সবাই আমার সালাম নিবেন। আজকে বলব কিভাবে ইউএসএ এর নাম্বার দিয়ে হোয়াটস এপ ইমো ব্যবহার করা যায়।
করনীয় ১)
নিচের ছবির মত সাইন আপ বাটনে ক্লিক করুন।
এবার নিচের ছবির মত সবকিছু পূরন করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
কন্টিনিউ ক্লিক করার পর আপনার ইমেইল ভেরিফেকেশন করতে বলবে। ভেরিফিকেশন লিংক এ ক্লিক করার পর ন্তুন আরেকটি পেজ ওপেন হবে এখানে নিচের ছবির মত সবকিছু পূরন করে i agree, sign me up বাটনে ক্লিক করুন।
এবার নিচের ছবির মত order a rate plan now তে ক্লিক করুন।
নিচের ছবির মত gate a number এ ক্লিক করুন।
এখানে নিচের ছবির মত সবকিছু পুরন করে লুকাপ বাটনে ক্লিক করুন।
এবার Order nowতে ক্লিক করুন নিচের ছবির মত।
এবার চেকাউট বাটনে ক্লিক করুন।
এবার এই পেজ এ জানতে চাইবে আপনি ৯১১ সার্ভিস ব্যবহার করবেন কিনা? আপনি noতে ক্লিক করবেন এবং নিচের বক্সে আপনার নামের শেষ অংশটা লিখুন যেটা আপনি প্রথমেই দিয়েছিলেন এবং Submit বাটনে ক্লিক করুন ঠিক নিচের ছবির মত।
আবারও সাবমিট করুন।
এবার দেখুন আপনার অর্ডার সাকসেসফুল হয়েছে। এবার go to my callcentric বাটনে ক্লিক করুন।
পেয়ে গেলেন আপনার কাঙ্ক্ষিত ইউএসএ এর নাম্বার।
করনীয় ২)
এবার আপনার এন্ড্র্যয়েড মোবাইলে Zoipere ইন্সটল করুন।
এবার Zoiper ওপেন করে কনফিগ এ ক্লিক করে একাউন্টস এ ক্লিক করুন।
choose VOIp provider automatic ক্লিক করে callcentric সিলেক্ট করুন।
এবার আপনার ইমেইলে সিপ লগইন এ যে নাম্বারটা দেয়া আছে সেটা এবং পাসয়ার্ড দিয়ে সেভ বাটনে ক্লিক করুন.
আপনি যদি সবকিছু সঠিক ভাবে করতে পারেন তাহলে নিচের ছবির মত রেডি দেখা যাবে।
করনীয়৩)
এবার আপনার মোবাইলে হোয়াটস এপ ইন্সটল করে আপনার ইউএসএ এর নাম্বারটা দিন এবং ভেরিফিকেশন ক্লিক করে অপেক্ষা করুন। এক্ষেত্রে এসএমএস ভেরিফিকেশন করা যায় না বলে কিছুক্ষন অপেক্ষা করুন।
৫ মিনিট শেষ হলে কল মি বাটনে ক্লিক করুন।
সাথে সাথে আপনার মোবাইলে কল করে ভেরিফিকেশন কোড দিয়ে দিবে।
আপনারা ইমোও একইভাবে ভেরিফাই করতে পারবেন। কোথাও ভুল থাকলে নিজ গুনে ক্ষমা করবেন।
সবাই ভালো থাকবেন।
খোদাহাফেজ।
আমি সাজিদ সাজিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কি সমস্যা টিউনে কোন লিংক দেয়া যায় না কেন?
রেজিস্ট্রেশন লিংক- https://www.callcentric.com/login/?backref=https%3A%2F%2Fmy.callcentric.com%2Fhome.php&ro=1
Zoiper- https://play.google.com/store/apps/details?id=com.zoiper.android.app