আজ আপনি এই টিউনটি মিস করলেন মানে আপনার টেকনোলজি জ্ঞান কে অনেকখানি পিছিয়ে দিলেন।

শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই ? জানি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমে এবং আপনাদের দোয়াই ভালোই আছি।

বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহার করেনা এমন মানুষ খুজে পাওয়া কঠিন। বিজ্ঞানের এই যুগে শেখার কোন শেষ নেই। শুধু জানা এবং শেখার মধ্যেই শেষ রাখলে হবে না।

প্রতিনিয়ত সেটাকে ব্যবহার করতে হবে।

তো যাই হোক আসল কথাই আসি। আমিএকটু কথা বলি বেশি। 🙂

কম্পিউটার ব্যবহার করি অথচ নেট ব্যবহার করিনা এমন কেউ কি আছে ? আমার মনে হয় না। নেট ব্যবহার করতে আমরা সাধারণত গুগল ক্রোম / মজিলা ফায়ার ফক্স ব্যবহার করি।

পারসোনালি ব্যবহার করার ক্ষেত্রে আমরা ব্যবহারে সুবিধার্তে যে কোন ওয়েবসাইটে ইমেইল এবং পাসওয়ার্ড সেভ করে রাখি যেন পরে আবার প্রবেশ করার সময় ইমেইল এবং পাসওয়ার্ড লিখতে না হয়।

আবার অনেকে অনেক গুরুত্বপূর্ণ ওওয়েব সাইট বুকমার্ক করে রাখে। কিন্তু সমস্যা তখন হয় যখন আমাদের এই গুরুত্বপূর্ণ ব্রাউজার আর কাজ না করে। অথবা উইন্ডোজ দেয়ার পর যখন আবার নতুন করে ব্রাউজার ইন্সটল করা লাগে তখন। আমরা ব্রাউজারে সেভ করে রাখা পাসওয়ার্ড এবং বুকমার্ক করে রাখা ওয়েব সাইট গুলো আর দেখতে পাইনা।

কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি পৃথীবির যে কোন প্রান্তে যে কোন কম্পিউটারে বসে আপনার ব্রাউজার এর মজা উপভোগ করতে পারবেন।

পদ্ধতিটি আমি কয়েকটি ধাপে এবং বোঝার সুবিধার্তে একটি ভিডিও টিউটোরিয়েলের মাধ্যমে দেখানোর চেস্টা করেছি।

ধাপঃ 

১- প্রথমে আপনার ব্রাউজার টি অন করুন

২- এবার ব্রাউজারের সেটিংস এ প্রবেশ করুন

৩- সাইন ইন এ ক্লিক করুন

৪- এইবার আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন

৫- মজিলা হলে জিমেইলে যেয়ে কনফার্ম করুন

এইবার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। এবার আপনি যে কোন যায়গা থেকে ব্রাউজারে লগিন করলেই আপনার ব্রাউজার আপনার সামনে হাজির হয়ে যাবে।

ভালো ভাবে বুঝতে হলে নিচের ভিডিও টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখুন

ভিডিও টিউটোরিয়াল।

আজ এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে। ততক্ষন সবাই ভালো থাকবেন।

কোন প্রশ্ন থাকলে ফেসবুকে অথবা টিউমেন্টে করতে পারবেন।

ধন্যবাদ সাথে থাকার জন্য।

Level 1

আমি আবু সালেহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি মোঃ আবু সালেহ। টেকটিউনস এর সাথে আছে শুরু থেকেই। প্রথম দিকে শুধু টিউন পড়তাম এবং পরবর্তীতে লিখা শুরু করলাম ২০১৫ থেকে। আমি কম্পিউটার এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি এবং বর্তমানে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং করছি। পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করছি ২০১৫ থেকে। টেকনোলজি সম্পর্কে জানতা এবং অন্যকে জানাতে ভালো লাগে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই

thanks share korar jonno

আপনাকে স্বাগতম ভাই @ইমরান আল আরিফ

    জানা থাকলে তো ভালো । আর না জানা থাকলে আরো ভালো ।

অনেক পুরান জিনিস

    আসলেই জিনিসটা অনেক পুরাতন। ব্রাউজার তৈরি হওয়ার পর থেকেই এই সিস্টেম চালু আছে।
    কিন্তু দেখার বিষয় তো এইটা না। দেখার বিষয় হচ্ছে
    আপনি কবে জেনেছেন এবং জানার পর কয়জন কে জানাইছেন।