একটি মোবাইলে ২ টি Whtasapp ব্যবহার করুন! (মেগা টিউন)

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন ! আচ্ছা ভাল কিংবা খারাপ থাকনে আজকের টিউনের আসল উদ্যেশ্য কি ভাবে এক মোবাইলে ২ টি ওয়াটসাপ ব্যবহার করবেন 😀 !  Screenshot_121

বর্তমান  ইন্টারনেট জগতে ফেসবুকের পাশা পাশি Whatsapp ও একটি জনপ্রিয় Cating Mesengar মাধ্যাম, আর এখন sudu মেসেজ নয় ওয়াটসাপ নিয়ে কল ও করা যায় 😀 Whatsapp সম্পর্কে আমার চেয়ে ভাল আপনারা বুঝতে পারবেন 😀

এখন কথা হল, whtsappp software একটি? এবং ইহা sudu একটি মোবাইলে ইউজ কর যায় ! তো আমরা কিভাবে এটা ২ নাম্বার ইউজ করব তা ও আবার এক মোবাইলে 😀 দাঁড়ান, সব বুজিয়ে বলতেছি।

প্রথমে এখান থেকে  Gb Whatsapp এপস টা  ডাউনলোড করুন। এখন এটা সধারন ভাবে ইন্সটল করুন, তারপর এই রকম দেখতে পাবেন   এখন Agree and Continueতে ক্লিক করুন <

তারপর এই রকম বক্স দেখতে পাবেন Screenshot_123 এখন Country এর যায়গায় বাংলাদেশ দেন এবং মোবাইল নাম্বার এর যায়গায় আপনার অন্য মোবাইল নাম্বার দেন (যেটা দিয়ে ২য় whatsapp ইউজ করবেন), এখন ওকেতে কিল্ক করুন তারপর, Screenshot_124 Connetion লোড হবে ! তারপর কনফার্ম কোড এর জন্য লোডিং হবে  Screenshot_125 এখানে ২-৩ মিনট অপেক্ষা করতে হবে 😀 ব্যাস তারপর আপনার নাম দিয়ে 2nd whatsapp ইউজ করেন ! কত সুজা তাই না 😀

কোন সমস্যা হলে  আমায় পাবেন ফেসবুকে  ।  

প্রথম প্রাশিতঃ- http://masum.info আমার সকল লেখা পেতে এখানে ক্লিক করুন, আমার হ্যাকিং নিয়ে চেইন টিউন  দেখতে এখানে ক্লিক করুন,

বিশেষ আকর্ষণঃ- সরাসরি ডাউনলোড লিংক টেকটিউনসে দেওয়া যাচ্ছে না তাই আপুনি ডাউনলোড লিংকে ক্লিক করে সাইট হতে ডাউনলোড করে নিন

কম্পিউটার, ব্লগিং, এডসেন্স, এসিও এসব বিষয়ের আরও ইনফরমেশন পাবেন Blogging Tips ওয়েবসাইট এ।

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস