ফ্রিলেন্স আয়ের ভিডিও টিউটরিয়াল সাইট

১ মাসের জন্য কলকাতায় বেড়াতে যাওয়ায় techtune থেকে অনেক দূরে ছিটকে পড়েছিলাম।অনেক মিস করেছি টেক ফ্যামেলির সদস্যদের।তবে মোবাইল থেকে ব্রাইজ করেছি প্রায়ই।

অনলাইনে আয়ের জন্য যারা মাসের পর মাস খেটেছেন অথছ আয়ের মুখ দেখেন নি কেবল তারাই জানেন এখানে দক্ষতার মূল্য কতটা?একথা আপনারা যেমন বুঝতে পেরেছেন তেমনী আমরা বলে এসেছি..এখন আপনার মনোভাব কি?আয়ের আশা ছেড়ে দিবেন পরাজিতদের মত! নাকি নিজেকে দক্ষ করে গড়ে তুলবেন বিজয়ীদের মত করে।
যারা বিজয়ীদের মত দক্ষ হতে চান তাদের জন্য আমি যতটা সময় করতে পারি সহায়তা দেয়ার আশ্বাস দিতে পারি।আবারো বলছি..যতটা সময়ে কুলাতে পারি ততটা ফ্রি সহায়তা দেব।
আমি ও আমার টিমের নির্ধারিত কিছু সদস্য ফ্রিলেন্স সাইটে আয়ের নিয়ম ও লিংক নিয়ে অতীতে অনেক টিউন করেছে..গর্জন নামের টিউনারের কথা কি আপনাদের মনে আছে?সে ও আমি একটা আইটি সাইটে কাজ করি এবং ফাঁকে ফাঁকে আপনাদের কিছুটা বিরক্ত করি(যারা মনে করেন অনলাইনে আয় বলতে সব ভুয়া তাদের তো বিরক্তই করি)।
গর্জন ও আমার নামে আলাদা আলাদা টেকটিউন আইডি থাকলেও এই আইডিটি আমরা দুজনেই ব্যবহার করি।গর্জন নিজেকে একটু আড়ালে রাখতে প্রচন্দ করলেও আমি আমার ওই বন্ধু থেকে এ ক্ষেত্রে ডিফরেন্ট।

যাই হোক,আমার আজকের টাউনের শিরোনাম যেন কি??
ও হ্যা,'ফ্রিলেন্সার সাইটের ভিডিও টিউটরিয়াল সাইট'।মূল বক্তব্য থেকে অনেক দূরে সরে এসেছি বলে ক্ষমা চাইছি...এখন আপনাদের সেই সাইটটির ঠিকানা দেব যেখানে প্রবেশ করে আপনি বাংলা ভাষায় ভিডিও টিউটরিয়াল দেখে শিখতে পারবেন ফ্রিলেন্সার ডট কম সাইট সহ গ্রাফিক্স ডিজাইনের টিউটরিয়াল।কয়কদিন পর পর নতুন টিউটরিয়াল আপলোড করা হয়।সাইটটি হল- Your free online learning school. আমাদের মালটিমিডিয়া গ্রুপে আয় করার সাইট OHOM GROUP LT. সাইটটিতে আপনাদের স্বাগতম।সবাই ভাল থাকুন..

বি.দ্র. আমার আজকের পোষ্টটি যদি টেক নীতিমালার বাইরে হয় তবে কর্তৃপক্ষ আমার টিউনটি ডিলেট করে দিলে আমার কোন আপত্তি থাকবে না।।আল্লাহ হাফেজ.

Level 2

আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার বাংলা সাইটটা কোথায়?

ভিডিও দেখতে ৫০ টাকা লগে মনে হয়,নাকি?

    freelancer.com সাইটের a 2 z মোট ১৪ টি ফ্রি ভিডিও দেখতে পারবেন।গ্রাফিক্স ডিজাইনও শেখানো হচ্ছে।তবে অনলাইনে আয়ের টুটাল প্যাকেজ (প্রায় শতাধিক ভিডিও) দেখতে নাম মাত্র মূল্য নেয়া হচ্ছে।ডাউনলোড করার সুযোগ আছে।

কিছু কইতে চাইছিলাম….. কইলামনা।

    কইয়া ফালান।পেটে থাকলে সমস্যা হইবার পারে।আর আমারে যদি অপমান করবারও চান,,,তাতে কোন সমস্যা নাই।অপমান হজম করার ক্ষমতা আমার আছে।আপনি পেটের মধ্যে কথাটি চেপে যে কষ্টে আছেন তাতে আমারও যে খারাফ লাগছে….ও ভাইজান,ককককইইইইয়ায়ায়ায়া ফালান..

তবুও তুমি সুখী হও।

আপনার সাইটের ভিডিওগুলো মনে হচ্ছে আল-হেরা মাল্টিমিডিয়ার টিউটোরিয়াল থেকে নেয়া? যদি তাই হয়, তবে আইনগত ঝামেলা এড়াতে এখনই সরিয়ে ফেলুন। আল-হেরা মাল্টিমিডিয়ার টিউটোরিয়ালগুলি কপিরাইট নিবন্ধিত। ফরিদ আহম্মেদ (আল-হেরা মাল্টিমিডিয়া)