জনপ্রিয় সামাজিক ওয়েবসাইট ফেসবুকের ব্যবহারকারীরা যদি তার আরেক বন্ধুৃর সাথে নিজের অথবা অন্য দুটি বন্ধুর মধ্যে অথবা অন্য যেকোন দুই ফেসবুক ব্যবহারকারীর মধ্যে কি কি মিল আছে তা জানতে পারতো তাহলে কেমন হবে! একটি একটি করে মিল না খুঁজে সহজেই দুই ফেসবুক ব্যবহারকারীর মধ্যে মিল খুঁজে পাওয়া যাবে http://www.facebook.com/mehdiakram?and=akabul এমন একটি লিংক থেকে। ফেসুবকে লগইন অবস্থায় ওয়েব ব্রাউজারের এড্রেসবারে উপরোক্ত লিংকটি লিখে এন্টার করলে mehdiakram এবং akabul ব্যবহারকারীর মধ্যে মিল আছে এমন বিষয়গুলো চলে আসবে। ব্যবহারকারীর নামের (ইউজার নেম) পরিবর্তে প্রোফাইল আইডি দিয়েও মিল বের করা যাবে। দুই ফেসবুক ব্যবহারকারীর মধ্যে মিল হিসাবে কমন বন্ধু, মন্তব্য করা পোস্ট, ছবি, ওয়াল পোস্ট, পছন্দের পেজ ইত্যাদি রয়েছে। এছাড়াও ডানে Browse Friendships এ এরকম কিছু বন্ধুর তুলনামূলক লিংক সাজেশন রয়েছে।
প্রথম প্রকাশ: http://www.shamokaldarpon.com/?p=2466
আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
+88-0155-2333272
ধন্যবাদ মেহেদী ভাই 🙂