বিশ্বের জনপ্রিয় যতো ইউটিউবার যারা আপনাকে হাসান, কাঁদান আবার রহস্য দিয়ে যান শুধু প্রযুক্তি জীবনে না বরং আপনার বাস্তব জীবনে চলার পথেও!

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই। মিস্টি মধুর বৃষ্টির মাঝে খুব খোশ মেজাজেই আছেন আশা করি। আমি কেমন আছি? খুব খারাপ না। “মেঘ বলছে যাবো যাবো”  পড়ছি। বৃষ্টির বই। আর চলে আসলাম তাঁর মাঝে আপনাদের প্রিয় টেকটিউনসে।

আপনাদের প্রযুক্তি মনকে আরও একটু রাঙাতে চলে আশাকরিম দ্বারা। এই ইউটিউব এখন বিশ্বের সব থেকে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট। ভিডিও বললে ইউটিউব ছাড়া বিকল্প এখনও নাই।

এই ইউটিউব এখন গুগলের অধিভুক্ত। ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেকে তাদের পরিচিতি সমগ্র বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। আমাদের সালমান মুক্তাদির তো ইউটিউবের স্পেশাল ইভেন্টে এক মাত্র বাংলাদেশী হিসাবে অস্ট্রেলিয়া থেকে ট্যুর দিয়ে নানান অভিজ্ঞতা নিয়ে ফিরলেন। ঠিক এই কারনেই ইউটিউব আমাদের কাছে খুব গ্রহনযোগ্য। তবে এখানে ব্যক্তি কেন্দ্রিক ইউটিউবারদের এখানে তুলে ধরা হয়েছে। শুধু চ্যানেল দিয়ে যারা পরিচিত তাদেরকে স্কিপ করা হয়েছে।  😎

সে যাইহোক আমরা আজকে জানবো বিশ্বের সব থেকে নামকরা এবং সর্বাধিক পরিচিত ইউটিউবারদের সম্পর্কে। তো আশাকরি।

বিশ্বের সব থেকে বিখ্যাত ইউটিউবারঃ

১৫) KSI

  • টোটাল ভিউঃ ১.৯ বিলিয়ন
  • টোটাল সাবস্ক্রাইবারঃ ১০.৫ মিলিয়ন

ফিফা ভিডিও গেম প্রেমী Olajide "KSI" Olatunji ২০০৯ সাল থেকে ভিডিও এবং টিউমেন্টিং আপলোড করা শুরু করেন। এক বছর পরে প্রায় ৭ হাজার সাবস্ক্রাইবার পেয়ে যান এবং পরবর্তীতে আরও আরও। এভাবে চলে আসেন তিনি ইউটিউবারদের মধ্যমণি হিসাবে।

তাঁর ভিডিও চ্যানেল

১৪)  Porta dos Fundos

  • টোটাল ভিউঃ ১.৯ বিলিয়ন
  • টোটাল সাবস্ক্রাইবারঃ ১০.৫ মিলিয়ন

Porta dos Fundos ব্র্যাজিলের বাইরে খুব বেশি পরিচিত না হলেও তারা খুব পরিচিত ব্রাজিলিয়ান কমেডি গ্রুপ। তারা ইউটিউব দিয়ে শুরু করেন এবং ইউটিউব দিয়েই তারা সর্বাধিক পরিচিত। এখন টিভি সিরিজ সহ মুভিতেও অংশগ্রহণ করছেন।

ভিডিও চ্যানেল

১৩) RayWilliamJohnson

  • টোটাল ভিউঃ ৩ বিলিয়ন
  • টোটাল সাবস্ক্রাইবারঃ ১০.৭ মিলিয়ন

৩৩ বছর বয়সের এই ইউটিউবার "Equals Three, " নামেই বেশি পরিচিত। বিভিন্ন ধরনের কমেডি ভিডিও আপলোড করে তিনি সাড়া ফেলে দেন। Robin Williams and Sarah Silverman এর মতো নামকরা সেলেব্রিটি দিয়েও তিনি কাজ করেন তাঁর চ্যানেলে। তিনি তাঁর ইউটিউব চ্যানেলের সাথে সাথে টিভি সিরিজ নিয়েও কাজ করছেন।

১২) Vegetta777

  • টোটাল ভিউঃ ৩.৪  বিলিয়ন
  • টোটাল সাবস্ক্রাইবারঃ ১১ মিলিয়ন

Samuel de Luque জনপ্রিয় স্যানিশ ইউটিউবার যিনি "Minecraft, " "Saint's Row, " and "Battlefield." গেম ভিডিও এর জন্য জনপ্রিয় হয়ে উঠেন। তিনি তাঁর ভিডিও বা ভিডিও গেম মুভির মতো জীবন্ত করে তুলতে চাইতেন।

স্পেন এবং ল্যাটিন অ্যামেরিকাতেই মূলত তাঁর ফ্যান বেজ তৈরি। তিনি প্রায়ই TheWillyRex  এর সঙ্গে কাজ করেন যিনি আরেক জনপ্রিয় ইউটিউবার।

১১) SkyDoesMinecraft

  • টোটাল ভিউঃ ২.৪  বিলিয়ন
  • টোটাল সাবস্ক্রাইবারঃ ১১.৩ মিলিয়ন

Adam Dahlberg যিনি "Minecraft" নামে সর্বাধিক পরিচিত এবং তিনি "Minecraft" এর পার্ট হিসাবে Team Crafted টিমের সাথে যুক্ত। অন্য আরও অনেক "Minecraft" ইউটিউবারদের মধ্যে তিনিই সর্বাধিক পরিচিত।

১০) Yuya

  • টোটাল ভিউঃ ১.১  বিলিয়ন
  • টোটাল সাবস্ক্রাইবারঃ ১১.৫ মিলিয়ন

Yuya ২২ বছর বয়সি বিউটি ব্লগার। তিনি মেকআপ, হেয়ার এবং অন্যান্য বিউটি বিষয়ে ভিডিও তৈরি করেন। তাছাড়া অন্য একটি চ্যানেলে তিনি তাঁর নিত্য দিনের ভিডিও ছাড়েন। Yuya ইউটিউব চ্যানেল খুব জনপ্রিয় হয়ে উঠে এবং তিনি ম্যাক্সিকোর একটি টিভি চ্যানেলেও ফিচারড হোন।

৯) Epic Rap Battles (ERB)

  • টোটাল ভিউঃ ১.৯  বিলিয়ন
  • টোটাল সাবস্ক্রাইবারঃ ১২.৬ মিলিয়ন

Epic Rap Battles of History খুব জনপ্রিয় ইউটিউব সিরিজ জেটা শুধু ২ বন্ধু দিয়ে যাত্রা করে। মেকার স্টুডিও এর আন্ডারে তারা এই ভিডিও প্রকাশ করেন।

দুই বন্ধু Founders Peter Shukoff (NicePeter) and Lloyd Ahlquist (EpicLloyd)  দুটি চরিত্র নিয়ে তাদের এই ভিডিও প্রকাশ করেন। ভিডিওগুলো অনেক জনপ্রিয় এবং তারা  Darth Vader, Adolf Hitler, Abraham Lincoln, and Chuck Norris দের চরিত্র নিয়ে অভিনয় করেন।

৮) TheFineBros/TheFineBros2

  • টোটাল ভিউঃ ৩.৩  বিলিয়ন
  • টোটাল সাবস্ক্রাইবারঃ ১৩.১ মিলিয়ন

Brooklyn natives Benny and Rafi Fine খুবই জনপ্রিয় ইউটিউবার; যারা প্রযোজক, পরিচালক, লেখক এবং অভিনেতা হিসাবে অনলাইনে কাজ করেন। তারা খুবই জনপ্রিয় ভিডিও সিরিজ তৈরি করেন। অনেকে তাদের বিশ্বের প্রথম দিকের ইউটিউবার হিসাবে মনে করেন।

৭) elrubiusOMG

  • টোটাল ভিউঃ ২.৫  বিলিয়ন
  • টোটাল সাবস্ক্রাইবারঃ ১৩.৬ মিলিয়ন

Ruben Doblas Gundersen যিনি ভার্চুয়ালী elrubiusOMG নামে সর্বাধিক পরিচিত। তিনি ২৫ বছর বয়সী স্প্যানিশ ইউটিউবার। যিনি গেম এবং অন্যান্য আরও অনেক সেক্টরে কোমেডি টিউমেন্ট্রি করেন এবং স্পেনে সবথেকে পরিচিত ইউটিউবার।

Ruben Doblas Gundersen "Troll" নামে একটি বই প্রকাশ করেন গত বছর যেটা ঐ বই মেলার বেস্ট সেলার।

৬) VanossGaming

  • টোটাল ভিউঃ ২.৯  বিলিয়ন
  • টোটাল সাবস্ক্রাইবারঃ ১৪ মিলিয়ন

VanossGaming খুবই দ্রুত সময়ে জনপ্রিয় হওয়া ইউটিউব চ্যানেল, যেখানে বিভিন্ন ভিডিও গেমের আদলে ভিডিও দেখানো হয়। বিভিন্ন মজার মোমেন্ট গুলো ফোকাস করে তিনি এই ভিডিও আপলোড করেন।

৫) NigaHiga/HigaTV

  • টোটাল ভিউঃ ২.৩  বিলিয়ন
  • টোটাল সাবস্ক্রাইবারঃ ১৫.২ মিলিয়ন

Ryan Higa যিনি সর্বাধিক NigaHiga নামে পরিচিত এবং প্রথম দিকের ইউটিউব স্টার। Ryan Higa বিভিন্ন ধরনের কমেডি ভিডিও আপলোড করে বিশেষ করে টিউমেন্ট্রি, পপ কমেডি করে জনপ্রিয় হয়ে উঠেন।

বর্তমান সময়ের ভিডিওগুলো তাঁর অনেক প্রফেশনাল এবং কমেডিও বটে।

৪) JennaMarbles/JennaMarblesBlog

  • টোটাল ভিউঃ ১.৮  বিলিয়ন
  • টোটাল সাবস্ক্রাইবারঃ ১৫.৫ মিলিয়ন

Jenna Marbles (real name: Jenna Mourey) খুবই জনপ্রিয় ইউটিউব স্টার, যিনি BarStool Sports এ তাঁর ক্যারিয়ার শুরু করেন। "How To Trick People Into Thinking You're Good Looking, " নামের একটি ভিডিওতে অনেক সাড়া পেয়ে তিনি ইউটিউবে খুব এডিক্ট হয়ে পড়েন। তিনিই এক মাত্র ইউটিউবার যিনি বছরে প্রায় ৩.৫ লাখ ডলার ইনকাম করছেন।

৩) Smosh

  • টোটাল ভিউঃ ৪.৭  বিলিয়ন
  • টোটাল সাবস্ক্রাইবারঃ ২১.১ মিলিয়ন

Smosh দুই কমেডি অভেনেতা veterans Ian Hecox and Anthony Padilla দ্বারা পরিচালিত। ভিডিও গেম এবং পপ কালচার নিয়ে তাদের এই ভিডিও গেম খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠে। কয়েকটি চ্যানেল এবং অ্যাপ তারা কন্টেন্ট জেনারেটের জন্য ব্যবহার করেন। প্রায় হাফ-ডজন চ্যানেল নিয়ে এই অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছেন।

২) HolaSoyGerman

  • টোটাল ভিউঃ ২.১ বিলিয়ন
  • টোটাল সাবস্ক্রাইবারঃ ২৪ মিলিয়ন

German Garmendia একজন স্প্যানিশ ইউটিউবার যিনি স্প্যানিশ ভাষায় মজার কমেডি সব ভিডিও তৈরি করে যাচ্ছেন। "Las Cosas Obvias De La Vida" ("The Obvious Things of Life") এই নামে তিনি সর্বাধিক পরিচিত। ২০১৩ সালে তিনি সর্বাধিক জনপ্রিয় PewDiePie ইউটিউবার এর পরেই অবস্থান করেন।

১) PewDiePie

  • টোটাল ভিউঃ ১০.১ বিলিয়ন
  • টোটাল সাবস্ক্রাইবারঃ ৩৯.৩ মিলিয়ন

Felix Arvid Ulf Kjelberg foul-mouthed সুইডিশ ভিডিও গেম টিউমেন্টার, যিনি এখন পর্যন্ত ইউটিউবে সর্বাধিক জনপ্রিয়তার আসন ধরে আছেন। Kjelberg's videos বিভিন্ন ধরনের ভিডিও দেখান যেটা বিভিন্ন ভিডিও গেম খেলার কমেডি টিউমেন্ট্রি দেখান এবং পাশে স্ক্রিনে তাঁর রিএকশন দেখায়। Kjelberg ২০১৩ সালের আগস্টে সাবস্ক্রাইবারে ইউটিউব রেকর্ড ভাঙ্গেন। যেটা ২০১৪ সালে ২০ মিলিয়ন হয়ে যায়। তিনি ইউটিউবে টিউমেন্টের মাধ্যমেও অনেক বেশি সক্রিয় তাঁর চ্যানেলে।

লেখার শেষে এটুকু বলবো, জগতে অনেকগুলো কঠিন কাজের মধ্যে একটি হলো মানুষকে হাসানো, আর এই সব ইউটিউবার সেই কঠিন দায়িত্ব নিয়েই পথ চলছেন।

অবশেষে একটি কথা বলে বিদায় নিবো, টেকটিউনসের শুরু আমার যে ল্যাপটপ দিয়ে সেটার হার্ডডিস্ক এবং মনিটর নষ্ট হয়েছে গতকাল। ২ বছর ৮ মাস আমার টেকটিউনস জীবন, ল্যাপটপেরও বয়স সেটা। টেবিল থেকে পড়ে মূলত স্ক্রিন গেছিলো। ২৫৯ টি টিউন করার কস্ট এবং আরও কতো শত কাজ শেখার দায়িত্ব ঐ ল্যাপটপ নিয়েছিল। সেহেতু ওর প্রতি মমতাও কম ছিল না। যাইহোক এখন নতুন ল্যাপটপ অথবা ডেস্কটপ নেওয়ার অপেক্ষা। ফাইনাল এক্সামও শেষ।  আপনাদের সাথে আছি আমার আপুর এই ল্যাপটপ নিয়ে। খুব শীঘ্রই আপনাদের সামনে কম হলেও নতুন সব প্রযুক্তি টিপস নিয়ে হাজির হব এই কামনায় আজ আমি আইটি সরদার আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি।  😥

ধন্যবাদ সবাইকে। যেকোনো প্রয়োজনে টিউ-মেন্ট অপশন থাকছেই।  😛

 

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Amader Salman koi :p

    সালমান মুক্তাদিরের সাবস্ক্রাবার ১ লাখ+ যেটা বিশ্ব র‍্যাঙ্কে কম, আমাদের দেশে সে সেরা!!

Vitaly koi?

মানুষকে হাসানো যতটা কঠিন- তার চেয়ে মনে হয় “হাসাতে পারানো” ধরে রাখাটাই অারো কঠিন……টিউব অাসলে যেদিন থেকে ভিডিও সাপ্লাই দেয়া শুরু করেছে, সেদিন থেকেই জীবনকে ওলটপালট করে দিতে পেরেছে…….সবসময় না হলেও প্রায়শই তাদের প্রতিভার বৈচিত্র্য অামাকে এতই ভাবায় যে ভাবনাটাই শেষমেষ ভুলে বসে থাকি 😀
ভাবছি এখন থেকে চ্যানেলগুলো নিয়মিত সাঁতরাবো….এই জগতে না হয় একটা”ব্রজেন দাস” হওয়ার ‘টেরাই’ নিতে পারি :mrgreen:

তো বেঁচে থাকুক ভার্চুয়াল এইসব সোনামনি জাদুমনিরা 😆

গোছানো টিউনটার জন্য অসংখ্য তাজা ধইন্যা 🙂

    বৃষ্টি মুখর দিনে ধইন্যার শুভেচ্ছা থাকছেই!! 🙂

অনেক মেহনতের কাম করছেন। খুভ বালা।