আজ খুজতে খুজতে একটা জিনিশ পেলাম যেটা দিয়ে যে কারো T&T নাম্বার দিয়ে তার নাম এবং ঠিকানা বের করা যাবে।আমি নিজে যে কয়টা খুজেছি সবগুলো পেরেছি (এমনকি আমার নিজেরটাও)।তবে কেউ যদি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে তাহলে পাবেন না।যাইহোক আপনি নিজে ছাড়া পাসওয়ার্ড পরিবর্তন অন্য কেউ করার কথা নয়! 🙂
এবার আসুন দেখি কিভাবে যে কারো T&T নাম্বার দিয়ে বাসার এড্রেস বের করবেন:
প্রথমে এখানে যান।এটি বাংলাদেশ টেলিকমোনিকেশন্স কোম্পানি লিমিটেড অর্থ্যাৎ বিটিসিএল এর ওয়েবসাইট।এখানে গেলে নিচের মত একটি উইন্ডো আসবে:
এবার Login এ ক্লিক করুন।তাহলে নিচের মত একটি উইন্ডো আসবে।সেখানে
Customer ID(Area Code+Phone) তে আপনি ০২তারপর আপনার টেলিফোন নম্বর দিন
এবং Password এর জায়গায়ও ০২তারপর আপনার টেলিফোন নম্বর দিন।
নিচের স্ক্রিনশট টি দেখুন তাহলে বুঝতে পারবেন:
তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।একটি উইন্ডো আসবে।সেখানে PRINT/VIEW CUSTOMER BILL এ ক্লিক করুন।তাপর ৪ টি পয়েন্ট দেখতে পাবেন।একদম নিচেরটা অর্থ্যাৎ VIEW PAYMENT STATUS (Respect To Payment Entry) এ ক্লিক করুন।তারপর দেখবেন From এবং To এর নিচে দুটো বক্স খালি আছে।From এর জায়গায় লেখুন 01/2008 এবং To এর জায়গায় লেখুন 01/2010:
যথারিতি সাবমিট বাটনে ক্লিক করুন।একটি নতুন উইন্ডো আসবে।সেখানে:
হুম দেখলেন তো লাল চিহ্নিত বক্সটি মানে ঠিক প্রথম বক্সটিতে থাকবে সেই কান্খিত মানুষটির টেলিফোন নম্বর ও এড্রেস যাকে আপনি খুজেছিলেন।এখানে আমার নম্বর দিয়েছি দেখে এড্রেস কালো রং দিয়ে হাইড করে রাখলাম ;)।
_____________________________________________________________________________________
এবার আসি গুরুত্বপূর্ণ বিষয়টিতে:
যারা তাদের বাসার এড্রেস দিতে চান না তারা লগিন করার পরে PRINT/VIEW CUSTOMER BILL এর ঠিক উপরে দেখবেন CHANGE PASSWORD একটি অপশন আছে।সেটিতে ক্লিক করে পাসওয়ার্ড চেন্জ করবেন।
একটা প্রশ্ন:
আমি আগে ব্রডবান্ড ইউস করতাম এখন গ্রামীনফোন নিয়েছি।আচ্ছা গ্রামীনফোন এ আনলিমিটেড ইন্টারনেট লাগাতে কত টাকা লাগে?
আমি ১ জিবি নিয়েছি 🙂
আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই ব্যাপারে কিছু আগে জানতাম না…।tnx 4 it….
আর gp unlimited (5gb) may be 950tk without vat…..5gb valid hole speed low 1~3kb হইয়া যাই।