সবাইকে আমার সালাম জানিয়ে আমার আজকের লেখা শুরু করলাম । অনেক দিন পর টেকটিউনস ধুকলাম। টেকটিউনস পুরা রস হীন হয়ে পরেছে , তারপর টিউন করি আর কি। আমার আজকের লেখার মূল বিষয় হল : ইন্টারনেট , www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি ,ওয়েব পেজ বা সাইট ? www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি ,ওয়েব পেজ বা সাইট জানার আগে আমাদের জানতে হবে আমরা যে ইন্টারনেট ব্যবহার করি এটা কি ? আসলে ইন্টারনেট টা কি জিনিস ?
আন্তর্জাল বা ইন্টারনেট হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা সাধারন মানুষেড় জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ড্যাটা আদান-প্রদান করা হয়। ১৯৬০-এর দশকে মার্কিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট্স এজেন্সি বা আরপা (ARPA) পরীক্ষামূলকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। প্যাকেট সুইচিং পদ্ধতিতে তৈরি করা এই নেটওয়ার্ক আরপানেট নামে পরিচিত ছিল।
www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হল ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যাদির একটি ভাণ্ডার।১৯৮৯ সালের মার্চে ইংরেজ পদার্থবিদ টিম বার্নাস লি, বর্তমানে যিনি ওয়ার্ণ্ড ওয়েব কনসোর্টিয়ামের ডাইরেক্টর, পূর্ববর্তী হাইপারটেক্সট সিস্টেম হতে ধারণা নিয়ে, যে প্রস্তাবনা লেখেন তা হতেই উপত্তি ওয়াল্ড ওয়াইড ওয়েবের । একটি ওয়েব ব্রাউজারের সহায়তা নিয়ে একজন দর্শক ওয়েবপাতা বা ওয়েবপেজ দেখতে পারে এবং সংযোগ বা হাইপারলিঙ্ক ব্যবহার করে নির্দেশনা গ্রহণ ও প্রদান করতে পারে। ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপার টেক্সট ডকুমেন্টগুলো নিয়ে কাজ করার পক্রিয়ায় ওয়াল্ড ওয়াইড ওয়েব নামে পরিচিত। হাইপার লিংকের সাহায্যে ওয়েব ব্রাউজারের মাধ্যমে , ওয়েব পেইজ দেখা যায়, যা টেক্সট, চিত্র, ভিডিও ও অন্যান্য মাণ্টিমিডিয়া সমৃদ্ধ হতে পারে।
ইন্টারনেট আমাদের কাছে পৌছে দিছে নানা প্রান্তের না তর্থ আর এই তর্থ একটা বাহক হিসাবে কাজ করছে এই ওয়েবপেজ বা সাইট । ওয়েবপেজ বা সাইট হচ্ছে www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর একটি ডকুমেন্টেশন ফাইল যাতে সকল প্রকারের ইনফরমেশন , লিঙ্ক , মাল্টিমিডিয়া ইত্যাদি প্রদর্শনের জন্য নির্দেশনা দেয়া থাকে । এই ওয়েবপেজ বা সাইট গুলো সাধারনত html , java script বা css ইত্যাদি বেসিক ল্যাগুয়েজ ব্যবহার করা হয় । আর এই ওয়েবপেজ বা সাইট গুলো একটি সার্ভার এ সংরক্ষন করা থাকে । এবং ওয়েবপেজ বা সাইট এর জন্য নির্দিষ্ট কোন নাম বা ডোমেইন এ রাখা হয় ।
আমার পরের লেখায় আমি ওয়েব ব্রাউজার , সার্ভার , ডোমেইন এন্ড হোস্টিং নিয়ে লিখবো । সবাইকে ধন্যবাদ ।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
মজা পাইলাম!! ধন্যবাদ। আল্লাহর রহমতে চালিয়ে যান।