গুগল ক্রোমের চেয়েও দ্রুতিগতির সম্পূর্ণ এজ ইন্টারনেট ব্রাউজার!!!

কেমন আছেন বন্ধুরা। আজ আমি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে টিউন লিখা শুরু করলাম। তো বন্ধুরা আপনারা সকলে হয়তো বা এতক্ষণে বুঝতে পারেছেন আমি কি বলতে চেয়েছি। আমরা তো মাইক্রোসফট উইন্ডোজ সেটাপ দেওয়ার পরে Expoler Browser সফটওয়ারটি সংক্রিয়ভাবে সেটাপ হয়ে যায়। কিন্তু ইন্টারনেট ব্রাউজার এক্সপোলার সফটওয়ারটি তুলনা মুলকভাবে অনেকটা লোড টাইম দুর্বল। তাই মাইক্রোসফট এই দূর্বল এক্সপোলার ব্রাউজারটি পরিবর্তন করে মাইক্রোসেফটের নতুন সংস্করণ উইন্ডোজ-১০ এর এজ নামে একটি হাই স্প্রীট ক্ষমতা সম্পূর্ণ ব্রাউজার সংযুক্ত করেছেন। তো নিচ থেকে বিস্তারিত দেখে নেওয়া যাক।

এই এজ ব্রাউজারটি মাইক্রোসফটের নতুন সংস্করণ উইন্ডোজ-১০ পাবেন।

অবশেষে দ্রতিগতি সম্পূর্ণ ব্রাউজারের দিকে নজর দিয়েছে পৃথিবী সর্ববৃহৎ সফটওয়্যার নির্মাতা কোম্পানী মাইক্রোসফট। ইন্টারনেট এক্সপোলারকে বিদায় জানিয়ে নতুন সংস্করণ এজ নামে ব্রাউজার তৈরি ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এই ইন্টারনেট ব্রাউজারটি পূর্বে গুগল ক্রোম এবং অ্যাপেলের সাফারী ব্রাউজারকে হার মানিয়ে দেবে বলে জানিয়েছেন মাইক্রোসফট।

মাইক্রোসফট এ দিকে দাবী করেছেন, তাদের বেঞ্চমার্ক সফটওয়্যার পরীক্ষায় এই নতুন সংস্করণ এজ ব্রাউজারটি গুগল ক্রোম ও সাফারী চেয়েও অনেক দ্রুতিগতি হিসাবে দেখা গেছে।

বেঞ্চমার্ক অবশ্য মাইক্রোসফটের নয়। অ্যাপল ও গুগলের নিজস্ব বেঞ্চমার্কে এজকে দ্রুতগতির ব্রাউজার হিসেবে দেখানো হয়েছে। উইন্ডোজ ১০ এর চূড়ান্ত সংস্করণের সঙ্গে নতুন এই ব্রাউজারটি উন্মুক্ত করবে মাইক্রোসফট।
উইন্ডোজ ব্লগে মাইক্রোসফটের উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের প্রধান গ্যাব আউল এজের পারফরম্যান্সের কথা জানিয়েছেন। তিনি জানান, এজ টিম উইন্ডোজ ১০ এর সঙ্গে নতুন ব্রাউজার হিসেবে এজকে উন্মুক্ত করতে এর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গুগল-অ্যাপলের নিজস্ব জাভাস্ক্রিপ্ট বেঞ্চমার্কেই ক্রোম ও সাফারিকে গতিতে হারিয়ে দিয়েছে এজ। ওয়েবকিট সানস্পাইডার পরীক্ষায় ক্রোমের চেয়ে ১১২ শতাংশ দ্রুতগতির ফল দেখিয়েছে এটি। গুগল অকটেন পরীক্ষায় ক্রোমের চেয়ে ১১ শতাংশ দ্রুতগতির ফল দেখিয়েছে এজ। অ্যাপল জেটস্ট্রিম পরীক্ষায় সাফারির চেয়ে ৩৭ শতাংশ দ্রুতগতির ফল দেখিয়েছে মাইক্রোসফটের নতুন ব্রাউজারটি।
মাইক্রোসফটের কর্মকর্তারা বলছেন, এজের পারফরম্যান্সে তাঁরা খুশি। মাইক্রোসফটের এজ দিয়ে ব্যবহারকারীকে দ্রুতগতির ব্রাউজিং অভিজ্ঞতা দিতে কাজ করছেন বলে জানান তাঁরা।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, মাইক্রোসফটের এই দাবি সঠিক জলে ব্রাউজারের দুনিয়ায় ভালো কিছু ঘটতে যাচ্ছে। এতে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভালো হবে।
প্রথম প্রকাশিত : জাতীয় দৈনিক প্রত্রিকা প্রথম আলো
দ্বিতীয় প্রকাশিত : আমার বাংলা ব্লগ
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আগামীতে নতুন টিউন নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত আপনারা টেকটিউসের সাথে থাকুন। আর হাতে যদি অঘাত সময় থাকে তাহলে আমার ছোট ব্লগ থেকে ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফেজ।

Level 2

আমি মোঃ আনোয়ার হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন খুদে লেখক। কেননা প্রযুক্তির সাথে দীর্ঘ সময় ধরে থাকার কারণ থেকে আমার লেখা। তবে সর্বদা নতুন জানার আগ্রহ থাকে। তাই আমি নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানি এবং আপনাদের সাথে তা শেয়ার করি। আমি আশা করি আপনাদের জন্য আমি মানসম্মত টিউন উপহার দিতে পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কবে পাওয়া যাবে, এমন কোন তথ্য আছে? অনেক দিন ধরেই শুনতেছি।

    ভাই এই এজ ব্রাউজারটি শুধু মাত্র উইন্ডোজ-১০ সংকস্করণে প্রাথমিক ভাবে দেথতে পাবেন। কেননা এই ব্রাউজারটি এজ ব্রাউজার হিসাবে উইন্ডোজ ১০ পাওয়া যাবে বলে বিশেষ সুত্রে পা্ওয়া। তরে চিন্তার কোন কারণ নাই আপনি যদি উইন্ডোজ ১০ সংস্করণ ব্যবহার করতে পারেন তাহলে আপনিও এজ ব্রাউজার টি ব্যবাহর করতে পারবেন। ধন্যবাদ

ভাই আপনি টিউন করার পুর্বে একটু ভাল করে লক্ষ্য করবেন এরকম কোন টিউন হইছে কিনা , দেখুন আপনার কিছুক্ষন আগে এরকম একটা টিউন আমি করছিলাম ।

৮.১ এ ব্যাবহার করা যাবে কি ?