১। প্রথমে এই লিঙ্ক এ যান - http://keepvid.com/
২। তারপর আপনি যেই ভিডিও টি ডাউনলোড করতে চান তার এড্রেসটি, লিংক বক্স এ পেস্ট করুন এবং ডাউনলোড এ ক্লিক করুন,
৩। ডাউনলোড এ ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পাবেন, আপনার ভিডিও টি শো করছে এবং ভিডিওটির কোয়ালিটি ও সাইজ দেখাচ্ছে,
৪। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কোয়ালিটি বেছে নিবেন,
৫। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিটি এর পাশে (video only) ও (audio only) লিখা আছে, এটার মানে হচ্ছে আপনি শুধু চাইলে ভিডিও টি ডাউনলোড করতে পারবেন আবার চাইলে শুধু অডিও টি ডাউনলোড করতে পারবেন অথবা ভিডিও ও অডিও দুটিই ডাউনলোড করতে পারবেন, আমি আপনাদের suggest করতেছি আপনারা কোন ভিডিও ডাউনলোড করতে চাইলে , ভিডিও এর জন্য » Download MP4 « - 720p (Video Only) ডাউনলোড করবেন, আর অডিও এর জন্য » Download M4A « - 128 kbps (Audio Only) ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য ভিডিও অথবা অডিও কোয়ালিটির উপর রাইট ক্লিক করে Download with IDM সিলেক্ট করুন।
৬। আপনি যখন ভিডিও এবং অডিও ডাউনলোড করবেন, তখন তারা আলদা দুটি ফাইল হিসেবে থাকবে, আপনাকে এই দুটি ফাইল একত্রে করতে হলে একটি Video Joiner Software এর প্রয়োজন হবে, KeepVid Video Joiner ডাউনলোড লিংক - Keepvid Video Joiner
সফটওয়্যার টি ডাউনলোড করার পর extract করে নিবেন, তারপর VidJoin অ্যাপ্লিকেশান টি ওপেন করবেন ।
৭। সফটওয়্যার টির মধ্যে দুটি বক্স পাবেন, একটি হচ্ছে ভিডিও এর জন্যে আরেকটি হচ্ছে অডিও এর জন্যে, এখন আপনারা video only বক্স এ আপনার ডাউনলোডকৃত video only ফাইল টি browse করে সিলেক্ট করে দিবেন এবং audio only বক্স এ আপনার ডাউনলোডকৃত audio only ফাইল টি browse করে সিলেক্ট করে দিবেন। তারপর Join এ ক্লিক করবেন, কোথায় সেভ করতে চান জায়গা টি সিলেক্ট করে , যদি নাম চেঞ্জ করতে চান তাহলে অন্য নাম লিখে সেভ এ ক্লিক করুন। তারপর আপনার সিলেক্ট করা জায়গায় যেয়ে দেখুন দুটি ফাইল একত্রে হয়ে একটি ফাইল এ পরিণত হয়েছে এবং এখন এটি প্লে করে দেখার জন্য উপযোগী ।
এভাবেই আপনারা খুব সহজে ইউটিউব থেকে যে কোন ভিডিও ডাউনলোড করতে পারেন,
এটা আমার 1st টিউন আমি ট্রাই করেছি আপনাদের অনেক সহজ ভাবে বুঝানোর জন্য, তারপর ও যদি কোন কিছু ভুল হয়ে যায়, তাহলে তা ক্ষমার চোখে দেখবেন।
[বিঃদ্রঃ আপনার কম্পিউটারে Java Runtime & Microsoft.Net FrameWork সফটওয়্যার ইন্সটল থাকা লাগবে] 😛
যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট করে জানাবেন ।
ধন্যবাদ সবাইকে ।
আমি নাজমুল সাগর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 516 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ