২০১৫ সালের অসম্ভব জনপ্রিয় এবং কাজের কিছু ওয়েব টুল। যে টুলগুলো ২০১৪ থেকে আমাদের সবার কাছে সেরা। কি ব্যবহার করবেন না সেরা ওয়েবটুলগুলো? একবার হলেও টুলগুলো আপনার ব্যবহার করে দেখা উচিত।

হ্যালো টেকটিউনস কমিউনিটি কেমন আছেন সবাই? বসেন্তের এই শেষ সময়ে কোকিলের মিষ্টি সুরের মাঝে আমি চলে আসলাম আপনাদের মাঝে একদন নতুন টপিকস নিয়ে। ওয়েব টুল, সফটওয়্যার বা অ্যাপ আমাদের অনলাইন প্রেজেন্সকে অনেক বেশি শক্ত করে, সাথে সাথে কিছু কাজকে সহজ করে দেয়।

আপনার প্রতিদিনের ওয়েব কাজকে সহজ করতে এইসব ওয়েবটুলের জুড়ির শেষ নাই। কোন না কোন ভাবে আমরা আমাদের নিত্য-নতুন প্রয়োজন মেটানোর জন্য এই টুলকে সামনে আনতেই হয়।

ঠিক এই রকমই কিছু ওয়েব টুল যা ২০১৪ থেকে খুব বেশি ব্যবহার হয়ে আসছে, যা এখনও আমাদের কাজকে অনেক বেশি সহজ করছে। প্রযুক্তি বিশ্লেষকরা গবেষণায় এই টুলগুলোকে ব্যবহার এবং রেটিং এর ভিত্তিতে আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা আজ সেই টুলগুলো সম্পর্কে জানবো। তাহলে আমরা সেই টুলগুলো ব্যবহারও করতে পারবো নিজেদের প্রয়োজন অনুসারে। আসুন তাহলে দেখে নিই সেই সব টুলগুলা সম্পর্কে।

ওয়েব টুল

অসম্ভব জনপ্রিয় এবং কাজের সেই সব ওয়েব টুলঃ

১) ইনফো গ্রাম (Infogram)

ইনফো গ্রাম (Infogram) বর্তমানে খুব জনপ্রিয়। এক পলকে সহজে পাঠকের সামনে তুলে ধরার জন্য এটি এখন বহুল ব্যবহৃত হয়ে আসছে। রেস্পন্সিভ গ্রাফ এবং চার্ট তৈরির জন্য এই টুল খুব ব্যবহার হচ্ছে। এই টুলটি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। যদিও প্রিমিয়াম ভার্সনে আপনি প্রাইভেটলি ব্যবহার সহ আরও অনেক সুযোগ পাবেন।

ইনফো গ্রাম (Infogram)

২) আপ হেইল (Up Hail)

Uber বা অন্যান্য ট্যাক্সি সার্ভিসের এক্সট্রা চার্জ কমাতে আপ হেইল (Up Hail) বহুল ব্যবহৃত। এটি এমনি একটি ট্যাক্সি সার্ভিস যা আপনাকে Uber বা অন্যান্য ট্যাক্সি সার্ভিসের বিভিন্ন সেবা ব্যবহার করতে পারবেন তবে এক্সট্রা সার্ভিস ছাড়া। এটা আপনাকে তাদের ফ্রি ট্যাক্সি খুজে পেতে সহযোগিতা করবে তবে চার্জ আপনি কমে পেয়ে যাবেন। এই সেবা আমাদের মতো দেশে এখনও প্রচলিত না।

আপ হেইল (Up Hail)

৩) গুগল ইনবক্স (Google's Inbox)

ইমেইল সেবা যাদের খুব বেশি প্রয়োজন তাদের জন্য এটি খুব কার্যকরী। গুগল ইনবক্স আপনাকে অনেক সহজে এই কাজ করে দিবে। খুব ফার্স্টলি এটি আপনি ব্যবহার করতে পারবেন। যদিও অনেক ইউজার গুগল ইনবক্স বিভিন্ন থার্ড পার্টি সেবার সমন্বয় মনে করেন।  তবে গুগল এটিকে আরও উন্নত করতে পারে বা করছে। খুব দ্রুত মেইল সেবার জন্য এটি খুব কার্যকরী।

গুগল ইনবক্স (Google's Inbox)

৪) অভার-কাস্ট (Overcast)

পোডকাস্ট এডিক্টদের জন্য অভার-কাস্ট (Overcast) খুব উপকারি অ্যাপেল অ্যাপ। অভার-কাস্ট (Overcast) দিয়ে আপনি খুব সহজে প্লেলিস্ট নিয়ন্ত্রন করতে পারবেন। প্লে স্পিড, ভলুম নিয়ন্ত্রণ করার জন্য এটি খুব কার্যকরী। আপনি ফ্রিতেই এটি ব্যবহার করতে পারবেন।

অভার-কাস্ট (Overcast)

৫) নুজেল (Nuzzel)

নুজেল (Nuzzel) খুব কার্যকরী একটি অ্যাপ। আপনি নুজেল (Nuzzel) ফেসবুক এবং টুইটারের মাধ্যমেই ব্যবহার করতে পারবেন। অ্যাপটি আপনার বন্ধুদের মধ্যে সবথেকে আলোচিত বা প্রয়োজনীয় ঘটনা সরাসরি আপনার মেইলে আপনাকে জানাবে। যেমন আগামীকালের ডিনারের খবর যদি আপনার বন্ধুরা বেশি ব্যবহার বা পোস্ট করে সেটি আপনি আপনার মেইলে পেয়ে যাবেন।

নুজেল (Nuzzel)

৬) ইউটিউব মিউজিক কী (YouTube Music Key)

ইউটিউব ভিডিও এবং রেয়ার মিউজিক বা ভিডিও এর জন্য খুব দারুণ, এটা আমরা সবাই জানি। তবে আপনি এই কির মাধ্যমে আপনি ভালোভাবে ইউটিউব  মেইনটেইন করতে পারবেন। এটি অটোমেটিকালি হোম পেজে অলরেডি শো করছে। ফিড আকারে আপনার কাছে অনেক প্রয়োজনীয় তথ্যও আপনার সামনে চলে সবে ইউটিউব মিউজিক কী (YouTube Music Key) সেবার মাধ্যমে।

ইউটিউব মিউজিক কী (YouTube Music Key)

৭) মিডিয়াম (Medium)

মিডিয়াম (Medium) খুব দারুণ প্লাটফর্ম যেটা আপনাকে বড় সব জার্নালিস্ট এবং মিডিয়া কর্মীদের সাথে যোগাযোগের সুযোগ করে দিবে, এমনকি বারাক ওবামাও আছেন এই লিস্টে।

মিডিয়াম (Medium)

৮) প্রডাক্ট হান্ট (Product Hunt)

নতুন সব স্টার্ট-আপ, আইডিয়া বা অ্যাপের জন্য প্রডাক্ট হান্ট (Product Hunt) খুব জনপ্রিয়। আপনাকে দারুণ সব টেক সাইটের সাথে আপডেট রাখতেও এই অ্যাপ খুব কার্যকরী। এমনকি এই লিস্ট প্রতিনিয়ত আপডেট হতেই থাকে।

প্রডাক্ট হান্ট (Product Hunt)

৯) ইন্টারনেট আর্কিড (Internet Arcade)

ইন্টারনেট আর্কিড (Internet Arcade) এ  থাকছে দারুণ সব ভিডিও গেমস। Special Forces Kung Fu Commando এবং Street Fighter 2 এর মতো গেমগুলোও পাবেন আপনি এই অ্যাপের মাধ্যমে।

ইন্টারনেট আর্কিড (Internet Arcade)

১০) জিনিয়াস (Genius)

জিনিয়াস (Genius) এই অ্যাপটি পূর্বে র‍্যাপ জিনিয়াস নামে ছিল। এখানে টেক্সট টীকা তৈরি এবং আপলোড করার জন্য খুব দারুণ ফিচার সমৃদ্ধ। এটি খুব দারুণ, মজার এবং ইউনিক টেক্সট এক্সপ্লেইন করার জন্য।

জিনিয়াস (Genius)

১১) এফ.লাক্স (F.lux)

এফ.লাক্স (F.lux) আপনার কম্পিউটার স্ক্রিনকে সময় উপযোগী করার জন্য  খুব মজার। আমরা এটা জানি যে, আমাদের কম্পিউটার স্ক্রিন আমাদের চোখের জন্য খুব ভালো না। আর যারা অনেকক্ষণ ধরে পিসির সামনে থাকেন তাদের একটু ঝামেলা হয়ই। বিশেষ করে রাতে একটু বেশি ঝামেলা হয়। যেকারনে এই অ্যাপ আপনার সময় অনুসারে আপনার পিসির স্ক্রিন নিয়ন্ত্রণ করবে। যেটা আপনার চোখের জন্য অনেক ভালো ফল দিবে।

এফ.লাক্স (F.lux)

যদিও সব ফিচার আমাদের সবার দরকার না। তবে কিছু ফিচার আমাদের সবার সত্যিই উপকার করবে এবং এই অনলাইন জীবনকে সহজ এবং নতুন করতে সহায়তা করবে।

আশা করি বুঝতে কারও সমস্যা হবে না। তবে হলেও আমাকে টিউমেন্টে জানাতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে। 😛

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইসব হাতুড়ি-বাটালির একটাও অদ্যাবধি হাতে তুলিনি- আসলে প্রয়োজন না হওয়ায় এদের রূপ আমার নজর কাড়েনি আরকি 😆 …..টিউনের জন্য ধইন্যা…..দেখি কোনদিন কাজে লাগে কিনা 😎