এবার যেকোনো রবি সিমে ছবিসহ আনলিমিটেড ফেসবুক ব্যাবহার করুন সম্পূর্ন বিনামুল্যে। আর বন্ধ করুন রবির চাপাবাজি ডায়ালগ।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?? আশা করি আল্লাহর রহমতে খুবই ভাল আছেন। আর আপনাদের দোয়াই আমিও ভালই আছি। তো চলুন সরাসরি আজকের টিউনে চলে যাই।

কিছুদিন আগে ফ্রি ইন্টারনেট নামে বাংলাদেশের তৃতীয় বৃহত মোবাইল অপারেটর কোম্পানী রবি একটা সুবিধা চালু করে। আর এই সুবিধার মুলে ছিল যে বাংলাদেশের সকলের কাছে ইন্টারেট সুবিধা পৌছে দিবে তারা। আর তাও ছিল বিনামুল্যে। এবং তারপর থেকে তাদের একটা ডায়ালগ প্রচলিত হয় যে "রবি সবকিছুতে ব্যাবসা খোজে না"। ভাল কথা,খুব ভালো,তাদের এই বিনামুল্যে ইন্টারনেট সুবিধার মধ্যে ছিল বাংলাদেশের ৩০ টি জনপ্রিয় সাইট। আর গ্রাহকগন তার রবি সিম দ্বারা ঐ ৩০ টি সাইট বিনামুল্যে ব্রাউজিং করতে পারবে। সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু কিছুদিন পরই তাদের জালিয়াতি ধরতে পারা যায়। যে বিনামুল্যে ফেসবুক ব্যাবহারে গ্রাহকগন ছবি দেখতে পারছেন না। তাহলে কিসের এই ফ্রি ইন্টারনেট????

তাই এই বিষয়গুলো মাথায় রেখে একটা ট্রিক বের করলাম যে কিভাবে রবিকে বাশ দেওয়া যাই আর সবশেষে তা পাইলাম। আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়েন।

প্রথমে আপনার ফোন এবং রবি সিম থেকে free.facebook.com এ প্রবেশ করুন। তারপর নিচের এড্রেশটা কপি করে প্রবেশ করুন http://free.facebook.com/l.php?u=lm.facebook.com

কি দেখছেন??? ছবি দেখতে পারছেন। আশা করি পারছেন। এবার যখনই ফেসবুকে ডোকার ইচ্ছা হবে তখনই উপরের নিয়ম অনুযায়ী ফেসবুকে ডুকবেন অবশ্যই ছবি দেখতে পাবেন। রবি আমাদের সাথে হিটলারী করছে চলুন আমরাও রবিকে একটু ম্যাজিক দেখাই।

আজ এ পর্যন্তই। আপনারা সকলেই ভাল থাকবেন।

আমার সাইটঃ http://trickround.com

Level 0

আমি শরাফত আহমেদ অনন্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা সরাসরি লিখলে ও চলে। lm.facebook.com

ধন্যবাদ অনেক সময় ছোট বিষয় বড় হয়ে দাঁড়ায়।

ধন্যবাদ আপনাদের মুল্যবান টিউনমেন্টের জন্য।

Level New

oi link e dhokar sahos kora uchit noy karon apnar dea link ta https noy

great idea !