জিপির বন্ধ সিমে ৯ টাকাই নিয়ে নিন ২ জিবি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?

 সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "গাজিউর রহমান শিহাব"। আমি 1 মাস 3 সপ্তাহ আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।

ভালো না থেকে যাবেন কই ????

অনেক বকবক করলাম কারন ২০০ ওয়ার্ড হতে হবে যে।

জিপির বন্ধ সিমে ৯ টাকা (ভ্যাট  সহ ১০.৩৫ টাকাই)

একজিবি ইন্টারনেট ও একজিবি ফেসবুক নিয়ে নিন যতখুশি

ততবার।

এক্ষনি আপনার বন্ধ সিমে টাকা না তুলেই ডায়াল করুন *৫০০*৯১#

যদি ফিরতি মেসেজ এ আপনার ফোন এ

We are sorry to inform you that your current balance is not sufficient to avail the offer. Please recharge and try again.

মেসেজ আসে তাহলে বুজতে পারবনে আপনি এই অফারে আছেন।

আর যদি মেসেজ আসে

Dear Customer,

sorry you are not eligible to avail this offer!

তাহলে আপনার আর রিচার্জ করার দরকার নাই।

আর প্রথম মেসেজ আসলে যে কোন পরিমান রিচার্জ করে

  • যতখুশি ততবার নিতে পারবেন।
  • এই প্যাকেজ এর মেয়াদ ১ মাস
  • দিনরাত  ২৪ ঘন্টা এটা ব্যবহার করা যাবে
  • চেক করতে *৫৬৭# অথবা *৫৬৬*১০# ডায়াল করুন।

 

আমি  একটাতে ৩ জিবি ডাটা ৩ জিবি ফেসবুক পেয়েছি। 🙂

এবং আর একটাতে ১ জিবি ডাটা ১ জিবি ফেসবুক পেয়েছি । 🙂

http://img538.imageshack.us/img538/3154/WadRLg.jpg

আর  এটা আমার ৩য় টিউন ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর

দৃষ্টিতে দেখবেন আর এনিয়ে পূর্বে টিউন হয়ে থাকলে আমি দু:খিত।

কারন আমি জানিনা এ নিয়ে আর কোন টিউন হয়েছে কিনা।

আজ এপর্যন্তই যদি সারা পাই অবশ্যই আরো ভালো  ভালো কোন বিষয়,ট্রিক্স, বা ভালো কোন  এপস নিয়েআপনাদের মাঝে আসবো ইনসাআল্লাহ।

 

পরিষেশে আমার একটি আহব্বান আসুন সবাই কপি মুক্ত টিউন

করি,নিজে লেখার চেষ্টা করার মাধ্যমে,নিজের মেধাকে বিকশিত করি

কোন সমস্যা হলে টিউমন্টেএ বলবেন।অথবা যাদের টকেটিউনস এ একাউন্ট নেই

তারা আমায় ফেসবুকে বলতে পারবেন এইখানে   বলতে পারবেন

আল্লাহ হাফেজ।

Level 0

আমি গাজিউর রহমান শিহাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 381 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Gp ke lagano uchit

১০ বারের বেশি নেয়া যায় কি ??

Level 0

10 gb nilam r apni 1 gb nia assen….

    thanks,আমার ২ টা সিমে নিসি যেটা ফোনে ইউস করবো সেটাতে এক জিবি নিয়েছি আর অপরটাই ৪জিবি নিছলাম আজ আবার এক জিবি নিলাম।

গত ২ দিন ধরে বন্ধ সিমে চালু করা এই অফারে রেগুলার/ফেসবুক কোন ডাটাই ব্যাবহার করতে পারছি না। ডাটা কানেকশন ঠিকই হচ্ছে কিন্তু কোন স্পীড নাই। অথচ রেগুলার সিমে ডাটা কানেকশন দিলে সেখান থেকে নেট ব্যাবহার করা যাচ্ছে। এর সম্ভাব্য কারণ কি?

    ভাই আমার মনে হয় এটা অপারেটর এর সমস্যা ।আমার মডেম এ অনেক সময় আপলোড থাকেলও ডাউনলোড থাকেনা । তখন এটা আবার নতুন করে কানেক্ট করে দিলে কাজ হয় ।তবে আমি আপনার মত সমস্যাই পরিনাই তাই বলতে পারছী না বলৈ sorry ,

ভাই নতুন সিম এ আমি প্রায় ১৫ জিবির মতো নিছি কিন্তু আজ আর দিচ্ছে না। নতুন সিম এ এই অফার কি বন্ধ হল?
প্লিজ যানাবেন

    আমি তো গতকাল ও একজিবি নিছি, কিন্তু সেটা দশ জিবি হয়েছে, হয়তোবা ১৫ জিবির বেশী দেয়না, অন্য সিসে নিতে পারবেন।