আপনার গ্রামীনফোন সিমে ডাটার মেয়াদ আজ শেষদিন??? এবার খুব সহজে ডাটার মেয়াদ বাড়িয়ে নিন আরও ৩০ দিন। আশা করি অনেকের উপকারে আসবে।

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন???? আশা করি সবাই ভালই আছেন। কিছুদিন যাবত অনেকেই রিকুয়েস্ট করছে যে গ্রামীনফোনে এমবির মেয়াদ বাড়ানোর কোন উপায় দেন কিন্তু সময়ে অভাবে তা দেওয়া হচ্ছিল না। আজকে ফেসবুকে দেখলাম যে একজনের ৪০০ এমবির শেষ তারিখ আজ তাই দেরী না করে পোস্টটা দিয়েই দিলাম।

আগেই বলে রাখি আপনি এই ট্রিক দিয়ে এমবির মেয়াদ ৩০ দিন বাড়াতে পারবেন কিন্তু ৪ টাকা আপনার ব্যালেন্স থেকে কাটা হবে।

প্রথমে Google Chore দিয়ে নিচের লিংকে প্রবেশ করুন।

http://www.grameenphone.com/flexi-plan/

এবার একটা তালিকা দেখবেন। এবার ঔ তালিকা থেকে মিনিট ০ চাপুন আর ইন্টারনেট ৪ এমবিতে চাপুন।

এবার একটু নিচের দিকে আসুন। এবার Validity তে ৩০ চাপুন আর SmS এ ০ চাপুন।

তারপর নিচের দিকে Buy Now অপশন পাবেন। এবার ঔ Buy Now অপশনে ক্লিক করুন।

তারপরে দেখবেন নতুন একটা পেজ এসেছে। আর ঐ পেজে একটা বক্স পাবেন তখন ঐ বক্সে আপনার জিপি নম্বরটা দিন। তবে সিমে কিন্তু ৪ টাকা রাখবেন। তারপর একটু নিচের দিকে Continue অপশন তখন ঐ অপশন ক্লিক করুন।

Continue অপশনে ক্লিক ককরার পর আপনার ফোনে মেসেজে একটা কোড পাবেন। তারপর আবার একটা পেজ পাবেন তখন ওই পেজে একটা বক্স পাবেন। এবার মেসেজে পাওয়া কোডটা ঐ বক্সে দিন।

ব্যাস আপনার যদি ফোনে টাকা থাকে তাহলে আপনি ৪ এমবি পাবেন সাথে ১ মাস মেয়াদ। আশা করি বুঝতে পেরেছেন। আর কোন সমস্যা থাকলে বলতে পারেন।

আমার সাইটঃ http://trickround.com

Level 0

আমি শরাফত আহমেদ অনন্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হা হা হা । জানা ছিল ।

এই সময় যদি আমি টকটাইম না কিনি তবে কি আমার আগের টকটাইমের মেয়াদ বৃদ্ধি পাবে?

আমি এই ভাবেই use করি। ধন্যবাদ শেয়ার করার জন্য। flexi-plan এর মাধ্যমে অন্য নাম্বারেও মেসেজ/নেট/মিনিট ইত্যাদি gift করা যায় । এইটা সব থেকে বেশি কাজে লাগে আমার 🙂
ধন্যবাদ শেয়ার করার জন্য| যারা জানে না তাদের কাজে দিবে 🙂

Level 0

পু‌র্বে আমার য‌দি mb থাক‌তো তাহ‌লে 4 mb এর প্যাকেজ নি‌লে ২০ এম‌বি use করার পর internet আর use করা যেতনা।
এখন Flexi plan এ যে‌য়ে আ‌মি যদি 4 mb ৩০ দি‌নের মেয়া‌দে এক‌টিভ ক‌রি তাহ‌লে কি আ‌মি ই‌চ্ছেমত use কর‌তে পার‌বো? না‌কি 20 mb use করার পর বন্ধ হ‌য়ে যা‌বে? #Admin

Thanks for sharing bro :mrgreen:

Level 2

অনেক ভাল পোস্ট। কিন্তু আমার তো Android মোবাইলটা সার্ভিসইং সেন্টার এ। এখন জাভা মোবাইল দিয়ে মেয়াদ বাড়ানোর কোন কৌশল আছে কি?

wowbox থেকে Free তে 20mb নিন প্রতিদিন মেয়াদ হবে ২ মাস!

VAI JA Kono package active thakla 4m kinla adjust hoya jaba aga too gp ta ja package aa ase otai kinta hoba naila purano volume bad hoya jato.tell me . plz .