“1 জিবি 100 টাকা 30 দিন 512 kbps স্পীড”

দয়া করে শেয়ার করুন..
"1 জিবি 100 টাকা 30 দিন 512 kbps স্পীড"
মোবাইল কোম্পানিগুলো কমদামে ব্যান্ডউইথ কিনে চড়া দামে বিক্রি করছে আমাদের কাছে অত্যন্ত নিম্নমানের স্পীড দিয়ে আর প্যাকেজের নামে প্রতারণা করে..টাকা পাচার করছে বিদেশে..রীতিমতো বাশ দিয়ে যাচ্ছে আমাদেরকে..এইসব দাবি দাওয়ার আন্দোলন হয়েছে অনেক..কিছুই হয়নি, হবেওনা..পৃথিবীর কোন আন্দোলনই শাসকগোষ্ঠী কিংবা শক্তিশালী বিরোধী পক্ষ ছাড়া সম্ভব হয়নি..আর আমরা এই ব্যাপারে কখনোই সফল হবোনা মিথ্যা আর প্যাঁচালো আশ্বাস ছাড়া কারন এই দুই পক্ষ কখনোই আমাদের সহায়তা করবেনা কমিশনের লোভে...
এখন সময় এসেছে পাল্টা জবাব দেয়ার, বাশের মাথাটা ঘুরিয়ে দেয়ার..এবং অবশ্যই সবার প্রথমে গ্রামীণফোন..কারন ইন্টারনেট ছাড়া আমরা থাকতে পারবোনা..তাই একসাথে সবাইকে বাশ দেয়া যাবেনা..যেহেতু অধিকাংশ লোকেরই দুটো সিম আছে কিংবা ডুয়েল সিম সেট আছে তাই সবাই একটা শুভদিন(!) দেখে জিপিকে বাশ দেয়া স্টার্ট করি..ঐদিন সবার জিপি সিম টোটালি বন্ধ থাকবে শুধুমাত্র কেউ যদি ফ্রি ইউজ করতে পারেন তারা ছাড়া...আর অন্য সিমটা ইউজ করবেন সেদিন..এভাবে বাকি কোম্পানি গুলোকেও বাশ দেয়া হবে পর্যায়ক্রমে..আশা করি নেট গুরূরা এই ব্যাপারটা ঠিক করবেন।
আমাদের এখন দাবি একটাই..1 জিবি 100 টাকা -30দিন..512 কেবিপিএস.
কোন ভন্ডামী চলবেনা..রাতের বেলা, সন্ধ্যাবেলা, 3 দিন, 15 দিন..এইসব হবেনা..সোজা কথা..1 জিবি 100টাকা 30 দিন..512 কেবিপিএস স্পীড..
একটা কথা আছে..বাংগালী একাই একশ,কিন্তু একশ বাংগালী এক হতে পারেনা..
আসুন আমরা দেখিয়ে দিই "আমরাও পারি".. গর্জে উঠি আরেকবার.. মাত্র একটা দিনই তো, নাকি? অনেকেই হয়তো বলবেন একদিনে কি হবে? একবার ভাবুন একদিনে আপনার ব্যয় কত আর ওদের ইনকাম কত?
মনে রাখবেন এ প্রতিবাদ যুদ্ধ বিদেশী বেনিয়া গোষ্ঠীর বিরুদ্ধে যারা কম দামে ভালো জিনিস কিনে অত্যন্ত নিম্নমানের জিনিস খুবই চড়া দামে বিক্রি করছে..এ যুদ্ধ দীর্ঘদিনের চলমান শোষণের বিরুদ্ধে ..
দয়া করে এই পোস্টটি কপি করুন, শেয়ার করুন বিভিন্ন পেজে,গ্রুপে..রিলেটেড আনরিলেটেড যেকোন গ্রুপে..কোন ক্রেডিট দেয়া লাগবেনা..
একটি ঝড় আসছে, সবাই প্রস্তুত থাকুন...

নিচের টিউনটি থেকে অনুপ্রানিত হয়ে...

এখন প্রতি জিবি ইন্টারনেট মাত্র ২০ টাকায় ! মেয়াদ ১ বছর !

Level 0

আমি শুভ সকাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কিছু মনে কইরেন না্। আমি আপনাদের দাবীর পক্ষেই আছি। কিন্তু কথা হইলো “1 জিবি 30 দিন 512 kbps স্পীড” !!!!! তাইলেতো ভাই ডাটা দেখে দেখে রাইখা দিতে হবে শাক রান্না করে আর খাওয়া যাবে না। ডাটার দিকে শুধু তাকাইয়া থাকতে হবে। দৃষ্টিটা আর একটু উপরের দিকে উঠান। ১ এমবিপিএস ৩০ দিন আনলিমিটেড ৫০০ টাকা। জানি আমাদের দেশের প্রেক্ষাপটে ৫০০ টাকা দিয়ে অনেকের নেট ব্যবহার করার সমার্থ্য নাই। তাদের জন্য ছোট ছোট প্যাকেজের ব্যবস্থা করতে হবে।তারা সপ্তাহে ২/১ দিন ভাল মন্দ খাবে। তাদের সামর্থটাও বুঝতে হবে প্রত্যেক দিন তো পোলাও/বিরিয়ানী চাইলে হবে না। প্রত্যেক দিন পোলাও/বিরিয়ানী খাইতে চাইলেতো একটু খরচ করতেই হবে।

এরকম না হলেও 30দিন মেয়াদে
1GB=100 256kbps
2GB=200 512Kbps
3GB=260 512Kbps
5GB=500 1Mbps
এরকম হলেই তো আমরা খুশি থাকি । তাওতো হয়না । টেলিটক নেটওয়ার্ক পেলে এদের কবে ফেলে দিতাম । তাই সব দোষ টেলিটক তথা সরকারি সংস্থার ।

https://www.techtunes.io/tuner/shuvo-sokal ভাই আপনি যে টিউন দেখে অনুপ্রাণিত হয়ে এ টিউনটি করেছে তাতে তো ২০ টাকায় ১ জিবি ১ বছরের জন্য দাবি করা হয়েছে । কিন্তু তার মধ্যে আপনি চাইলেন ১০০ টকায় ১ জিবি ৩০ দিন । ব্যাপারটি কি দাড়াঁয় ? বুঝলাম না ।

    @সানা উল্লাহ সানু: ভাই, ১ জিবি ১ বছর!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ডাটা কি সে খরচ করবে না কল্পনা করবে আহ্‌ আমার কাছে ১ জিবি ডাটা আছে! আহ্‌ কি আনন্দ আকাশে বাতাসে আমি ১ জিবি ডাটার মালিক। ১জিবি ডাটা কি সে ব্যবহার করবে না কৌটাতে ভরে রাখবে।

Level 2

ভাইরে, ১ জিবি ১০০ (১৩০) টাকা টেলিটকেই আছে, এয়ারটেল দিয়া মাঝে মাঝে ১০০ টাকায় ১ জিবির অফার দিয়া মেসেজ দেয়। ১০-২০ টাকায় ১ জিবি লাগবে।

অনুপ্রাণিত হয়ে লিখলেন ভালো কথা … তবে আগের টিউনের তুলনায় দামটা বেশি ধরে ফেলেছেন।

Amar 2G speed ei 8 GB lage mase ,tai 3G calai na. 3G calale monthly koto je bill asbe.

@মাসুদুর রহমান: খুবই দুঃখের বিষয় হচ্ছে যে আমরা একশ বাংগালী এক হতে পারিনা..আপনি যখন একদফা দাবি করবেন তখন মনে রাখতে হবে আপনি কোথায় আছেন আর কোথায় যেতে চাইছেন? আপনি হয়তো জানেন যে বিটিআরসির নির্দেশনায় থ্রিজির সর্বনিম্ন 512 kbps দেয়া আছে..আর এটা রান্না ও হয়..তবে আপনি যদি প্রেসার কুকারে রান্না করতে চান তাহলে আপনাকে আলাদা খরচ করে সেটা কিনতে হবে..আপনি 500 টাকায় আনলিমিটেডের কথা বলছেন..আচ্ছা আনলিমিটেড বলতে কিছু আছে কি? টেলিটক দিচ্ছে 25-40 জিবি প্রায় 1300 টাকায়..অন্য রা 8-10 জিবি..আমদের এমন কোন দাবি করা উচিত হবেনা যেটা আদৌ তারা দিতে পারবে কিনা জানিনা ..তবে আপনি আপনার বেতন তিন টাকা থেকে তিনশ টাকা দাবি করলে যেটা হবে সেটা হচ্ছে আবার তাদের মুখরোচক প্রতারণা মুলক প্যাকেজের সুযোগ করে দেয়া..সবশেষে একটা কথা বলব পকেট আর পজিশন অনুযায়ী অফিসের সবাই কিন্তু গাড়ি পায়না..আর আলাদিনের চেরাগ সবার হাতে থাকলে সেটার অপব্যবহার ই হবে সবচেয়ে বেশি..

@মোঃ আসাদউল্লাহ আসাদ: সহমত..তবে স্পীড সর্বনিম্ন 512 kbps..

@ghosthost: আপনি যদি কোন একদফা দাবি করবেন তখন সেটা অবশ্যই যুক্তিসংগত হতে হবে…আর যদি চান যে একটা কিছু পেলেই হল, তবে এক জিবি ফ্রি চাইলেও সমস্যা নাই. তখন এরা আবার আমাদের নিয়ে খেলবে..আর এক জিবি সর্বনিম্ন হচ্ছে টিটিতে…260 টাকা…আপনি যেটা বলছেন সেটা অফার…আমাদের দাবি মাসিক রেট কমানোর..আর তখন অফার কিংবা শর্ট প্যাকেজের দাম এমনিতেই আরো কমে যাবে..টিটিতে তো 80 টাকায়ও এক জিবি আছে..তবে তিনদিন..বর্নমালা সবার জন্য নয়..রবিতে 34 টাকায় 500 এমবি…আমাদের উদ্দেশ্য মাসিক প্যাকেজের রেট কমানো..মুখরোচক প্রতারণার ফাদে পড়া নয়..

20 takay 1GB hole apner mission a namtam….100 takay 1GB tu eakhon E pai….

vai apnar kthar sthe ekmot hoite parlam na jodi operator 14tk dia 1gb kine taile amra 100tk dia 1gb ken kinbo vai. r vai ekhon amader eI 1gb dia o kisu hoy na. Dhakay jodi 1.2mbps broadband 500tk e dey tahole amra ken pai na. sudhui dhakay ISP holder ra thake r onno district e dey 512kbps 1000tk r speed dey 64kbps! othoco dhakay brbroadband 550+kbps. tahle amra ken pai na. eta nie amra keu matha ghatai na.