আমি বাংলা খুব ভালো লিখতে পারি না পিসিতে তাই সরাসরি পোস্টএ যাচ্ছি ভুল হলে ক্ষমা করবেন।
আমরা অনেকেই ফেসবুক এ অথবা মিনিক্লিপ এ 8 Ball Pool খেলি এটি একটি খুব জনপ্রিয় অনলাইন Pool গেম। এই গেমটি সারা প্রথিবীর সকল দেশেই খেলে। বাংলাদেশেও এই গেম খেলেন অনেকে। এবার অনেক এ খেলতে চান কিন্তু Slow ইন্টারনেট এর অনেক মেগাবাইটের ভয়ে খেলতে পারেন না। যেমন আমার কথাই ধরুন আমি মডেম ও সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি। তাই ৩জি স্পীড ভালো পাই কিন্তু ফেসবুক থেকে খেলতে অনেক মেগাবাইট কেটে নিয়ে যায়। এবার ২জি হলে ফেসবুক থেকে লয়াদ হয় না। তাই যারা নেট স্পীড ও মেগাবাইটের জন্য খেলতে পারেন না তাদের জন্য আমার এই পোস্ট।
আমি আপনাদের দেবে একটা লিঙ্ক যার দিয়ে আপনরা মাত্র ৬৪kbps স্পীড এর নেট কানেকশনে ও গামেটি সম্পূর্ণ মজা উপভোগ করতে পারবেন সাথে মেগাবাইট খরচ হবে ফেসবুক এর ৪ ভাগের ১ ভাগ।
Note: সুধু মাত্র প্রথমবার গেমটি লোড হতে একটু টাইম নিতে পারে। তবে প্রথমবারের পর থেকে যত বারই খেলতে যাবেন কোন রকম টাইম আর Biffering এর ঝামেলা নেই। আর একটি কথা গেমটি কোন রকম চুরি করে সাইটে লাগানো হয়নি। গেমটি সরাসরি গেমটির ডেভলপার মিনিক্লিপ হতে Official ভাবে সংগ্রহীত। মুভি লাভার বন্ধুরা ঘুরে আসুন CopyBaz.Com আশা করি এখানে থাকা সকল মুভি আপনাদের ভালো লাগবে।
আমি RashikIqbal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওকে ডাউনলোড দিব কিন্তু পরে