ইউটিউব থেকে ডাউনলোড করার সবচেয়ে সহজ এবং ভাল পদ্ধতি !!!

( বিসমিল্লাহির রাহমানির রাহিম )

আমরা অনেকেই ইউটিউব থেকে ডাউনলোড করার অনেক পদ্ধতি অনুসরণ করেছি, কিন্তু দেখা গেছে কিছু না কিছু সমস্যা আমাদের ফেইস করতে হয়েছে।  যাই হউক আজকে আমি আপনাদের ইউটিউব থেকে ডাউনলোড করার সকল সমস্যার সমাধান করে দিব,

বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই 🙂

 

১। প্রথমে এই লিঙ্ক এ যান - http://keepvid.com/

২। তারপর আপনি যেই ভিডিও টি ডাউনলোড করতে চান তার এড্রেসটি, লিংক বক্স এ পেস্ট করুন এবং ডাউনলোড এ ক্লিক করুন,

৩। ডাউনলোড এ ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাবেন, আপনার ভিডিও টি শো করছে এবং ভিডিওটির কোয়ালিটি ও সাইজ দেখাচ্ছে,

৪। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কোয়ালিটি বেছে নিবেন,

৫। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিটি এর পাশে (video only) ও (audio only)  লিখা আছে, এটার মানে হচ্ছে আপনি শুধু চাইলে ভিডিও টি ডাউনলোড করতে পারবেন আবার চাইলে শুধু অডিও টি ডাউনলোড করতে পারবেন অথবা ভিডিও ও অডিও দুটিই ডাউনলোড করতে পারবেন, আমি আপনাদের suggest করতেছি আপনারা কোন ভিডিও ডাউনলোড করতে চাইলে , ভিডিও এর জন্য  » Download MP4 « - 720p (Video Only) ডাউনলোড করবেন, আর অডিও এর জন্য » Download M4A « - 128 kbps (Audio Only) ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য ভিডিও অথবা অডিও কোয়ালিটির উপর রাইট ক্লিক করে Download with IDM সিলেক্ট করুন।

৬। আপনি যখন ভিডিও এবং অডিও ডাউনলোড করবেন, তখন তারা আলদা দুটি ফাইল হিসেবে থাকবে, আপনাকে এই দুটি ফাইল একত্রে করতে হলে একটি Video Joiner Software এর প্রয়োজন হবে, KeepVid Video Joiner ডাউনলোড লিংক - Keepvid Video Joiner

সফটওয়্যার টি ডাউনলোড করার পর extract করে নিবেন, তারপর VidJoin অ্যাপ্লিকেশান টি ওপেন করবেন ।

৭। সফটওয়্যার টির মধ্যে দুটি বক্স পাবেন, একটি হচ্ছে ভিডিও এর জন্যে আরেকটি হচ্ছে অডিও এর জন্যে, এখন আপনারা video only বক্স এ আপনার ডাউনলোডকৃত video only ফাইল টি browse করে সিলেক্ট করে দিবেন এবং audio only বক্স এ আপনার ডাউনলোডকৃত audio only ফাইল টি browse করে সিলেক্ট করে দিবেন। তারপর Join এ ক্লিক করবেন, কোথায় সেভ করতে চান জায়গা টি সিলেক্ট করে , যদি নাম চেঞ্জ করতে চান তাহলে অন্য নাম লিখে সেভ এ ক্লিক করুন। তারপর আপনার সিলেক্ট করা জায়গায় যেয়ে দেখুন দুটি ফাইল একত্রে হয়ে একটি ফাইল এ পরিণত হয়েছে এবং এখন এটি প্লে করে দেখার জন্য উপযোগী ।

এভাবেই আপনারা খুব সহজে ইউটিউব থেকে যে কোন ভিডিও ডাউনলোড করতে পারেন,

এটা আমার 1st টিউন আমি ট্রাই করেছি আপনাদের অনেক সহজ ভাবে বুঝানোর জন্য, তারপর ও যদি কোন কিছু ভুল হয়ে যায়, তাহলে তা ক্ষমার চোখে দেখবেন।

[বিঃদ্রঃ আপনার কম্পিউটারে Java Runtime & Microsoft.Net FrameWork সফটওয়্যার ইন্সটল থাকা লাগবে] 😛

যদি উপরের লিখাগুলো পড়ে কেউ বুঝতে না পারেন, তাহলে নিচের লিংক থেকে ভিডিও টিউটরিয়াল টি দেখুন -
How to Download From Youtube Using Keepvid.com Site

 

যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট করে জানাবেন ।

ধন্যবাদ সবাইকে ।

ফেসবুকে আমি 😆

Level 0

আমি নাজমুল সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 516 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য , অপু ভাইয়া…

খুবই ভেজাল কাজ…. extension ব্যবহার করে এক ক্লিকেই ডাউনলোড করা যায় ।।।

এতো ভেজাল…!”
এগুলা ট্রাই করেন
http://mp3avi.com
http://9xbuddy.com
htyp://every-song.com

Level 2

এর চাইতে ভাল ইউটিউব ডাউনলোডার ……।।

এড অন্স দিয়ে আরও সহজ মনে হয় আমার কাছে

ইউটিউব এর প্রত্যেকটি অ্যাড্রেস এই কিছু কিছু না কিছু উপকারিতা আছে… যার কাছে যেটা ভাল লাগে আপনারা ঐটা ইউস করবেন, কারন গুগল এ সার্চ দিলে অনেক ইউটিউব ডাউনলোডার এবং এড্রেস চলে আসে… আমার কাছে এই সাইট ভাল লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য

ধন্যবাদ শেয়ার করার জন্য. But আমার কাছে IDM ই ভালো লাগে… just এক click এ ডাউনলোড..

    আমিও IDM Use করি। কিন্তু অনেক সময় দেখা যায় IDM ও কিছু প্রবলেম করে । ধন্যবাদ ইমন ভাইয়া,

nice tune. Thanks

এটার চেয়ে বরং ssyoutube অনেক বেশি ভাল এবং ঝামেলা মুক্ত ।

    ssyoutube আমি নিজেও ইউস করেছি ভাইয়া, এটাতে ও হালকা কিছু প্রবলেম আছে, আমি তো বললাম ইউটিউব এর প্রত্যেক টি ওয়েবসাইট এর কিছু উপকারিতা এবং অপকারিতা আছে, এখন অনেকে হয়তবা Keepvid এর এড্রেস টি জানে না, তাই শেয়ার করা । আর এটা ভেজাল লাগতেছে ভিডিও তা ডাউনলোড এর পর Join করা দেখে, আসলে আপনি চাইলে কিন্তু ঐখান থেকে video only, audio only বাদ দিয়ে টোটালি 720p, or360p or 480p ডাউনলোড করে নিতে পারেন, তাহলে Join করার কাজ দরকার হবে না, আসলে যারা ব্লগ বা ওয়েবসাইট এ কাজ করে তাদের জন্য আলদা আলাদা ফরম্যাট হলে সুবিধা হয় এডিট করার জন্য, আশা করি ভাইয়া আপনাকে বুঝাতে পেরেছি। ধন্যবাদ কমেন্ট করার জন্য 🙂

youtube downloder is better .

    thnks ali bhaia.

    @আব্দুল আলী: সবকিছুই ভাল ভাইয়া। কিন্তু এই keepvid সাইট এর যেটা প্লাস পয়েন্ট এটা হচ্ছে , আমরা দেখা জায় অনেক সময় ইউটিউব এ ২০ এমবি আপলোড করেছি কিন্তু যখন ডাউনলোড করতে যাই তখন দেখা যায় , ম্যাক্সিমাম এড্রেস এটার সাইজ টাকে বাড়িয়ে দেয়, কিন্তু keepvid এ এটা নেই।।তাই আমার মতে এটা বেস্ট সাইট একটু কাজ বেশি হলেও।