সারাদেশে চলছে সিম নিবন্ধন কার্যক্রম,সকল পতিষ্ঠানের সিম সঠিক ভাবে নিবন্ধন করতে হবে। তা না হলে সকল পতিষ্ঠানের অনিবন্ধিত সিম বাতিল করা হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ কমিশন।
এরই মধ্যে বাংলািলংক তাদের সিম অনলাইন পুনরায় নিবন্ধন প্রক্রিয়া চালু করেছে।
তাই আপনার সিমটি নিবন্ধন করুন, তা না হলে আপনার সিমটি বাতিল হয়ে যেতে পারে!
নিবন্ধন করতে যা প্রয়োজন:
-সাধারন তথ্য
-একটি ছবি
-জাতীয় আইডি কার্টের কপি
নিবন্ধন করতে এই লিংকে প্রবেশ করুন,সেখানে নম্বর বসানোর একটি খালি ঘর থাকবে সেখানে আপনার যে নম্বরটি নিবন্ধন করবেন সেটা বসান এবং নিচের ঘরে তার উপরের ছবির মত দেখানো যে কোড থাকবে তা সঠিক ভাবে পুরন করে next বাটনে ক্লিক করুন।
এবার একটি কোড চাইবে সেটা আপনার নম্বরে একটি মেসেজ আসবে তার মধ্যে একটি কোড থাকবে সেটা ঐ ঘরে বসান।
তারপরে একটি পেজ আসবে সেখানে আপনার তথ্য সঠিক ভাবে পুরন করে সাবমিট করুন।
তাহলে আপনার সিমটি নিবন্ধিত হবে।
নোট: আপনার নম্বরে যে কোড টি আসবে তা কারো সাথে শেয়ার করবেন না। তাহলে আপনার নম্বর টি অন্য কেউ তার নিজের নামে নিবন্ধন করে নিতে পারে।
***
সারাদেশে চলছে সিম নিবন্ধন কার্যক্রম,সকল পতিষ্ঠানের সিম সঠিক ভাবে নিবন্ধন করতে হবে। তা না হলে সকল পতিষ্ঠানের অনিবন্ধিত সিম বাতিল করা হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ কমিশন।
এরই মধ্যে বাংলািলংক তাদের সিম অনলাইন পুনরায় নিবন্ধন প্রক্রিয়া চালু করেছে।
তাই আপনার সিমটি নিবন্ধন করুন, তা না হলে আপনার সিমটি বাতিল হয়ে যেতে পারে!
আমি মোঃরায়হান শেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই গ্রামীন, রবি, এয়ারটেল এর লিংক জানা থাকলে একটু বলবেন কি?