা ভিজিট করতে পারে না। কিন্তু VPN ব্যবহার করে আপনি খুব সহজেই ঐ ওয়েব সাইটগুলো ভিজিট করতে পারবেন। তাছাড়া কিছু কিছু ইন্টারনেট সুবিধা বিশেষ কিছু দেশের জন্য বরাদ্দ রয়েছে। যেমন ইন্দোনেশিয়ানদের জন্য ফেসবুকে সিঙ্গেল নাম ব্যবহার করার সিস্টেম আছে। তাই VPN দিয়ে ইন্দোনেশিয়ার আইপি ব্যবহার করে আপনি খুব সহজেই বাংলাদেশে বসে সেই সুবিধাটা পাবেন।

যেকোন ব্লকড কন্টেন্ট ফ্রি ভাবে দেখতে

  • ইন্টারনেটে এমন অনেক কন্টেন্ট আছে যেগুলো প্রাপ্ত বয়স্কদের জন্য অথবা বয়স ভিত্তিক ব্লক করা থাকে। কিংবা সেটা যদি কোন সংগঠনের ওয়েব সাইট হয় তাহলে কর্মীদের পদবী কেন্দ্রিক কন্টেন্টে প্রবেশাধিকার সংরক্ষিত থাকে। সেক্ষেত্রে আপনি VPN ব্যহারে সেই সব ব্লক কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবেন। একটা অনুরোধ, বয়স ভিত্তিক কন্টেন্টগুলোর জন্য ভিপিএন সফটওয়্যারের অপপ্রয়োগ করবেন না প্লিজ।

যেকোন পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক নিরাপদে ব্যবহার করতে

  • কোন পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কই গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানের জন্য নিরাপদ না। এসব নেটওয়ার্কে সব সময় ডাটা হ্যাক হওয়ার একটা ভয় থাকে। কিন্তু VPN ব্যবহার করে যেকোন পাবলিক নেটওয়ার্কের মাঝে একটি প্রাইভেট নেটওয়ার্ক তৈরী করা যায়। এর ফলে ইন্টারনেট ব্যবহারকারী তার গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদানে শতভাগ নিরাপদ থাকতে পারবে।

ব্যক্তিগত ফাইল নিরাপদ আদান প্রদান করতে

  • আপনি হয়তো জানেন ইন্টারনেটে যে সকল ফাইল বা তথ্য আদান প্রদান করা হয় সেগুলোর উপর তদারকি করা যায়। আপনি হয়তো এমন কোন ফাইল কাউকে পাঠাতে চাচ্ছেন কিংবা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে চাচ্ছেন যেগুলো ফাঁস হয়ে গেলে চরম বিপদে পড়তে হবে। এমন অবস্থায় VPN ব্যবহার করে নিরাপদে উক্ত ফাইল সবার অগোচরে ডাউনলোড কিংবা আপলোড করা যাবে।

ব্রাউজিং কখনো লগড হবে না

  • মনে করুন, আপনি আদালত থেকে অভিযুক্ত হলেন। কারন হিসাবে উল্লেখ করা হলো, আপনি ইন্টারনেটে কোকেন নিয়ে ঘাটাঘাটি করেছেন কিংবা অর্ডার করেছেন। আপনি হয়তো আপনার কেমিস্ট্রি প্রজেক্টের জন্য কাজটি করেছেন তারপরও তো এটা লিগ্যাল না। আপনার পিসিতে যদি VPN তৈরী করা থাকে তাহলে আপনার ব্রাউজার হিস্ট্রিগুলো সম্পূর্ণ আনট্রেসেবল অবস্থায় থাকবে। এবং এমতাবস্থায় নিজেকে খুব সহজেই নির্দোষ প্রমাণ করতে পারবেন। এ জাতীয় যাবতীয় সিরিয়াস বিষয় থেকে VPN আপনাকে রক্ষা করতে পারবে।

প্রাইভেসি রক্ষনে VPN শতভাগ কার্যকর

  • গুগল মামু এমন একটা জিনিস, যার হাত থেকে আপনি কোন ভাবেই পালাতে পারবেন না। আপনি কী করছেন, কীভাবে করছেন, আপনার ইন্টারেস্ট কী এসব কিছুই গুগল খুব ভালো করে জানে। আপনি যদি না চান, আপনার তথ্যগুলো কোথাও সঞ্চিত থাকুক তাহলে আপনার জন্য সর্বোত্তম সমাধান হলে VPN ব্যবহার করা। VPN ব্যবহারে আপনি থাকবেন সম্পূর্ণ অ্যানোনিমাস।

আমাদের বিশ্ববিদ্যালয়ে একবার ফেসবুক বন্ধ করে দিয়েছিলো। কোন ভাবেই হল কিংবা ডিপার্টমেন্টের এর ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা যাচ্ছিলো না। এমতাবস্থায় আমি এবং আমার এক বন্ধু টিউনার সজিব মিলে VPN ব্যবহার করা শুরু করি। সেটাই ছিলো জীবনে প্রথম VPN ব্যবহার করা। আর এখন তো VPN ছাড়া চলেই না। কারন একমাত্র VPN ব্যবহারেই কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা!

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে।

আর টিউনটিকে মৌলিক মনে হলে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন দিতে ভুলে যাবে না যেন। সর্বশেষ যে কথাটি বলবো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বরাবরের মতোই তথ্যবহুল টিউন

    তার সবগুলো টিউনই তথ্যবহুল কিন্তু নিয়মিত লিখেন না। তার টিউনের জন্য শুধুই অপেক্ষা করতে হয়……
    আপনার টিউনগুলোও কিন্তু চমৎকার। জামালপুরের মানুষগুলো কী এরকমই হয় নাকি?

      জামালপুর থেকে খুব বেশি আসে না। তবে যারা আসে তারা এক্কেবারে বস! তাদের মাঝে আমি ছাড়া!

    আরে ব্রাদার, প্রথম টিউমেন্টের জন্য ধইন্যা 🙂 তোমারে তো আর দেখায় যায় না 😉

বহুদিন পরে টিউন! তারপরে আবার ফাটায়ে ফেলছেন ব্রাদার! ভিপিএন নিয়ে এতো চমৎকার গুছানো টিউন আমি জীবনে দেখিনি। যদিও আগে যদি দেখতাম তাহলে নিশ্চয় আপনি এই ধরনের টিউন করতেনই না। কারন অজানা বিষয় নিয়ে এক্সক্লুসিভ সব টিউন করাই তো আপনার কারবার।

টিউন বিষয়ে আর কিছু বলব না। কারন এ ব্যাপারে কথা বলার জন্য টিউমেন্ট সেকশনে আরও অনেকেই আসবে। শুধু এতোটুকু বলতে চাই, টেকটিউনসের দুর্দিনে এভাবে দূরে দূরে থাকবেন না। আপনাদের টিউনের জন্যই তো চাতক পাখির মতো অপেক্ষা করি। আপনার টিউন ছাড়া আর কারও টিউনে আমার মন ভরে না। অনুরোধটা রাখার চেষ্টা করবেন প্লিজ।

    নানা ধরনের ব্যস্ততা আষ্ঠেপৃষ্ঠে বেধে রেখেছে ভাই। চাইলেই আর আগের মতো সময় বের করে লিখতে পারিনা। টিউনের চাইতেও অনেক গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে। এখন একটা টিউন করতে গেলেও দুই দিনের প্রিপারেশন লাগে। তাই ভালো জিনিস কমও ভালো এই থিওরীতে বিশ্বাসী হয়ে একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করার প্র্যাকটিস করুন।

    সুন্দর টিউমেন্টের জন্য ধইন্যার সুবাসিত শুভেচ্ছা 🙂

Level 0

Great Tune To Say.I Like This Kind Of Tune.পৃথিবীর সর্বকালের সেরা VPN Software কোনটি জানেন আপনারা? Express VPN.৯,২০০ টাকা লাগবে মাত্র ১ বৎসর চালাতে,তা-ও কেবলমাত্র দুইটি ডিভাইসে চালাতে।কিন্তু এর এক মহা উপকারিতা আছে!! জানেন কি,কি সেই উপকারিতা? আপনার ব্লগের Google Adsense অথবা Revenue Hits এর অ্যাডে আপনি নিজেই ক্লিক করতে পারবেন,কারো বাপের সাধ্য নেই আপনাকে ধরবে বা ব্যান করবে।আপনার ব্লগে বা ওয়েবে স্বল্প ভিসিটর থাকলেও কোন সমস্যা নেই।

সবচেয়ে বড় সুবিধা কি জানেন?? এই মহা মূল্যবান VPN Software টি U.S.A তৈরি করেনি,তাই Spy গিরীর কোন ভয় নেই।Software টি British Virgin Island এর একদল অতি সুদক্ষ Computer Programmer দের দ্বারা তৈরি করা এবং সম্ভবত অতি অতি অতি সুরক্ষিত।

Google Adsense নামক এক ইবলিশ শয়তানকে বাঁশ দিতে এর কোন জুড়ি নেই!!

    ওরে বাবা, অসাধারন তথ্য দিলেন তো ভাই। যদিও আমি কোন ওয়েব সাইটের মালিক না তারপরেও আপনার এক্সপ্রেস ভিপিএন সফটওয়্যারটি একবার ট্রাই করে দেখবো।

    চমৎকার এবং গুছানো টিউমেন্টের জন্য বস্তাভর্তি ধইন্যা 🙂

    এটার কি ফ্রি কোনো ডাউনলোড লিংক নেই । থাকলে প্লিজ

      পেলে আপনাকে জানাবো! আমি বর্তমানে একটু বায়রে আছি। রাতে ফিরলে আপনাকে জানাতে পারবো।

    গুগল এডসেন্সকে বাশ দেওয়ার চিন্তা করে কেউ আজ পর্যন্ত টিকতে পারেনি । ভিপিএন টেকনিক ধরার জন্য গুগল আরো ইন্টেলিজেন্ট প্রযুক্তি বের করে রেখেছে । রোবটের মত এরা নজরদারী করছে । আর লুকোচুরি করে গুগল এডসেন্সকে ফাকি দিলে ইনভেলিড ক্লিক করলে আপনার আয়টি আর বৈধ হবে না । এটা অবৈধ আয় হিসেবেই বিবেচিত হবে ।

Vai Apni Konta Use Koren

    সবগুলোই ব্যবহার করি। তবে আমার আমার প্রিমিয়াম ছাড়া ভালো লাগে না। তাহলে বুঝতেই পারছেন 😉

bro 3 ta softwere oi ki install korte hobe?

Level 0

thank you ,,

ধন্যবাদ উপকারি টিউন করার জন্য , ডাউনলোড লিংক থেকে শুধু কি ডাউনলোড করে ইন্সটল করলেই হবে না । আর সেটিং পেটিং কিছু করা লাগে ।

    ডাউনলোড করে ইনস্টল করুন। তারপর বাকি কাজ এমনিতেই করতে পারবেন। জটিল কোন সেটিংস নাই যাতে এক্সপার্ট লাগবে।

ফাহাদ ভাই গুগলের ক্রুমু এর একটা এক্সট্রেনশন আছে জেনমেট নামে, ঐটা দিয়ে কি বিপিএন এর কাজ টা হবে , বলতে আইপি চ্যান্জ করতে পারব ।

    আমি জেনমেট ব্যবহার করিনি। মানে আমি গুগল ক্রোম একটু কম ব্যবহার করি। কিন্তু মজিলাতে হোলা’র যে এক্সটেনশন আছে সেটা এক কথায় দারুন। অনেক ভালো কাজ করে।

Level 0

রাজাদের রাজা,বাদশাহদের বাদশাহ Express VPN Software টির তিনটি (৩ টি) মহা খারাপ বৈশিষ্ট্য হচ্ছেঃ

১।পৃথিবীর সবচেয়ে দামী VPN Software

২।এর কোন Trial Version নেই এবং কোনদিনও থাকবেনা এবং

৩।একটি লাইসেন্স দিয়ে কেবলমাত্র দুইটি (২ টি) ডিভাইস চালানো যায়।

    এ তো ভাই মহা ঝামেলার জিনিস! ক্র্যাক প্যাচ নাই নাকি? নেটে একবার ঢু মেরে দেখলাম এটা না কিনেই ব্যবহার করা সম্ভব। দেখি যদি সফল হই তাহলে টেকটিউনসে শেয়ার করবো ইনশাল্লাহ।

Level 0

বহু কষ্টে পেয়েছিলাম এর ক্র্যাক-প্যাঁচ ডার্ক ওয়েব থেকে এবং ইন্সটল করার পরে যথারীতি কুৎসিত ভাইরাস এবং পিসি পুনরায় সেটআপ!! তাই এখন কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।আমার ৪ টি পিসি এবং দুইটি ট্যাব।অন্তত দুটি ডিভাইসে ইউজ করতে পারবো।আমার মোট ব্লগ ১০ টি।আমার জন্য এটা কিনা ফরজ।

কারণ এ পর্যন্ত এই সফটওয়্যারটি যারা কিনে ব্যাবহার করেছে তারা বলেছে,কিয়ামতের পরেও যদি ফ্রিলান্সিং এর ব্যবস্থা থাকে তবে এ সফটওয়্যারটি তারা আল্লাহপাকের কাছে দাবি করবে।

এইবার বুঝেন ঠ্যালা কারে কয় !!!

    এ পর্যন্ত এই সফটওয়্যারটি যারা কিনে ব্যাবহার করেছে তারা বলেছে,কিয়ামতের পরেও যদি ফ্রিলান্সিং এর ব্যবস্থা থাকে তবে এ সফটওয়্যারটি তারা আল্লাহপাকের কাছে দাবি করবে।

    হা হা হা, আপনার কথা শুনে ভাই চরম মজা পাইলাম। আপাততো আমার কোন সাইট নেই। ফ্রিল্যান্সিং করারও সময় সুযোগ হয় না। তবে যদি হয় তাহলে আমি কিনে নিবো একটা। সুন্দর টিউমেন্টের জন্য ধইন্যা!

ভাল লাগল @ কাজের টিউন @ ধন্যবাদ

    আরে হোছাইন ভাই নাকি? ফিরে আসলেন তাহলে অবশেষে!
    আপনাকে অনেক মিস করেছি। ফিরে আসার জন্য অভিনন্দন 🙂

Level 0

@ সানিম মাহবীর ফাহাদ – আপনাকেও অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।

বলুন তো, টেকটিউনসের সবচেয়ে অকাজের এবং ফাউল টিউনগুলো কোথায় থাকে?

উত্তর হলো, টেকটিউনস ওয়েব সাইটের শুরুতে হট টিউনস সেকশনে সবচেয়ে অকাজের এবং ফাউল টিউনগুলো থাকে। কিন্তু আজকের আজব ব্যাপার হলো হটটিউনস সেকশনের শুরু থেকেই আপনার টিউনটিকে খুঁজে পেলাম। মনে হলো অন্য ফাউল টিউনগুলোর সাথে আপনার টিউন মানাচ্ছে না। কিংবা আপনার টিউনটি অন্য টিউনগুলোর মাঝে উজ্জল হয়ে আছে।

আমার সবচেয়ে বেশি খারাপ লাগে এরকম একটা গুরুত্বপূর্ণ সেকশনে (হট টিউনস) এরকম বাজে টিউনগুলো কীভাবে স্থান পায়? টেকটিউনস এডমিন প্যানেলের দৃষ্টি কি সেদিকে পড়ে না? মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত হয় টেকটিউনস হট টিউনস সেকশন থেকে। এগুলোর নিরাময় কামনা করছি।

*** উইন্ডোজ ১০ নিয়ে করা আপনার সবগুলো টিউন তখন একসাথে হটটিউনস লিস্টে ছিলো। দেখে আমার তখন অনেক ভালো লেগেছে।

    টেকটিউনস এডমিন প্যানেলকে বলে কী হবে ব্রাদার? এডমিন প্যানেল এর টেকটিউনস নিয়ে ব্যস্ত থাকার সময় কোথায়? তবে হট টিউন দেখলেই খারাপ টিউনগুলো সম্পর্কে একটা ধারনা পেয়ে যাবেন। যদিও এটা সব সময় হয় না তবে আমি যতোটুকু দেখছি ভুয়া টিউনগুলো হটটিউন লিস্টে থাকে। আমারটাও ভুয়া বলতে পারেন। আমি মাইন্ড করবো না।

ভিপিএন দিয়ে কি ফ্রী নেট চালানো যায়?

ভাই আমি VPN সম্বন্ধে জানতাম না। আজ জানলাম। আর বস কমেন্ট চাওয়া লাগে না এমন মান সম্পন্ন নিউন পেলে যে কেউ মন থেকে কমেন্ট করবে। ধন্যবাদ বস।

    টিউমেন্টের জন্য ধইন্যা 🙂 আপনাদের নতুন কিছু জানাতে পারাটাই তো টিউনারের স্বার্থকতা।

কাজের একটা জিনিস ভাই। মনের আনন্দে এখন নেট চালানো যাবে। নজরদারির কোন ঝামেলা নেই।
এতো সুন্দর একটি বিষয় শেয়ার করার জন্য ধন্যবাদ।

    হুম, কোথাও এখন হারিয়ে যাবার নেই মানা 🙂
    সুন্দর টিউমেন্টের জন্য আপনাকেও ধইন্যা।

টিউন থেকে পড়তে শুরু করে পড়তে পড়তে টিউনমেন্টগুলোও পড়ে শেষ করে ফেললাম। আপনার টিউন বলে কথা। 😛

ওরেব্বাবা! এতোদিন পরে আইসা পুরাই ফাটাই দিলেন। মেগা-গিগা-টেরা-পেটা যেটাই বলেন না কেন সবই দেখছি এই টিউনের সাথে যায়। যদিও টিউনের তথ্যগুলো আগে থেকেই জানা ছিলো তারপরেও এতো অতিব সুন্দর একটি টিউনের প্রশংসা না করলেই পারা যায়না।

আর আপনার মাধ্যমেই Express VPN সফটওয়্যারটির ফুল ভার্সন পাওয়ার অপেক্ষাই রইলাম।
শুভ কামনা রইলো।

    টিউমেন্ট সেকশনে তানজিমা খান ভাই একটা ফুল ভার্সন লিঙ্ক দিয়েছেন। কিন্তু টেস্ট না করে কিছু বলা যাবে না। অপেক্ষায় থাকো, কোন একদিন হয়তো হাজির হবো এক্সপ্রেস ভিপিএন নিয়ে। আচ্ছা, তোমার কোন টিউন পাই না কেন ব্রাদার? ল্যাপটপ কিনে টেকটিউনস বিমুখ হয়ে গেলে নাকি?

অাপনার টিউন মাঝে মাঝেই অতীতের স্মৃতিচারণ করাতে বাধ্য করে…..অাহা, কী সেই দিনগুলো, ভার্সিটিতেও একজন এরকমের ভিপিএন দিয়ে খোমাখাতা চালানোর ব্যবসা ফেঁদেছিল (ঘন্টায় ২০ টাকা)- হাসতে হাসতে অামরা শেষ :mrgreen:

ভাগ্যিস সরকার তখন “খোমাখাতা” বন্ধ করছিল- না হলে এমন জিনিস জানা হতো না….এ পর্যন্ত খুব ঘন ঘন যে কাজে লেগেছে তাও যেমন না অাবার যখন লাগিয়েছি তখন সেরকম দৌড়িয়েছে……অার অাপনার টিউনটা নতুনদের জন্য দারুন একটা পরিচিতি হিসেবে কাজ করবে 🙂

টিউনের জন্য ধইন্যা 🙂

    অতীতকে কে তো মনে পড়বেই। বর্তমানে হয়তো বাসায় হাই স্পিড ইন্টারনেট ব্যবহারের কারনে তথ্য প্রযুক্তি নিয়ে অনেকেই অভিজ্ঞ। কিন্তু যেই সময়ে আমরা অভিজ্ঞ ছিলাম তখনকার স্মৃতিগুলো একটু অন্য রকম এবং হাস্যকরও বটে। কোন একদিন কিছু কাহিনী শেয়ার করা যাবে।

    সুন্দর টিউমেন্টের জন্য অনেক ধন্যবাদ। আপনার টিউমেন্ট পাওয়া মানেই টিউনের পূর্ণতা। পাশে থাকবেন আজীবন।

vabtasi apnare kidnap kormu :p eto valo tune koren ken ?
Any way fun korlam really nice tune. Thank you.

Level 0

তানজিমা খান Is Doing Spamming.Stop This Shit At Once!!

    ধন্যবাদ বিষয়টি সম্পর্কে আমাকে অবগত করার জন্য। তানজিমা খানের তিনটি টিউমেন্টই ডিলেট করে দেওয়া হয়েছে।

google adsense এ যদি স্প্যাম করা হয়, তা হইলে কি google বলতে পারবে কি না? আর ব্যান হইবে কি না? যদি VPN use করা হয়।

    সবুজ ভাই তো বললো, এক্সপ্রেস ভিপিএনকে গুগল ধরতে পারে না। অস্বাভাবিক কিছু নয় ব্যাপারটা। এরকম হতেও পারে। আপনিও চেষ্টা করে দেখতে পারেন।

আশা করি এবার অনিরাপদ এই শহরে বাস করে অন্তত অনলাইন জীবনটাকে নিরাপদ করার ক্ষীণ অপপ্রচেষ্টা চালাবো। ফাহাদ ভাই একদম ফাটায়ে দিছেন। কথা কম কাজ বেশি এই টাইপের আরকি!

শরতের কাশ ফুলের শুভেচ্ছা। আপনার ক্যাম্পাস থেকে এক গুচ্ছ কাশ ফুল উপভোগ কর নিয়েন।

    আরে তপু ভাই নাকি? বহুদিন পর আপনার টিউমেন্ট! কই থাকেন ব্রাদার? টেকটিউনসে আপনাকে খুঁজে মরি। টিউমেন্টে দেখা না দিয়ে কোন একটা টিউন নিয়ে আসলে আরও ভালো লাগতো।

    আপনার শরতের শুভ্র কাশফুলের শুভেচ্ছা তো আমাকে সাদা মেঘের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে ভাই। আপনাকে ধইন্যার বন্যায় ভাসিয়ে দিলাম 🙂 ভালো থাকবেন।

এক কথায় অসাধারন টিউন।

ধন্যবাদ শেয়ার করার জন্য

Level New

সানিম মাহবীর ফাহাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ টিউনটির মাধ্যমে আমাদেরকে সচেতন করার জন্য । কিন্তু আমার একটা প্রশ্ন ছিল : প্রতিবার ইন্টারনেট অন/অফ করার সময় কি vpn চালু/বন্ধ করতে হবে নাকি ইন্টারনেট অন/অফ করলে vpn অটো চালু/বন্ধ করতে হবে ?

    কম্পিউটার অন করলে VPN সফটওয়্যার অটোমেটিক অন হবে। কিন্তু সেটা অটোমেটিক ইন্টারনেট কানেকশন পাবে না। আপনাকে ম্যানুয়েলি সেটাকে ইন্টারনেট কানেক্ট করতে হবে। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ।

Awesome একটি টিউন হয়েছে। সে সাথে সুপারহিটও যাই হোক ভাল থাকবেন আর নিত্য নতুন টিউন করে জাতিকে মাতিয়ে রাখবেন । আশা করছি কিছু দিন এর মধ্যে আপনাকে টপ ১০ টিউনার লিস্টে দেখতে পাবো ।

    শুভ কামনার জন্য ধন্যবাদ রিদম দত্ত! টেকটিউনস এর পাশেই থেকো সব সময়। তোমার টিউনগুলোকে মিস করি অনেক।

Level 0

vai hotspot sheild elite ki normal vabe install korle e hobe?

    নরমাল ভাবে ইনস্টল করে সেটাকে ক্র্যাক করতে হবে। না হলে ফুল ভার্সন ব্যবহার করতে পারবেন না।

খুউউব সুন্দর টিউন।
আপনার টিউনের জন্যই লগইন করলাম।

google chrome এ hola extension দিয়ে কি কাজ হয় ?

Level 0

প্রথমেই অসাধারন টিউনের জন্য ধন্যবাদ মাহাবীর ভাই৷ আমার ২টা প্রশ্ন ছিল ভাই৷
১.আমি broadband net use করি৷তাই VPN use করতে ভয় পাচ্ছি৷
২.আমি freelancing করি৷Upwork,99design,fiver etc তে VPN কি কোন problem করবে?
৩.VPN or REAL IP কোনটা আমার জন্য ভাল হবে?

    ১. আমি নিজেও ব্রডব্যান্ড ব্যবহার করি, আমার কোন সমস্যা হচ্ছে না।
    ২. আপনার যদি প্রয়োজন না হয় তাহলে ভিপিএন ব্যবহার করবেন কেন? এটাতো বিলাসিতা টাইপ কিছু না। যখন প্রয়োজন হবে তখনোই ব্যবহার করবেন। আপওয়ার্কে ভিপিএন ব্যবহারের ফজিলত কী? তাছাড়া যেখানে রিয়েল আইপি ব্যবহার করার প্রয়োজন সেখানে তাই করবেন। যখন অন্য টাইপের কাজ করবেন তখন আইপি হাইড রাখবেন।

Same to my thinking reaction-
বলুন তো, টেকটিউনসের সবচেয়ে অকাজের এবং ফাউল টিউনগুলো কোথায় থাকে?

উত্তর হলো, টেকটিউনস ওয়েব সাইটের শুরুতে হট টিউনস সেকশনে সবচেয়ে অকাজের এবং ফাউল টিউনগুলো থাকে। কিন্তু আজকের আজব ব্যাপার হলো হটটিউনস সেকশনের শুরু থেকেই আপনার টিউনটিকে খুঁজে পেলাম। মনে হলো অন্য ফাউল টিউনগুলোর সাথে আপনার টিউন মানাচ্ছে না। কিংবা আপনার টিউনটি অন্য টিউনগুলোর মাঝে উজ্জল হয়ে আছে।

আমার সবচেয়ে বেশি খারাপ লাগে এরকম একটা গুরুত্বপূর্ণ সেকশনে (হট টিউনস) এরকম বাজে টিউনগুলো কীভাবে স্থান পায়? টেকটিউনস এডমিন প্যানেলের দৃষ্টি কি সেদিকে পড়ে না? মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত হয় টেকটিউনস হট টিউনস সেকশন থেকে। এগুলোর নিরাময় কামনা করছি।

*** উইন্ডোজ ১০ নিয়ে করা আপনার সবগুলো টিউন তখন একসাথে হটটিউনস লিস্টে ছিলো। দেখে আমার তখন অনেক ভালো লেগেছে।

Carry on……

    হুম, এটা নোমান ভাই এর টিউমেন্ট এর রিপ্লাই হিসাবে দিলেই ভালো হতো। শতভাগ সহমত আমি নিজেও।

khub sundor ekti likha.. pore onek kichu jante parlam… kintu vai ami download korte parsi na… link ki remove kore diyechen??

Level 0

thnkx bro

Hotspot Shield Elite VPN ইনষ্টল করতে ত পারছি না যদি এটার ট্রাইল আর ক্রাক টা আপনি একটা cloud storag এ আপলোড করে দিতেন ভাল হত। আর আপনার সুন্দর টিউন এর জন্য ধন্যবাদ

    আপনার হটস্পট শিল্ড এলিট সফটওয়্যারটি নতুন করে আপলোড করে টিউন আপডেট করে দিয়েছে। এবার চেষ্টা করে দেখুন, কাজ হবে। এই ভার্সনটি আমি নিজেও ব্যবহার করি। ২০১৮ সাল পর্যন্ত লাইসেন্স এর মেয়াদ রয়েছে।

Level 2

Tune ta chorom hoise.
oboshho apnar sob tune e chorom hoi.

Express VPN Software nia amar ekta kotha ase.
Google adsense er jonno use kora jai kono problem hoi na kintu eta sabdane use korte hoi.
Mane minimum buddi thakte hobe. Gadar moto sudu add a click korle hobe na. Ki poriman user duktese, ete ki poriman add click kora uchit ei sob arki. 🙂

Waiting for your next awesome tune. 🙂

    ধন্যবাদ ভাই, তবে টিউমেন্ট একটু দেরীতে করে ফেলেছেন। একদিন আগেও এরকম চমৎকার টিউমেন্ট করলে ভিজিটরগন আরও ভালো ভাবে বিষয়টি উপলব্ধি করতে পারতো। পরবর্তি টিউনে আপনার সুন্দর মতামতের জন্য অপেক্ষা করবো। ভালো থাকবেন।

ভাই খুব ভালো টিউন লিখেছেন , যদিও VPN সম্বন্ধে আরো আগেই জানতাম, তারপরও গুছিয়ে লিখার যন্যে ধন্যবাদ

খুব সুন্দর লিখছেন সানিম মাহবীর ফাহাদ ভাই । আপনার সাথে দেখা করার ইচ্ছা আছে। এবার ঢাকায় আসছে অবশ্যই আপনার সাথে দেখা করবো। 🙂 😀 😎

    ধন্যবাদ ভাই, ঢাকা এলে আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে দেখা করে যাবেন।

প্রথমেই অসাধারন টিউনের জন্য ধন্যবাদ
আর আপনার কাছে এক টা সফটওয়্যার সমন্দে টিউন করার জন্য অনুরুদ করছি সেটা হল আমি কি ভাবে একটা গান থেকে মিউজিক এবং গানের কথা ভাগ করব

    এরকম একটা সফটওয়্যার নিয়ে আমার টিউন আছে। একটু খুঁজে দেখুন। আমি নিজে ব্যবহার জানিনা তবে সফটওয়্যারটির রিভিউ দিয়েছিলাম।

আপনার টিউন মানেই কিছু না কিছু জানবই।আগে জানা থাকলেও ভিপিএন গুলার জন্য একটু বেশিই ধন্যবাদ

স্প্যামিং করার অসাধারন পদ্ধতি। আইডি হারানোর শখ হয়ছে মনে হচ্ছে!

Level 0

সবাইতো সব কিছু বলে ফেলেছে আমি আর কি বলব। শুধু একটা কথায় বলি যে, গোছানে শব্দটা আপনাকে খুব মানায়।

ধন্যবাদ ভাই। অন‌কে ক‌িছু জানত‌ে পারলাম

সানিম মাহবীর ফাহাদ ভাই আপনাকে অশেষ ধন্যবাদ এমন সুন্দর একটা টিউন করার জন্য। আমি তো তাহলে বন্ধ করা যোগাযোগ মাধ্যমগুলো খুব নিরাপদে ব্যবহার করতে পারতাম। আশা করি আগামীতে এমন দুযোর্গ কালীন সময়ে সামাজিক মাধ্যমগুলো নিরাপদে ব্যবহার করা যাবে।

    ইনশাল্লাহ, টিউনটি সামাজিক যোগাযোগ সাইট বন্ধ হওয়ার অনেক আগেই করা হয়েছিলো 🙂 আশা করি আপনারা উপকৃত হবেন।

অামার দেখা সেরা টিউনের অন্যতম এক টেরাটিউন…৷ অজস্র ধন্যবাদ সানিম ভাই অাপনার এ টেরাটিউনের জন্য…৷