যে কারো T&T নাম্বার দিয়ে বাসার এড্রেস বের করুন (গুরুত্বপূর্ণ)

আজ খুজতে খুজতে একটা জিনিশ পেলাম যেটা দিয়ে যে কারো T&T নাম্বার দিয়ে তার নাম এবং ঠিকানা বের করা যাবে।আমি নিজে যে কয়টা খুজেছি সবগুলো পেরেছি (এমনকি আমার নিজেরটাও)।তবে কেউ যদি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে তাহলে পাবেন না।যাইহোক আপনি নিজে ছাড়া পাসওয়ার্ড পরিবর্তন অন্য কেউ করার কথা নয়! 🙂

এবার আসুন দেখি কিভাবে যে কারো T&T নাম্বার দিয়ে বাসার এড্রেস বের করবেন:

প্রথমে এখানে যান।এটি বাংলাদেশ টেলিকমোনিকেশন্স কোম্পানি লিমিটেড অর্থ্যাৎ বিটিসিএল এর ওয়েবসাইট।এখানে গেলে নিচের মত একটি উইন্ডো আসবে:
no
এবার Login এ ক্লিক করুন।তাহলে নিচের মত একটি উইন্ডো আসবে।সেখানে

Customer ID(Area Code+Phone) তে আপনি ০২তারপর আপনার টেলিফোন নম্বর দিন

এবং Password এর জায়গায়ও ০২তারপর আপনার টেলিফোন নম্বর দিন।

নিচের স্ক্রিনশট টি দেখুন তাহলে বুঝতে পারবেন:
no

তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।একটি উইন্ডো আসবে।সেখানে PRINT/VIEW CUSTOMER BILL এ ক্লিক করুন।তাপর ৪ টি পয়েন্ট দেখতে পাবেন।একদম নিচেরটা অর্থ্যাৎ VIEW PAYMENT STATUS (Respect To Payment Entry) এ ক্লিক করুন।তারপর দেখবেন From এবং To এর নিচে দুটো বক্স খালি আছে।From এর জায়গায় লেখুন 01/2008 এবং To এর জায়গায় লেখুন 01/2010:
no
যথারিতি সাবমিট বাটনে ক্লিক করুন।একটি নতুন উইন্ডো আসবে।সেখানে:
nnnn
হুম দেখলেন তো লাল চিহ্নিত বক্সটি মানে ঠিক প্রথম বক্সটিতে থাকবে সেই কান্খিত মানুষটির টেলিফোন নম্বর ও এড্রেস যাকে আপনি খুজেছিলেন।এখানে আমার নম্বর দিয়েছি দেখে এড্রেস কালো রং দিয়ে হাইড করে রাখলাম ;)।
_____________________________________________________________________________________
এবার আসি গুরুত্বপূর্ণ বিষয়টিতে:

যারা তাদের বাসার এড্রেস দিতে চান না তারা লগিন করার পরে PRINT/VIEW CUSTOMER BILL এর ঠিক উপরে দেখবেন CHANGE PASSWORD একটি অপশন আছে।সেটিতে ক্লিক করে পাসওয়ার্ড চেন্জ করবেন।

একটা প্রশ্ন:

আমি আগে ব্রডবান্ড ইউস করতাম এখন গ্রামীনফোন নিয়েছি।আচ্ছা গ্রামীনফোন এ আনলিমিটেড ইন্টারনেট লাগাতে কত টাকা লাগে?

আমি ১ জিবি নিয়েছি 🙂

Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই ব্যাপারে কিছু আগে জানতাম না…।tnx 4 it….
আর gp unlimited (5gb) may be 950tk without vat…..5gb valid hole speed low 1~3kb হইয়া যাই।

জটিল লাগল Tune-টি.আপনি Cell phone এর এধরনের কিছু জানলে Please share করবেন। আর হ্যাঁ, আপনি যদি Prepaid connection use করেন (for pc use) তবে তা ব্যবহার করে কূল কিনারা পাবেন না।এই জন্যে আপানাকে Post paid sim নিতে হবে এর Price: 200 tk.এর প্যাকেজ P2 (Unlimited for 24 hours)ও P3 (unlimited night for 12am-8am) রয়েছে।তবে এই Postpaid এর একটিই সুবিধা যে, ১ দিন Use করলেন কিন্তু পরের দিন use করলেন না এতে সেই রকম ব্যবস্হাদি রয়েছে।So try for it…

Level 0

BTCL ar web address ti bolon bro 🙂

ভালই। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আর হ্যাঁ আরো একটি কথা GP বেটাদের একটু ভেজাল আছে Unlimited use এর কথা বলে তারা শর্ত দিয়েছে সর্ব্বোচ 5GB পযর্ন্ত ১ মাসে use করা যাবে।কিন্তু এটার মাস কী আর Month কী বা আসে যায়।ব্যবহার করার সময় যখনই আপনার NETএর Speed কমে যাবে তখনই বুঝবেন আপনার আর ১GB আছে।ঠিক তখনই দেরি না কর আবার প্যাকেজ Cancel করে আবার প্যাকেজ নিন.তাহলেই দেখবেন মজা… ওহ্যাঁ.. আপনি তো আমার বস্ আপনি যে Tune করছেন না… আর আমি আপনার Class নিচ্ছি..নাকি আপনি নিজেই Student হয়ে আমার স্যার কইতাছেন কোনটা…..

টিউনটি পুরাতন হয়ে গেছে। এখানে দেখুন https://www.techtunes.io/hacking/tune-id/9514/
এবং এটিও দেখতে পারেন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/35693/
আসা করি যারা আগে মিস করেছিলেন তাদের কাজে লাগবে। ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করার জন্য .

খুবই চমৎকার

ভাই খুব মজা পাইলাম……জটিলsss

হুম এই জন্যই তো আমি কোন নাম্বার ব্যবহার করি না।

Level 0

রাফসান bai ami kibabe phone ar statement dekta pabo bolben ki? Bolla amer kub upker hoba. Apner jana takla bolben PLS….

গায়ে খুব জ্বর তাই Reply দিতে পারনি।আপনি বলছেন আমি GP use করি কী না।ভাই তাছাড়া কী করার আছে বলেন বাংলাদেশে EDGE সুবিধা বলতে তারাই একটু দেয়, আবার সেইসঙ্গে লুটেপুটেও নেয়…।কিন্তু আমি নিরুপাই, আমি বেকার কিছু করার নাই..

Mobile Number dea Address ber korar kono system bolenna vaia, Pls…!

Level 0

josh