অনেক সময় অনেক কারন বসত আমাদের আইপি (IP) হাইড করে রাখতে হয়। আজ আমি যে সফটওয়্যার নিয়ে আলচনা করছি তার নাম Platinum Hide IP এই সফটওয়্যার টি দারুন কাজের কারন এটি দিয়ে যেকোন দেশের আইপি দেয়া যায় ফলে আপনারা একটু বেশি সুবিধা ভোগ করতে পারবেন। এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করেনিন (Password: http://www.amaderforum.com) সাথে সাথে ফায়ারফক্স একটি এড-অন্স ইন্সটল করতে চাইবে তা সম্পুর্ন করুন। এখন সফটওয়্যার টি ওপেন করলেই আপনি আপনার আসল আইপি টি দেখতে পাবেন। সেখানে Hide IP তে ক্লিক করলেই আপনার আসল আইপি হাইড হয়ে যাবে এবং নতুন একটি ওপেন হয়ে যাবে। প্রয়োজনে আপনি Check আইপি তে ক্লিক করে আপনার আইপি দেখে নিতে পারেন যে কাজ করছে কিনা। এবং Choice IP From Country তে ক্লিক করে দেশ নির্বাচন করে নিতে পারেন। এই সফটওয়্যার টি মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার ও অপেরা তে কাজ করবে।
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা ধরা খাওয়া প্রক্সি ইউস করে। এটা ইউস করে whatismyip.com এ যান বলবে প্রক্সি ডিটেক্টেড । কিন্তু অন্য গুলো তে বলেনা। আর এটা সব ব্রাউজার সাপোর্ট করেনা। ধন্যবাদ।