সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্রাউজারে বুক মার্ক সংরক্ষণ, স্মার্ট সার্চিং পদ্ধতি এবং আরও কিছু স্পেশাল বিষয় সম্বলিত আমার আজকের টিউন।
ইন্টারনেট ব্যবহারের শুরুর দিকে আমরা ওয়েব এড্রেস মুখস্ত করে রাখতাম। কিন্তু সময়ের পরিবর্তনে সেই অভ্যাস দুর হয়ে গেছে বহু আগেই। এখন কেউ ওয়েব এড্রেস মুখস্ত করে রাখেনা। যদিও ফেসবুক কিংবা টেকটিউনসের বিষয়টা আলাদা। কারন এগুলো নিয়মিত ব্যবহারে আমাদের কাছে একেবারে ভাত মাছের মতো সাধারন বস্তু হয়ে গেছে। তবে অন্যন্য প্রয়োজনে আমরা গুগলে সার্চ করে আমাদের ফলাফল বের করি। কিন্তু যখন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসে তখন সেটাকে খাঁচায় বন্দী রাখার ফন্দি কিন্তু মাথায় ঠিকই আসে। তার মানে বলতে চাচ্ছি যে কিছু খুঁজতে গিয়ে দেখলেন, যে ওয়েব সাইটটি আপনার সার্চ রেজাল্টে এসেছে সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি ওয়েব সাইট। তখন সেটাকে সংরক্ষন করার জন্য নিশ্চয় বুকমার্ক করে রাখবেন। কিন্তু আপনি নিশ্চয় একটা ব্রাউজার সব সময় ব্যবহার করেন না। ভিন্ন সময়ে ভিন্ন ব্রাউজার ব্যবহার করার কারনে আপনি একেক ব্রাউজারে একেক সাইট রাখবেন। এখন প্রয়োজনের সময় দেখা যাবে যেটা খুঁজছেন সেটা অন্য ব্রাউজারে। তাছাড়া আমরা যখন পিসিতে উইন্ডোজ সেটাপ দেই তখন নতুন উইন্ডোজ দেওয়া মাত্র সব বুকমার্ক হাওয়া হয়ে যায়। এই সব সমস্যা থেকে বাঁচতেই আমার আজকের টিউনের অবতারনা। আশা করি আজকের টিউন থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন।
শিরোনাম দেখেই হয়তো বুদ্ধিমানরা বুঝে গেছেন যে আমি আজ যে টুলসটি নিয়ে আলোচনা করবো তার নাম Xmarks. তবে যারা আমার টিউন সম্পর্কে ধারনা রাখেন তারা হয়তো এটাও বুঝতে পারছেন যে টুলসটি যদি শুধুমাত্র বুকমার্ক রাখার জন্য হতো তাহলে এটা নিয়ে আমি অন্তত একটা কমপ্লিট টিউন করতাম না। আজকের এই টুলসটি দিয়ে আপনি ওয়েব ব্রাউজারের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন। বুকমার্ক, স্মার্টসার্চ এবং আপনার ওয়েব সার্ফিংয়ে আপনাকে সহায়তাকারী এই টুলসটির ফিচার সম্পর্কে চলুন তাহলে বিস্তারিত জেনে নিই।
টুলসটির ফিচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনের সাথে মিলে যায় তাহলে আপনার কম্পিউটারের ব্রাউজার অনুযায়ী নিচের ডাউনলোড লিংক গুলো থেকে প্রয়োজনীয় এক্সটেনশন ডাউনলোড করে নিন। ডাউনলোড পদ্ধতি সম্পূর্ণ এক্সটেনশন ডাউনলোডের মতোই সুতরাং আশা করছি আপনারা এই অংশটুকু ভালো করেই জানেন।
টুলসটি এক্সটেনশন হিসাবে আপনার ব্রাউজারের সাথে সংযুক্ত হবে। আশা করছি এ প্রকৃয়াটা আপনার সম্পূর্ণ হয়েছে। ব্রাউজার রিস্টার্ট দিতে চাইলে রিস্টার্ট দিন।
ইনস্টলেশন প্রকৃয়া সম্পন্ন হলে নিচের ১ নং চিত্রে মতো করে একটি লগইন উইন্ডো পপ আপ হবে। কারন Xmarks সার্ভারে লগইন না করলে আপনি বুকমার্ক ব্যাকআপ কিংবা সিনক্রোনাইজ করতে পারবেন না। আমার মনে হয় আপনাদের কারও Xmarks একাউন্ট নেই। তাই নিচের চিহিৃত জায়গাতে ক্লিক করুন। নিশ্চয় ২ নম্বার উইন্ডো এসেছে? এবার প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন একাউন্ট তৈরী করুন।
একাউন্ট তৈরী হয়ে গেলে আপনার সামনে কিছু কনফিগারেশন উইন্ডো আসবে। কিছু করার দরকার নেই, শুধু নেক্সট চেপে সামনে যান। আপনার Xmarks এখন তৈরী। ইচ্ছেমতো ওয়েব সাইট বুকমার্ক করে রাখুন। আর হারিয়ে যাবার ভয় নেই।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ
➡ ইমেইলে পেয়ে যান আমার সকল টিউনের আপডেট! ক্লিক করুন এবং ইমেইল দিয়ে ভেরিফাই করুনঃ টেকটিউনস » সানিম মাহবীর ফাহাদ 🙄
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
ধন্যবাদ শেয়ার করার জন্য
এটা ক্রম দিয়াও হয় আমি ক্রম ব্যবহার করি