আসসালামুয়ালাইকুম।সবাই কেমন আছেন?আশা করি ভাল!আমিও ভাল।আপনারা যারা Pc দিয়ে Internet ব্যাহহার করেন তারা যেনে থাকবেন যে IDM হল একটি জনপ্রিয় ডাওনলোড ম্যানেজার।তো ১ মাস ব্যবহার করলে এখানে Register করা সহ নানারকম সমস্যা দেয়।আজ আপনাদের এটি আজীবন ব্যবহার করার এবং সকল সমস্যা থেকে মুক্তির উপায়-নিয়ম বলব।
চলুন শুরু করি, প্রথম এই ফাইলটি ডাওনলোড করে নিন।তারপর Winrar দিয়ে ফাইলটিকে ভেঙ্গে ফেলুন।তারপর যদি আপনার IDM আগে থেকেই Install করা থাকে তাহলে সেটিকে Uninstall করে ফেলুন।
তারপর এখন যে ফাইলটি ডাওনলোড করলেন সেখান থেকে idman623build17.exe টি Install করুন।এবার Crack ফোল্ডার থেকে IDMan.exe ফাইলটি কপি করে আপনার PC এর C Drive-> Program Files (x86)-> Internet Download Manager এ Replace করে ফেলুন।এবার পুনরায় ডাওনলোড করা ফোল্ডার থেকে RegMe.reg ফাইলটি রান করুন।ব্যাস কাজ সেশ।এবার আপনার PC Restart করুন।আর সারাজিবন ব্যবহার করতে থাকুন।তবে কেও যদি পুনরায় আপডেট করেন তাহলে আপডেট করার পর Crack ফোল্ডার থেকে IDMan.exe ফাইলটি কপি করে আপনার PC এর C Drive-> Program Files (x86)-> Internet Download Manager এ Replace করে ফেলুন।এবার ডাওনলোড করা ফোল্ডার থেকে RegMe.reg ফাইলটি রান করুন। তারপর আরামে ব্যবহার করুন সারাজিবনের জন্য।
বিঃদ্রঃ এই Version এর IDM দিয়ে Youtube থেকে খুব ভাল ভাবে ভিডিও ডাওনলোড হবে।
তাই, Mozila দিয়ে IDM এর সাহা্য্যে Youtube ভিডিও ডাওনলোড করতে Mozila Filefox-> Add-ons-> Extentions -> IDM 6.23.17 এটি Enable করে Mozila Restart করুন।
আর Google Chorme ব্যবহার কারিরা Google Chorme -> Setting-> Extentions -> IDM 6.23.17 এটি Enable করে Chorme Restart করুন।
আর আরামে চালাতে থাকুন।
বুঝতে সমস্যা হলে এখানে দেখুন
সবাইকে ধন্যবাদ।ভাল থাকবেন।আমার জন্য দোয়া করবেন।খোদা হাফেজ।
আমি রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ, এ নিয়ে বহু টিউন হয়েছে এবং একই ভার্সনে।