স্কাইপির কিছু গুরুত্বপূর্ণ টিপস যা জানা জরুরি

আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছে। আবারও আসলাম আপনাদের সামনে নতুন টিপস নিয়ে। আজকে স্কাইপি নিয়ে ছোট খাট কিছু টিপস দিব। যদিও অনেকে জানে তবে যারা একেবারে নতুন স্কাইপি ব্যবহার করেন তাদের কাজে লাগবে আশা করি।

মনে করেন কার সাথে স্কাইপিতে চ্যাট করছেন। ভুল করে এমন এক মেসেজ লিখে ফেললেন বা লিখছেন একজনের জন্য কিন্তু ভুল করে অন্য একজনকে সেন্ড করে দিয়েছেন। তখন কি করবেন। আপনি চাইলে তাৎক্ষনিক ভাবে সেই মেসেজ ডিলিট করতে পারেন। এর জন্য যে মেসেজ ডিলিট করবেন তার উপর মাউস এর কার্সর রেখে রাইট বাটন এ ক্লিক করুন। এর পর যদি মেসেজ ডিলিট করতে চান তাহলে Remove Message এ ক্লিক করুন এবং যদি মেসেজ এডিট করতে চান তাহলে Edit Message এ ক্লিক করুন। না বুঝলে নিছের ছবিতে দেখুন।

skype message delete-Anytechtune

 

এবার আসি যদি চান আপনার সকল কন্টাক্ট লিস্ট এর সকল চ্যাট হিস্ট্রি ডিলিট করবেন তাহলে নিছের পদ্ধতি অনুসরন করুন।

Tools > Options > Privacy > Clear History তে ক্লিক করুন।

না বুঝলে নিছের ছবি দেখুন।

skype conversation delete 1-Anytechtune

 

skype conversation delete 2-Anytechtune

 

যারা নতুন তার অনেকেই কেউ যদি কন ফাইল সেন্ড করে তাহলে কই সেভ হয় খুজে পান না। তাই আপনি চাইলে আপনার ইচ্ছা মত লোকেশন ঠিক করে দিতে পারেন।

এর জন্য নিছে পথ অনুসরন করুন।

Tools > Options > IM & SMS এ ক্লিক করুন। একেবারে নিছে দেখুন Change folder এ ক্লিক করে আপনার পছন্দের লোকেশন দেখিয়ে দিন।

আপনি যদি চান কেউ আপনাকে কন ফাইল সেন্ড করলে অটো Accept হবে তাহলে Automatically Accept Incoming Files এ টিক দিন।

skype file location change-Anytechtune

প্রথমে লিখেছিলাম অ্যানিটেকটিউনস এ। ভালো লাগলে একবার ঘুরে আসতে পারেন। প্রথম প্রকাশের লিঙ্ক 

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস