দয়া করে শেয়ার করুন..
"1 জিবি 100 টাকা 30 দিন 512 kbps স্পীড"
মোবাইল কোম্পানিগুলো কমদামে ব্যান্ডউইথ কিনে চড়া দামে বিক্রি করছে আমাদের কাছে অত্যন্ত নিম্নমানের স্পীড দিয়ে আর প্যাকেজের নামে প্রতারণা করে..টাকা পাচার করছে বিদেশে..রীতিমতো বাশ দিয়ে যাচ্ছে আমাদেরকে..এইসব দাবি দাওয়ার আন্দোলন হয়েছে অনেক..কিছুই হয়নি, হবেওনা..পৃথিবীর কোন আন্দোলনই শাসকগোষ্ঠী কিংবা শক্তিশালী বিরোধী পক্ষ ছাড়া সম্ভব হয়নি..আর আমরা এই ব্যাপারে কখনোই সফল হবোনা মিথ্যা আর প্যাঁচালো আশ্বাস ছাড়া কারন এই দুই পক্ষ কখনোই আমাদের সহায়তা করবেনা কমিশনের লোভে...
এখন সময় এসেছে পাল্টা জবাব দেয়ার, বাশের মাথাটা ঘুরিয়ে দেয়ার..এবং অবশ্যই সবার প্রথমে গ্রামীণফোন..কারন ইন্টারনেট ছাড়া আমরা থাকতে পারবোনা..তাই একসাথে সবাইকে বাশ দেয়া যাবেনা..যেহেতু অধিকাংশ লোকেরই দুটো সিম আছে কিংবা ডুয়েল সিম সেট আছে তাই সবাই একটা শুভদিন(!) দেখে জিপিকে বাশ দেয়া স্টার্ট করি..ঐদিন সবার জিপি সিম টোটালি বন্ধ থাকবে শুধুমাত্র কেউ যদি ফ্রি ইউজ করতে পারেন তারা ছাড়া...আর অন্য সিমটা ইউজ করবেন সেদিন..এভাবে বাকি কোম্পানি গুলোকেও বাশ দেয়া হবে পর্যায়ক্রমে..আশা করি নেট গুরূরা এই ব্যাপারটা ঠিক করবেন।
আমাদের এখন দাবি একটাই..1 জিবি 100 টাকা -30দিন..512 কেবিপিএস.
কোন ভন্ডামী চলবেনা..রাতের বেলা, সন্ধ্যাবেলা, 3 দিন, 15 দিন..এইসব হবেনা..সোজা কথা..1 জিবি 100টাকা 30 দিন..512 কেবিপিএস স্পীড..
একটা কথা আছে..বাংগালী একাই একশ,কিন্তু একশ বাংগালী এক হতে পারেনা..
আসুন আমরা দেখিয়ে দিই "আমরাও পারি".. গর্জে উঠি আরেকবার.. মাত্র একটা দিনই তো, নাকি? অনেকেই হয়তো বলবেন একদিনে কি হবে? একবার ভাবুন একদিনে আপনার ব্যয় কত আর ওদের ইনকাম কত?
মনে রাখবেন এ প্রতিবাদ যুদ্ধ বিদেশী বেনিয়া গোষ্ঠীর বিরুদ্ধে যারা কম দামে ভালো জিনিস কিনে অত্যন্ত নিম্নমানের জিনিস খুবই চড়া দামে বিক্রি করছে..এ যুদ্ধ দীর্ঘদিনের চলমান শোষণের বিরুদ্ধে ..
দয়া করে এই পোস্টটি কপি করুন, শেয়ার করুন বিভিন্ন পেজে,গ্রুপে..রিলেটেড আনরিলেটেড যেকোন গ্রুপে..কোন ক্রেডিট দেয়া লাগবেনা..
একটি ঝড় আসছে, সবাই প্রস্তুত থাকুন...
নিচের টিউনটি থেকে অনুপ্রানিত হয়ে...
আমি শুভ সকাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই কিছু মনে কইরেন না্। আমি আপনাদের দাবীর পক্ষেই আছি। কিন্তু কথা হইলো “1 জিবি 30 দিন 512 kbps স্পীড” !!!!! তাইলেতো ভাই ডাটা দেখে দেখে রাইখা দিতে হবে শাক রান্না করে আর খাওয়া যাবে না। ডাটার দিকে শুধু তাকাইয়া থাকতে হবে। দৃষ্টিটা আর একটু উপরের দিকে উঠান। ১ এমবিপিএস ৩০ দিন আনলিমিটেড ৫০০ টাকা। জানি আমাদের দেশের প্রেক্ষাপটে ৫০০ টাকা দিয়ে অনেকের নেট ব্যবহার করার সমার্থ্য নাই। তাদের জন্য ছোট ছোট প্যাকেজের ব্যবস্থা করতে হবে।তারা সপ্তাহে ২/১ দিন ভাল মন্দ খাবে। তাদের সামর্থটাও বুঝতে হবে প্রত্যেক দিন তো পোলাও/বিরিয়ানী চাইলে হবে না। প্রত্যেক দিন পোলাও/বিরিয়ানী খাইতে চাইলেতো একটু খরচ করতেই হবে।