আসসালামুয়ালাইকুম,আশা করি ভাল আছেন।
এখানে যারা নামটি নতুন শুনলেন তাদের একটু অবাক হওয়ার কথা যে বিশ্ববিদ্যালয় নিয়ে ফিরে আসার মানে কি?আর যারা পুরানো তারা হয়তোবা বুঝেই গেছেন যে কিসের কথা বলতেছি।শ্রদ্ধেয় রিজওয়ান ভাইও আমার এই প্রোজেক্ট নিয়ে টিউন করেছিল এবং যার কারনে পেয়েছিলাম আপনাদের থেকে অনেক সাড়া।
দীর্ঘ ৭মাস এই প্রোজেক্ট বন্ধ ছিল কিছু নিরাপত্তা জনিত কারনে।কিন্তু এবার সব বাদ দিয়ে আবার হাজির হলাম আমি এবং আমার দল!
তবে এবারে কিছু ভিন্নতা এনেছি!
নিম্নে তা দেওয়া হলঃ-
১/এখন থেকে আর শ্রেণী ধরে ধরে কিছু শিখানো হবেনা।শুধু মাত্র বেসিক জিনিষগুলাই থাকবে।কিন্তু যদি অনেকে রিকুয়েস্ট করে তবে আমরা অন্যান্য টপিকের উপর ভিডিও বানাবো!
২/এখন থেকে সব ধরনের ভিডিও এতে আপলোড করা হবে।সমাজের কোলাহল থেকে শুরু করে পড়ার টেবিল!!বাদ যাবেনা কিছুই ইনশাল্লাহ 😀
৩/আপনাদের আশে পাশে হয়ে যাওয়া কোন ঘটনা যা আপনার জানা আছে,যার প্রমান আছে কিন্তু আপনি ভয় পাচ্ছেন;পাঠিয়ে দিন আমাদের কাছে।আপনার ব্যাপারটা গোপন রাখা হবে
৪/এছাড়া আগের মতই কাজ হবে;বিভিন্ন ধরনের বিষয়ের উপর ভিডিও সহ আরও সাথে থাকবে কম্পিউটার সিকিউরিটি এমনকি মহাকাশ বিজ্ঞানও (এর আগেও ছিল :P)
তবে এবার আপনারা যারা লিমিটেড ইন্টারনেট চালান এবং বেশিরভাগ সময় মোবাইলে ফেসবুক প্যাকেজ ছাড়া কিছু থাকেনা।তাদের জন্য হতাশ হওয়ার কিছু নেই।এবার আমাদের আর কোন ব্লগস্পট থাকবেনা।ফেসবুক পেজ এবং শুধু ইউটিউব চ্যানেল থাকবে এবং ২ জায়গাতেই ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ।
আশা করি এর আগেরবারের মত আপনাদেরকে পাশে পাবো।যদি পারেন তবে শেয়ার করতে ভুলবেন না।শিক্ষা তো সবার জন্যই সমান।বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র...।
আমাদের ফেসবুক পেজঃ- https://www.facebook.com/bisshobiddaloy1337
এবং আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কঃ- https://www.youtube.com/channel/UCQFip2qIAkLRn9UWzmIKvZw
আমার সাথে যোগাযোগ করতেঃ- https://www.facebook.com/s3curitykill3r
এখন গিয়ে কিছুই পাবেন না।তবে সব রেডি করা হচ্ছে।এমনকি এই টিউন লিখতে লিখতেই অন্য জায়গায় একটি ভিডিও টিউটোরিয়ালের কাজ শুরু হয়ে গেছে।ভাল থাকবেন। আসসালামুয়ালাইকুম
আমি হাসান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছোট থেকেই ভিন্ন স্বপ্ন দেখছি।এই শিক্ষা ব্যবস্থার বাঁধ ভেঙ্গে কিছু করে দেখাতে চাই।দেখাতে চাই বয়স কোন বাধা হতে পারেনা যদি ইচ্ছে থাকে।সমাজ ও পরিবেশের বিপরীতে চলতে থাকা আমি ছোট থেকেই টেকনোলজি আর এর সিকিউরিটির ব্যাপারে একটু একটু করে ঘাঁটাঘাঁটি করছি।জানিনা কবে বলতে পারবো এখন একটু পারি।তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।এখন এসেছি...
শুভ কামনা রইলো।