ফটোশপে আন্গুর তৈরি! (ফটোশপ মজা পার্ট-১)

অনেকদিন টেকটিউনস বন্ধ ছিলো।এর মাঝে কিছুই করার ছিলোনা নেটে তাই বিভিন্ন সাইটে সাইটে ঘুরেছি।একদিক দিয়ে লাভ হয়েছে এতে নতুন কিছু শিখেছি।এর মাঝে সবচেয়ে বেশী যেটা আমাকে আকর্ষন করেছে সেটা হলো ফটোশপ।বিশ্বের এক নম্বর এই ছবি এডিটিং টুল দিয়ে যে কতকিছু করা যায় সেটা ছিলো একেবারে আমার জানার বাইরে।যেদিন ফটোশপ ইউস করলাম সেদিন থেকেই এটা সম্পর্কে জানার চেষ্টা করতে থাকলাম।প্রসেশনাল জিনিশ ছাড়াও এটা দিয়ে অনেক মজার টেক্সট এফেক্ট,আকাআকি আরো অনেক কিছু।এর মধ্যে আমি আজ আন্গুর কিভাবে ফটোশপে তৈরি করে সেটা শিখাচ্ছি।বেশী কিছু না খালি একটু মজা আরকি!
তো চলুন শুরু করি:
প্রথমে আপনার ফটোশপ অপেন করুন।এবার File>New তে যেয়ে নতুন একটি ডকোমেন্টস অপেন করুন।আমি এখানে 600px x 400px (72 dpi) আপনারাও তাই করুন:
no

এবার চলুন শেইপ বানাই।Create a New Layer তারপর Elliptical Marquee Tool ব্যবহার করে একটি গোল আকুন অনেক আন্ঙুরের মত যেনো হয়
no

এবার শুরু করি আন্ঙুর বানানো।প্রথমে লেয়ার এ ডাবল ক্লিক করলে Layer Styles Panel আসবে।এবার নিচের ছবি গুলোর মত করে এফেক্ট দিন।লক্ষ রাখবেন ভুল যেনো না হয় একটু ভুল হলেই কিন্তু সাধের আন্গুর পচা হয়ে যাবে 🙂 :

#Global Lights

ড্রপ শেডো তে যেনো গ্লোবাল লাইট আনচেক থাকে নয়তো সমস্যা হবে।আর বাকি কিছুতে সমস্যা হবার কথা নয়!

no
no
no
no
no
no

ও আচ্ছা রংয়ে একটু প্রবলেম হতে পারে।এতে খুব একটা খারাপ হবের কথা নয়।চেষ্টা করুন আমার ছবি গুলো সাথে মিলিয়ে রং দিতে একটু আধটু ভুল হলে কিছু হবে নাহ!

হুম! এবার আপনার আন্ঙুর টা ঠিক এমনটি হবার কথা:
no

এবার আসুন আন্ঙুর গুলো কে আস্তে আস্তে মাল্টিপ্লাইং করি।একটা খেতে আমার ভালো লাগে না।

*আন্ঙুর ডুপ্লিকেট করতে অল্ট্রা কি চেপে আন্ঙুর সিলেক্ট করে মুভ করালেই হবে।

*আন্ঙুর গুলোকে সুন্দর করার জন্য সেটাকে একটু বেকিয়ে বা rotate করতে হবে এর জন্য কন্ট্রল কি চেপে T প্রেস করে কাজটি করুন।

হুম! ঠিক ভাবে যদি কাজ গুলো করতে পারেন তাহলে আপনার আন্ঙুর টি ঠিক নিচেরটির মত দেখাবে
no

ব্যাস আন্ঙুর বানানো শেষ।এবার চলুন খাই।খেয়ে কেমন হয়েছে স্বাদ টা আমাকে বলবেন কিন্তু।এটা আবার আমার অনেক পছন্দের ফল 😉 .

সামনে ফটোশপের টেক্সট এফেক্ট নিয়ে লেখবো সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং বেশি বেশি করে ফল খাবেন যা গরম পড়েছে! 😉

Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

GooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooD
Total Online BD
http://www.a2zbd.info

    হুম! আর কেও কমেন্ট করছেনা মন টাই খারাপ হলো 🙁

আরে কেউ কমেন্ট করছেনা 🙁

ভাই খুব সুন্দর হইছে

খুব সুন্দর,ফটোশপ্ নিয়ে আরো নতুন নতুন টিউন আশা করছি।ধন্যবাদ।

ভাল লাগল ……পরের পর্বগুলো চাই…….

রাফসান তো ভালোই আংগুর বানাইলো……এখন সবাই আংগুর গুলা খাউয়া দেখেনতো কেমন হইছে? টক নাকি মিষ্টি?

হুম কমেন্ট এর থেকে তো নিজের সাইটের এডই দিলেন 🙁

রাফসান ভাইকে অশেষ ধন্যবাদ ব্যতিক্রমি কিছু আঙ্গুর উপহার দেওয়ার জন্যে। খাইতে খারাপ না। সামনে আরো ভাল আঙ্গুরের অপেক্ষায়…………..

সামান্য টক হয়েছে। তবে এবারের মতো চলবে…………

সুন্দর হইছে শেয়ার করার জন্য ধন্যবাদ।