!!!বাংলালিংক এ এখন মাত্র ১৫ টাকায় নিন ১ জিবি ৩জি ইন্টারনেট!!!

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ৷ সবাইকে ঈদুল ফিতরের আগ্রিম শুভেচ্ছা ৷ আশা করি সকলেই ভাল আছেন ৷ টেকটিউনস-এ এটি আমার প্রথম টিউন৷ সর্বপ্রথম টেকটিউনসকে জানাই ধন্যবাদ আমাকে লেখার সুযোগ দেয়ার জন্য ৷ অনেক দিন থেকেই আমি টেকটিউনস এর নিয়মিত পাঠক ছিলাম ৷ কিন্তু অনেক ইচ্ছা থাকা সত্তেও লেখার মত কোনো সুযোগ ছিল না ৷

বিশেষ দ্রষ্টব্যঃ এই টিউনস টা যারা জানে না তাদের জন্য ৷প্রতিটি গ্রাহকের জন্য তার সংশ্লিষ্ট অফার থাকবে; গ্রাহকগণ নিজের সুবিধামত যতবার ইচ্ছা ততবার অফারটি উপভোগ করতে পারবেন।

@@@@ এবার চলুন কাজের কথায় আসা যাক ৷

বাংলালিংক এ এখন ১৫ টাকায় (৩% সম্পুরক শুল্ক এবং ১৫% ভ্যাট ছাড়া) দিয়ে নিয়ে নিন ১ জিবি

৩জি ইন্টারনেট ৯৫% ডিস্কাউন্টসহ ৷

@@@@ প্যাকটি পেতে ডায়াল করুন *৫০০০*৯৯#

তারপর ১ চাপুন ব্যাস হয়ে গেল কিছুক্ষনের মধ্যেই কনফরম্যাশন মেসেজ পেয়ে যাবেন ৷

@@@@ ব্যালেঞ্চ চেক করতে  ডায়াল করুন  *৫০০০*৫০০#

আমি এইমাত্র ১ জিবি নিলাম ৷ তো আপনারাও নিয়ে নিন ৷

শর্তাবলী:

  • মেয়াদ শেষ হবার আগেই যদি প্যাকের ভলিউম শেষ হয়ে যায় তাহলে (১পয়সা/১০KB) অনুযায়ী চার্জ করা হবে।
  • মেয়াদ শেষে রেগুলার pay-as-you-go (১পয়সা/KB) অনুযায়ী চার্জ করা হবে।
  • এই অফারটি সীমিত সময়ের জন্য ।

ধন্যবাদ সবাইকে। সবাই ভাল থাকবেন। ঈদ সবার জন্য হয়ে উঠুক আনন্দের। আজ এখানেই শেষ। আশা করি খুব সিগরই নতুন কিছু নিয়ে হাজির হতে পারব।

আমাকে ফেসবুকে পেতে http://www.facbook.com/shahjahan820

Level 1

আমি শাহজাহান আলি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিউন ভাল হয়েছে । এই ডাটার মেয়াদ বাড়ানোর কোনও উপায় আছে কি-না বলেন । ধন্যবাদ

Level 2

আরে ভাই আপনি সিওর? ১৫ টাকায় ১ জিবি?
না আসলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা অফার। আবার ১ সিমে ২য় বার অন্য অফার আসতে পারে। নিজে ভাল করে জেনেশুনে অন্যদের জানাবেন।

আমি ও md. naem ভাই এর সাথে একমত, নিজে ভাল করে জেনেশুনে অন্যদের জানাবেন, যাতে আন্ন কেও ভুগান্তিতে না পরে

কেওকি বলতে পারেন ডাটার মেয়াদ বারানু জাইকিনা্‌………।।

vai ata sobao 95% upovog korta parbe na …………ak ak joner ak ak rokom ….jemon amer ak sim a 95% aber arekta sim a 97 %

15 TAKAI J 1GB ATA SURE NA,ATA RANDOM HOY POTI DIN

ধন্যবাদ আমি পেয়েছি। বাট অফারটি মনে হয়, বিভিন্ন জনের বিভিন্ন রকম আসতে পারে যেমন অনেকের ৯০% কিংবা কারোর ৬৫%। আমাকে শো করেছে ৮৫% । বাট এই অফারটি প্রতিনিয়ত নেওয়া যাবে কি?

ভাই ১ চাপুন ব্যাস হয়ে গেল না। ১ চাপার পর ১২ জিবি /২৮ দিন # ৭৫০টাকা (আপটার ৫৩% ডিসকাওন আছে। ভালো করে দেখেন ভাই# শাহজাহান আলি

আসলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা অফার। আবার ১ সিমে ২য় বার অন্য অফার আসতে পারে। BUT, RENEW KORE DATA TIME EXTNSION KORA JAY.

আপনার লেখাটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ

আমি একবার পাইছিলাম,আর পাইনি।