সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমার গত টিউনটি ছিল USA এর নাম্বার দিয়ে হোয়াটস এপ Verification করুন খুব সহজে।
আমার আগের টিউনটি ছিল কলসেন্ট্রিক নিয়ে যা একটু ঝামেলার এবং অনেক বড় প্রসেসিং এর যা করতে অনেকেই বিরক্ত হয়েছেন আবার অনেকেই পারেনি কিন্তু অনেকের কাছে ইউএসের নাম্বার নেয়ার ইচ্ছা থেকে যায়। এত ঝামেলার আর কোন দরকার নাই। এখন আপনারা আরো সহজেই ইউএসের নাম্বার পেতে পারবেন। এবং সব কিছু ভেরিফাই করতে পারবেন।
প্রথমেই এখান সফটওয়্যারটি ইন্সটল করুন।
এবার সাইন আপ ক্লিক করে সব কিছু পূরন করুন।
ব্যাস আর কিছু লাগবে না। এখন আপনি More এ ক্লিক করে দেখুন আপনাকে একটা ইউএসে নাম্বার দেয়া হয়েছে।
এই নাম্বার এর মাধ্যমে আপনি হোয়াটস এপ, ইমো ব্যবহার করতে পারবেন।
এই নাম্বার এর মাধ্যমে ম্যাসেজ রিসিভ করতে পারবেন।
তেমনি কলও রিসিভ করতে পারবেন।
পরিশেষে কারো কোন উপকারে আসলে ভালো লাগবে। এই নাম্বারের মাধ্যমে আপনি পেপাল, পেয়েজা, নেটেলার ইত্যাদি সবকিছু ভেরিফাই করতে পারবেন খুব সহজে।
অনেকেই বলেছেন Dingtone এর মাধ্যমেও নাকি ইউএসের নাম্বার পাওয়া যায়, কিন্তু নাম্বার পাওয়ার জন্য যে ৭০০ ক্রেডিট প্রয়োজন সেটা তারা বলে না যেখানে Voxox সাথে সাথে নাম্বার দিয়ে দেয়।
কোন সমস্যা হলে আমার Voxox নাম্বারে সরাসরি বা হোয়াটস এপে এসএমএস দিতে পারেন।
আমার নাম্বার +18057747107
সবাই ভালো থাকবেন।
খোদাহাফেজ।
আমি সাজিদ সাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnx bro….but kew jodi ei no a phone dei tahole ki call-rate same thakbe naki besi katbe?……plz janaben..