আপনি যখন আপনার একটা ব্লগ বানার তখন আপনি আপনার কোন পোস্ট ওপেন করলে আপনার ব্রাউজার এ টাইটেল বারে দেখতে পান যেঃ ''আপনার ব্লগের নামঃআপনার পেজের নাম'' আর আপনার ব্লগের নাম যদি বড় হয় তাহলে সার্চ ইঞ্জিনে আপনার ব্লগ সার্চ করা সমস্যা হয় কারন সে আগে আপনার টাইটেল ইডেক্স (Index) করে এবং সার্চ করার সময় আপনার টাইটেল টা আগে দেখাই। এখন আপনার ব্লগের টাইটেল যদি বড় হয় তাহলে পোস্ট এর নাম তো দেখা যাবেনা। এই কারনে আপনার ভিজিটর ও বাড়বে না। এখন যদি আপনার ব্লগের টাইটেল টা যদি ''আপনার পোস্টের নাম:আপনার ব্লগের নাম'' তাহলে আপনি বলুন কেমন হয়। আমার মতে তো ভালই হয়।
প্রথমে ড্যাশবোর্ড এ লগিন করে আপনার যে ব্লগে এটা সেট করবেন সে ব্লগের Design (ডিজাইন) এ ক্লিক করুন তারপর Edit HTML (HTML সম্পাদনা) তে ক্লিক করে Expand Widget Templates (উইজিট টেমপ্লেটগুলি বিস্তৃত করুন) ও ক্লিক করতে হবে।
এখন নিচের চিত্রে দেখান কোড টি খুজুনঃ
এবার সেই কোড টুকু নির্বাচন (Select) করে নিচের দেখান কোড টুকু রিপ্লেস (Replace) করুন এবং টেমপ্লেট সংরক্ষণ করুন (Save Template) এ ক্লিক করুন।
<b:if cond='data:blog.pageType == "index"'>
<title><data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>
</b:if>
এখন আপনি আপনার যেকোন একটি পোস্ট করে ফলাফল দেখে নিন।
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল জিনিস দিয়েছেন ।