সহজেই পরীক্ষা করে নিন আপনার নেট স্পীড।

অনেকদিন পর আজ চিন্তা করলাম টেকটিন্স এর সাথে কিছু শেয়ার করি। অনেকদিন টিউন করব করব করে করা হয় না অবশেষে আজ করলাম। থাক আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। আজকাল আমরা অনেকেই আমাদের ইন্টারনেট স্পীড চেক করার জন্য অনেক সফট ব্যবহার করে থাকি। অনেকে এসকল সফট ব্যবহার করতে করতে আমার মত একঘেঁয়েমি বোধ করেন,তাদের জন্যই এই প্রয়াস। আজ আমি এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যে সাইটে গিয়ে অনায়াসে আপনি আপনার ইন্টারনেট স্পীড, আই.এস.পি. ঠিকানা বের করতে পারবেন। আর এ জন্য আপনাকে কোন রেজিষ্ট্রেশন করতে হবে না। এই ঠিকানায় গিয়ে আপনি আপনার নেট স্পীড বের করতে পারবেন। অনেকেই হয়ত আগে থেকেই এই সাইট এর সাথে পরিচিত, যারা অপরিচিত তাদের জন্যই আমার এই টিউন।

Level 0

আমি ঈপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 152 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকটিউনসে সবসময় থাকতে চায় টেকটিউনস হতে সর্বদা ভালো কিছু শিখতে এবং খারাপ বর্জন করতে চায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেস্ট করালে আমার নেট স্পীড ৪৫০ কিলোবাইট হয়ে যায় । কিন্তু এর পর আবার গতি ২০এ নেমে আসে।

This is not actual speed test ….. this is only check your local speed from your local workstation to your BGP server….:P