সবাইকে আমার সালাম জানিয়ে আমার আজকের লেখা শুরু করলাম ।গতকাল আমি ইন্টারনেট , www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি , ওয়েব পেজ বা সাইট নিয়ে আলোচনা করেছিলাম । আজ আমি আপনাদের সাথে ওয়েব ব্রাউজার , সার্ভার , ডোমেইন এন্ড হোস্টিং নিয়ে লিখবো ।
ওয়েব ব্রাউজার এমন এক ধরনের প্রোগ্রাম যা ওয়েব সার্ভার থেকে পাঠানো ডাটা গুলো কে ইত্যাদি বিধি মোতাবেক প্রদর্শন করে আর ডাটা গুলো হল html css xml ইত্যাদি । এর পাশাপাশি ইমেজ , ভিডিও ফাইল চিনে নিয়ে নির্দেশ মত চালনা করে । এক কথা বলতে পারেন ওয়েব ব্রাউজার হল একটা ওয়েব পেজ দেখার বাহক মাত্র । এতখন জানলেন ওয়েব ব্রাউজার কী । এবার ওয়েব ব্রাউজার টা কিভাবে কাজ করে সেটা জানার পালা । আপনি যখন কোন ওয়েব ব্রাউজার এর এড্রেস বার এ কোন ওয়েব সাইট এর নাম টাইপ করে এন্টার বাটান প্রেস করেন তখন তখন ওয়েব ব্রাউজার টি আপনার কম্পিউটার এর সাথে সংযুক্ত আইএসপি কে ওয়েব সাইট টি প্রদর্শনের জন্য অনুরোধ পাঠায় । এখন এই সাইট টা যদি আইএসপি এর উপস্থিত সার্ভারে না থাকে , তাহলে এটা পৃথিবীর যে কোন জায়গা হতে খুজে নিয়ে ওয়েব ব্রাউজার এর প্রদর্শন করবে । বর্তমানে অনেক ওয়েব ব্রাউজার যা ব্যবহার হচ্ছে তবে এর মধ্যে জনপ্রিয় ওয়েব ব্রাউজার হল
সার্ভার বিভিন্ন প্রকারের হয় যেমন ওয়েব সার্ভার , এন.এন.পি.টি সার্ভার , ডাটাবেজ় সার্ভার , এফ.টি.পি সার্ভার ইত্যাদি । ওয়েব সার্ভার হল এমন এক প্রকারের সার্ভার যা html বা css বা php ইত্যাদি হাইপার টেক্সট সাথে সংযুক্ত ফাইল গুলোকে ক্লাইন্ট হোস্টে প্রেরন করে। মুল কথা হল কোন ওয়েব সাইট কে যেখানে হোস্ট করা হয় তাকে ওয়েব সার্ভার বলে । বর্তমানে অনেক প্রকারের ওয়েব সার্ভার দেখা যায় , যেমন মাইক্রোসফট এর আইআইএস বা IIS সার্ভার বা লিনাক্স এর Apache . এবং সকল প্রকার ওয়েব সার্ভার এ http protocool ব্যবহার করা হয় ।
আর এক প্রকারের সার্ভার আছে তার নাম এন.এন.পি.টি সার্ভার , এর পূর্ন নাম হল Networks news transfer protocool বা NNTP সার্ভার । এই সার্ভার এর মাধ্যমে আপনি ইন্টানেট এর খবর পড়তে এবং কোন খবর প্রকাশ করতে পারবেন ।
ডাটাবেজ় সার্ভার সার্ভার হল এমন এক প্রকারের সার্ভার যার মাধ্যমে আপনি অনলাইনে বিভিন্ন তর্থ্য সংগ্রহ ও সংরক্ষনের জন্য এই সার্ভার ব্যবহার করা হয় । এ ছারা এটা ওয়েব বিষয় আর অনেক সেবা প্রদান করে । বিভিন্ন প্রকারের ডাটাবেজ় সার্ভার আছে যেমন MY SQL , MS SQL, ORACLE ,IBM ইত্যাদি ।
আর এক প্রকারের সার্ভার আছে যার নাম এফ.টি.পি সার্ভার , এর পূর্ন নাম হল File transfer protocool বা FTP । নাম দেখে বুঝতে পারছেন এটা ফাইল আদান বা প্রদানের কোন সার্ভার । এই সার্ভার এর কাজ হল ফাইল আদান প্রদান করা ।এফ.টি.পি সার্ভা (File transfer protocool বা FTP) ব্যবহার করে আপনি একাধিক ওয়েব হোষ্ট বা হোস্ট কম্পিউটার এ ফাইল শেয়ার করতে পারবেন ।
ইন্টারনেট এ নির্দিস্ট কোন রিসোর্স বা সংস্থান চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয় URL বা Uniform redource locator । এর মাধ্যমে আপনি ইন্টারনেট এ যে কোন রিসোর্স বা সংস্থান যেমন ওয়েব সাইট বা ওয়েব পেজ় বা হোস্ট কম্পিউটার এ ব্যবহার করতে পারবেন । একটি URL বা Uniform redource locator এ কে তিন টি অংশে ভাগ করা হয়েছে । এই তিন টি অংশের প্রথম টার নাম প্রোটকল বা protocool , ২য় টার নাম হচ্ছে হোস্টনেম এবং ৩য় টার নাম পার্থ । এখানে প্রত্যেক টি অংশ কে ডট [.] আলাদা করা হয়েছে । এই অংশ গুলোকে ডোমেইন এবং পুরোটা কে ডোমেইন নেম বলে । আর কোন ওয়েব সাইট কে যার মধ্যে রাখা হয় তাকে ওয়েব হোস্টিং বলে ।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
বাঁধন ভাই, আপনাকে সুন্দর একটি টিউন করার জন্য ধন্যবাদ । কাজে লাগবে