আস্সালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আশা করি ভালো । 🙂
অনেক দিন পর টিউন লিখতে বসলাম আজ। প্রথমেই বলে রাখি পুরো পোষ্ট ভাল করে না পড়ে শুধু শুধু টিউনমেন্টে আজাইরা কমেন্ট করবেন না। এই পদ্ধতি আগে থেকে অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই টিউন।
আমারা বাঙালিরা অনেক চালাক কিন্তু মোবাইল অপারেটর কম্পানিরাও আমাদের চেয়ে কম নয় তারা একের পর এক পদ্ধতি বন্ধ করে যাচ্ছে তাই ফ্রী নেট চালানো যায় না কিন্তু একটু কষ্ট করে চালানো যায় । যাহোক সরাসরি কাজের কথায় আসি প্রথমে আপনার জিপি সিমে ১০ টাকা ব্যাল্যান্স রেখে *500*302# তে ডায়াল করুন।
ডায়াল করার পর আপনি পাবেন ১০ টাকায় ৭ দিনের জন্য 3G আনলিমিটেড ফেসবুক , হোয়াটস এপ । সাথে পাবেন ২০ এমবি যেটা দিয়ে যেকোনো কিছু করা যাবে । এখন আপনার কাজ হচ্ছে হোয়াটস এপের ফাইল শেয়ারিৎ গ্রুপে এড হওয়া ।
যেভাবে হোয়াটস এপ গ্রুপে এড হবেন : হোয়াটস এপে অনেক গ্রুপ আছে যেখানে মুভি , গেমস , এপস , গান ইত্যাদি শেয়ার করা হয় । ঐসব গ্রুপ থেকে আপনি এসব ফাইলস ফ্রী তে ডাউনলোড করতে পারবেন । আপনার পরিচিত ভাই বন্ধু কেও এমন গ্রুপে থাকলে বলুন এড করে দিতে । আর যদি না পারেন তাহলে ফেসবুকে Whatsapp world লিখে সার্চ দিন । দেখবেন অনেক গ্রুপ এসেছে তখন ঐ গ্রুপে গ্রুপে দেখবেন অনেক পোষ্ট করা আছে যেমন : হোয়াটস এপে একটা ফাইল শেয়ারিৎ গ্রুপ খুলেছি যারা এড হতে চাও তারা নাম্বার কমেন্টে দাও । ঐখানে আপনার দিলে আপনাকে গ্রুপে এড করে দিবে এবৎ আপনি ঐ গ্রুপ থেকে বিভিন্ন মুভি , গেমস , এপস ডাউনলোড করতে পারবেন । এভাবে আপনি আনলিমিটেড ফ্রী নেট চালাতে পারবেন । কিছু তথ্য : এই প্যাকটা দিয়ে আপনি ৭ দিন আনলিমিটেড ফেসবুক , হোয়াটস এপ চালাতে পারবেন । এন্ড্রয়েডে ফেসবুক চালাতে হলে Facebook Lite এবৎ জাবা সিম্বিয়ানরা ফেসবুক এপস দিয়ে চালাতে পারবেন । এই প্যাক দিয়ে অপেরা বা অন্য ব্রাউজার দিয়ে ফেসবুক চলবে না । আপনি প্রতিদিন ৬০০ এমবি ব্যবহার করার পর স্পীড ২জি হয়ে যাবে কিন্তু আনলিমিটেড চলবে । কত এমবি ব্যবহার করেছেন তা জানতে ডায়াল *567#
এইভাবে ৭ দিন পর আবার এই প্যাকটা কিনে ফ্রী চালাতে পারবেন ।
অবশ্যই টিউমেন্ট করবেন আপনাদের টিউমেন্ট আমাকে উৎসাহ দেয় আজ এই খানেই বিদায় নিালাম দেখা হবে আগামি টিউনে।
আমি রায়হানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হা! হা! হা! এইটা তো সাবাই জানে এই ফ্রি নেটে সুধৃ whatsApp দিয়াই ডাউনলোড করা যাবে । এইটা কোন ফ্রি নেট হইল….????