যেভাবে আপনার ব্লগ এর টাইটেল ট্যাগ বদলাবেন (যেমনঃ আপনার পেজের নাম:আপনার ব্লগের টাইটেল)

undefined

আপনি যখন আপনার একটা ব্লগ বানার তখন আপনি আপনার কোন পোস্ট ওপেন করলে আপনার ব্রাউজার এ টাইটেল বারে দেখতে পান যেঃ ''আপনার ব্লগের নামঃআপনার পেজের নাম'' আর আপনার ব্লগের নাম যদি বড় হয় তাহলে সার্চ ইঞ্জিনে আপনার ব্লগ সার্চ করা সমস্যা হয় কারন সে আগে আপনার টাইটেল ইডেক্স (Index)  করে এবং সার্চ করার সময় আপনার টাইটেল টা আগে দেখাই। এখন আপনার ব্লগের টাইটেল যদি বড় হয় তাহলে পোস্ট এর নাম তো দেখা যাবেনা। এই কারনে আপনার ভিজিটর ও বাড়বে না। এখন যদি আপনার ব্লগের টাইটেল টা যদি ''আপনার পোস্টের নাম:আপনার ব্লগের নাম'' তাহলে আপনি বলুন কেমন হয়। আমার মতে তো ভালই হয়।

চিত্র টি বড় দেখতে চাইলে চিত্রের উপরে ক্লিক করুন
undefined

যদি আপনাদের দরকার হয় তাহলে নিচের নিচের নিয়ম অনুযায়ী করে নিনঃ

প্রথমে ড্যাশবোর্ড এ লগিন করে আপনার যে ব্লগে এটা সেট করবেন সে ব্লগের Design (ডিজাইন) এ ক্লিক করুন তারপর Edit HTML (HTML সম্পাদনা) তে ক্লিক করে Expand Widget Templates  (উইজিট টেমপ্লেটগুলি বিস্তৃত করুন) ও ক্লিক করতে হবে।

এখন নিচের চিত্রে দেখান কোড টি খুজুনঃ

চিত্র টি বড় দেখতে চাইলে চিত্রের উপরে ক্লিক করুন

এবার সেই কোড টুকু নির্বাচন (Select) করে নিচের দেখান কোড টুকু রিপ্লেস (Replace) করুন এবং টেমপ্লেট সংরক্ষণ করুন (Save Template) এ ক্লিক করুন।

<b:if cond='data:blog.pageType == &quot;index&quot;'>
<title><data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>
</b:if>

এখন আপনি আপনার যেকোন একটি পোস্ট করে ফলাফল দেখে নিন।

কিছুদিন পর গুগলে সার্চ ইঞ্জিনেও ফলাফল দেখতে পাওয়া যাবে।

যারা এডবি ফটোশপ শিখতে ইচ্ছুক তারা আমার ব্লগ দেখতে পারেন

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল জিনিস দিয়েছেন ।

    @হিমায়িত দিহান ভাই আপনাকে ধন্যবাদ

ধন্যবাদ সুন্দর একটা টিপস শেয়ার করার জন্য।
আর আপনি একটা কাজ করতে পারেন ফটশপ নিয়ে একটা ধারাবাহিক টিউন আরম্ভ করে দিতে পারেন।

    ইহা আসলে বলার বাইরে পরিশ্রমের কাজ। সময় অনেক যাবে।

    আসলে ধারাবাহিক পারবনা ! তবে আমাদের সাথে সহজ করে কিছু সেয়ার করার জন্য ফটোশপ নিয়ে টিউন করব!
    ধন্যবাদ!

Vi hoy na to pls help me code ta notpada save kora amar mail a aktu send kora deba? Pls vi dan na
[email protected]

    ভাইজান আপনি মনে হয় বুঝতে পারছেন না! চিত্রের মধ্যে যে হলুদ কালার এর কোড টুকু আছে সে কোড টুকুর ডিলেট করে দিন। এবং তার পরিবর্তে নিচের কোড টুকু পেস্ট করুন এবং সেভ করুন। ধন্যবাদ

আমার কাজ হইয়া গেছে
ধন্যবাদ ভাইয়া
http://www.sahosblog.blogspot.com

কিছু নতুন জিনিস জানলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

http://maketakaonline.com

আল আমিন তোমাকেও ধন্যবাদ!

Level 0

ভাই আমার এই মেসেজ দেখায় “ Your template could not be parsed as it is not well-formed. Please make sure that all XML elements are closed properly.
XML error message: Open quote is expected for attribute “{1}” associated with an element type “cond”.” কি করব সমাধান দিলে ভালো হয়।

    Level 0

    এই কোডটি দিলে কোন এরর দেখায় ন‍া



    কিন্তু আপনার টা দিলে এরর দেখায়।

    @জাভেদ ভাই আপনি হয়তো কোড লিখতে ভুল করেছেন।

    আরও একটা কথা সেটা হলঃ সব টেম্পলেট এ কাজ নাও করতে পারে তাই আপনি আপনার টেম্পলেট চেঞ্জ করে দেখতে পারেন

Vai Amar 1ta tumblr.com blog ase. je kono template use korlei customize a Invalid HTML dekhay. Ki korbo?