এবার বাংলালিংক দিচ্ছে প্রতিটি গ্রাহকে প্রতিদিন ১০০ এমবি (100MB) করে বোনাস এবং নতুন অথবা বন্ধ সংযোগে মাত্র ১৯ টাকা রিচার্জে ৩ জিবি ইন্টারনেট ফ্রি!

আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন আর ভালোলাগার মত একটি টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। শুধু মাত্র বাংলালিংক গ্রাহকদের জন্য এই টিউনটি। আর কথা না বাড়িয়ে আসল কথাই আসি।

এবার বাংলালিংক দিচ্ছে প্রতিটি গ্রাহকে প্রতিদিন ১০০ এমবি (100MB) করে বোনাস,

যা ব্যবহার করতে পারবেন রাত 1.00 AM থেকে সকাল 5.00 AM.

প্রতিদিন ১০০ এমবি ফ্রি পেতে ডায়েল করুন:*5000*666# নাম্বারে।

এমবি চেক করতে ডায়েল করুন: *124*66#নাম্বারে।।

না বুঝলে স্কেনশর্ট দেখুন...
Sorry We Can Not View This Image.  Loading...

এবং

বাংলালিংক নতুন অথবা বন্ধ সংযোগে ১৯ টাকা রিচার্জে পাচ্ছেন যে কোন বাংলালিংক নাম্বারে ২৫ পয়সা/মিনিট এবং অন্য নাম্বারে ৬০ পয়সা/মিনিট কলরেট দিন-রাত ২৪ ঘণ্টা, সবক্ষেত্রেই ১ সেকেন্ড পালস। এছাড়াও পাচ্ছেন ৩ জিবি ইন্টারনেট ফ্রি! অফারটি সম্পর্কে হয়তো অনেকে আগে থেকে জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য আমার এই টিউনটি আশা করি আপনারা উপকৃত  হবেন।

 

আপনার সংযোগটি এই অফারের আওতাভুক্ত কিনা জানতে যে কোন বাংলালিংক সংযোগ থেকে নাম্বারটি টাইপ করে ফ্রি এসএমএস পাঠিয়ে দিন ৪৩৪৩ নাম্বারে।

যেমনঃ sms অপশনে গিয়ে নাম্বারটি লিখে পাঠিয়ে দিন ৪৩৪৩ নাম্বারে।

 নতুন এবং বন্ধ সংযোগে ১৯ টাকা রিচার্জে স্পেশাল কলরেট

  • ১২ জুন, ২০১৫-এর পর থেকে চালুকৃত সকল বাংলালিংক সংযোগের গ্রাহকগণ এই অফারটি উপভোগ করতে পারবেন
  • যে সকল গ্রাহক ১৬ এপ্রিল, ২০১৫ থেকে ২৭ মে, ২০১৫ এর মাঝে নতুন সংযোগ চালু করে ব্যবহার করেননি এবং পূর্বের ১৯/২৯ রিচার্জের অফার উপভোগ করেননি তারা এই অফার উপভোগ করতে পারবেন
  • চলমান বন্ধ সংযোগ মে, ২০১৫-এর অফার উপভোগকারী গ্রাহক নতুন ক্যাম্পেইন চালু হওয়ার পর ১৯ টাকা রিচার্জে নতুন অফার উপভোগ করতে পারবেন
  • সকল গ্রাহকগণ নতুন এবং বন্ধ সংযোগে ১৯ টাকা রিচার্জে যে কোন নাম্বারে ২৫ পয়সা/মিনিট এবং অন্য অপারেটরে ৬০ পয়সা/মিনিট রেটে কথা বলতে পারবেন দিন-রাত ২৪ ঘণ্টা। (১ সেকেন্ড পাল্স প্রযোজ্য)
  • স্পেশাল কলরেটের মেয়াদ রিচার্জের দিনসহ ৩০ দিন। মেয়াদকালীন সময়ে প্রতি ১৯ টাকা রিচার্জে বর্ধিত মেয়াদ প্রযোজ্য
  • অফারটি থেকে আন-সাবস্ক্রাইব করতে, নতুন এবং বন্ধ সংযোগের ক্ষেত্রে *১৬৬*৬৭৬# ডায়াল করতে হবে যা সেদিন রাত ১২টার পর প্রযোজ্য হবে
  • নতুন সংযোগের ক্ষেত্রে অন্য কোন প্যাকেজে মাইগ্রেট করলে এই স্পেশাল রেট প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে, পুনরায় এই রেট পেতে *৯৯৯*১*১৪৬# ডায়াল করে একবারে ১৯ টাকা রিচার্জ করতে হবে
  • ১৫% ভ্যাট এবং ৫% সম্পূরক চার্জ প্রযোজ্য

১৯ রিচার্জে ৩ জিবি ইন্টারনেট বোনাস

  • নতুন অথবা বন্ধ সংযোগে গ্রাহক ৩টি কিস্তির (১ এই করে) মাধ্যমে সর্বমোট ৩ জিবি ইন্টারনেট বোনাস পেয়ে যাবেন
  • গ্রাহকগণ ১৯ টাকা রিচার্জে সর্বোচ্চ ৩ জিবি ইন্টারনেট বোনাস একবারই উপভোগ করতে পারবেন
  • ১ম কিস্তি ১ জিবি ইন্টারনেট বোনাস প্রাপ্তির ৩০ম দিনে গ্রাহক ২য় কিস্তির ১ জিবি ইন্টারনেট বোনাস পেয়ে যাবেন
  • ১ম কিস্তি প্রাপ্তির ৬০ম দিনে গ্রাহক ৩য় কিস্তির ১ জিবি ইন্টারনেট বোনাস পেয়ে যাবেন
  • বোনাস ইন্টারনেট ব্যবহার করা যাবে রাত ২টা থেকে দুপুর ২টা পর্যন্ত
  • প্রতিটি কিস্তি ইন্টারনেট বোনাসের মেয়াদ ৫ দিন
  • অবশিষ্ট ২ জিবি বোনাস পাওয়ার জন্য প্রথম ১ জিবি বোনাস প্রাপ্তির ৩০তম এবং ৬০তম দিনে গ্রাহকের যে কোন ব্যবহার থাকতে হবে
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *১২৪*৯৯৪#
  • ১৫% ভ্যাট এবং ৫% সম্পূরক চার্জ প্রযোজ্য

নতুন সংযোগ চালু করলে থাকছে

  • ৫ টাকা প্রিলোডেড টক-টাইম ব্যবহার করা যাবে যে কোন প্রয়োজনে, মেয়াদ ১৫ দিন
  • মেয়াদ থাকাকালীন অবস্থায় যে কোন পরিমাণ রিচার্জ করলেই পাবেন আজীবন মেয়াদ
  • ৫০ এমবি বোনাস ইন্টারনেটের মেয়াদ বোনাস পাওয়ার দিনসহ ৩ দিন
  • বোনাস ইন্টারনেটের ব্যালেন্স জানতে ডায়াল করুন *১২৪*৫#
  • ৫০টি এসএমএস যে কোন বাংলালিংক নাম্বারে ব্যবহার করা যাবে। মেয়াদ বোনাস পাওয়ার দিনসহ ১০ দিন
  • বোনাস এসএমএস চেক করতে ডায়াল করুন *১২৪*৪#
  • ফেসবুক ১০০০ এমবি পর্যন্ত প্রযোজ্য এবং এর মেয়াদ ৬০ দিন
  • ফেসবুক-এর বোনাস জানতে ডায়াল করুন *২২২*৩*৩৩#
  • একটি স্পেশাল এফএনএফ নাম্বারে ৫ পয়সা/১০ সেকেন্ড (রাত ১২টা থেকে বিকাল ৪টা) এবং ১০ পয়সা/১০ সেকেন্ড (বিকাল ৪টা থেকে রাত ১২টা)
  • ১৫ পয়সা/১০ সেকেন্ড যে কোন নাম্বারে দিন-রাত ২৪ ঘণ্টা।

আশা করি বিস্তারিত পরেছেন তাহলে আর দেড়ি কেন এখনি ১৯ টাকা রিচার্জ করে উপভোগ করুন এই অফারটি। টিউনটি পরে উপকার পেলে আমি খুশি হব আর কোন ভুল থাকলে আমাকে মারজনা করবেন।

লেখাটি পূর্বে প্রকাশিত এখানে।

Level 1

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

a golo sobay jane ja sob jane na a golo lekan

Level 0

অনেক ধন্যবাদ আমি ৩ জিবি পাইছি