আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন???? আশা করি সবাই ভালই আছেন। কিছুদিন যাবত অনেকেই রিকুয়েস্ট করছে যে গ্রামীনফোনে এমবির মেয়াদ বাড়ানোর কোন উপায় দেন কিন্তু সময়ে অভাবে তা দেওয়া হচ্ছিল না। আজকে ফেসবুকে দেখলাম যে একজনের ৪০০ এমবির শেষ তারিখ আজ তাই দেরী না করে পোস্টটা দিয়েই দিলাম।
আগেই বলে রাখি আপনি এই ট্রিক দিয়ে এমবির মেয়াদ ৩০ দিন বাড়াতে পারবেন কিন্তু ৪ টাকা আপনার ব্যালেন্স থেকে কাটা হবে।
প্রথমে Google Chore দিয়ে নিচের লিংকে প্রবেশ করুন।
→ http://www.grameenphone.com/flexi-plan/
এবার একটা তালিকা দেখবেন। এবার ঔ তালিকা থেকে মিনিট ০ চাপুন আর ইন্টারনেট ৪ এমবিতে চাপুন।
এবার একটু নিচের দিকে আসুন। এবার Validity তে ৩০ চাপুন আর SmS এ ০ চাপুন।
তারপর নিচের দিকে Buy Now অপশন পাবেন। এবার ঔ Buy Now অপশনে ক্লিক করুন।
তারপরে দেখবেন নতুন একটা পেজ এসেছে। আর ঐ পেজে একটা বক্স পাবেন তখন ঐ বক্সে আপনার জিপি নম্বরটা দিন। তবে সিমে কিন্তু ৪ টাকা রাখবেন। তারপর একটু নিচের দিকে Continue অপশন তখন ঐ অপশন ক্লিক করুন।
Continue অপশনে ক্লিক ককরার পর আপনার ফোনে মেসেজে একটা কোড পাবেন। তারপর আবার একটা পেজ পাবেন তখন ওই পেজে একটা বক্স পাবেন। এবার মেসেজে পাওয়া কোডটা ঐ বক্সে দিন।
ব্যাস আপনার যদি ফোনে টাকা থাকে তাহলে আপনি ৪ এমবি পাবেন সাথে ১ মাস মেয়াদ। আশা করি বুঝতে পেরেছেন। আর কোন সমস্যা থাকলে বলতে পারেন।
আমার সাইটঃ http://trickround.com
আমি শরাফত আহমেদ অনন্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হা হা হা । জানা ছিল ।