আমরা অনেকই ফাইল শেয়ারিং সাইট থেকে ফাইল ডাউনলোড করি। কিন্তু রিজিউম সাপোর্ট পাই না। এজন্য অনেক সময় লাইন ড্রপের কারণে ফাইলটা সম্পূর্ণ হওয়ার আগেই ডাউনলোড বন্ধো হয়ে যায়। ফলে ফাইলটি পুনরায় নতুন করে ডাউনলোড শুরু করতে হয়। যা অত্যন্ত ঝামেলা পূর্ণ। তাই আজ আপনাদের দেব এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি যেকোনো ফাইল শেয়ারিং সাইট থেকে ফাইল রিজিউম সাপোট সহ ডাউনলোড করতে পারবেন। আপনি ইচ্ছা করলে আপনি এটার মধ্যে থাকা ব্রাউসার দিয়ে ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারটির নাম মিপোনি। এটা পিসিতে ইনস্টল পূর্বক আপনি যেকোনো ফাইল শেয়ারিং লিঙ্ক কপি করলে নিজে থেকেই লিঙ্ক ডিটেক্ট করে নিয়ে নেবে। এর আপনি ডাউনলোড বাটনে প্রেস করা মাত্র নিজে থেকেই ডাউনলোড শুরু হবে। ও হ্যাঁ এই সফটওয়্যারটি চালাতে আপনের পিসিতে অবশ্যই ডট নেট ফ্রেম ওয়ার্ক এর নূন্যতম ২ ভার্সন থাকতে হবে। না হলে এটি চলবে না। ডট নেট ফ্রেম ওয়ার্ক না থাকলে এখান ক্লিক করুন। নিচে এর কিছু স্কিরিন সট দেয়া হল।
ডাউনলোড
বোনাসঃ
আপনাদের যাদের হোস্টিনং নেই তারা অনেক সময় ওয়ার্ডপ্রেস-এ ব্লগ খুলতে ইচ্ছা হলেও পারেন না। এই প্রথম আপাদের জন্য http://www.banglaspot.com নিয়ে ফ্রিতে ওয়ার্ডপ্রেস ব্লগ খোলার সুবিধা। যা আপনি পাচ্ছেন ১ জিবি স্পেস পুরা ফ্রি। যাতে আপনি অনায়াসে খুলতে পারেন আনার ব্লগ। ডোমেই পাবেন http://www.yourname.banglaspot.com । এমনকি আপনি এইব্লগ দিয়া গুগল এডসেন্স মাধ্যমে এড দিয়ে ইনকাম করতে পারবেন। এছাড়া আপনার এই ১ জিবি স্পেস দিয়ে আপনি যেকোনো মিডিয়া ফাইল হোস্ট করে ডাইরেক্ট লিঙ্ক দিতে পারবেন। এছাড়া আপনার নিজেস্ব কনো ওয়ার্ডপ্রেস থিম পছন্দ হলে তা আপনার ব্লগে লাগাতে পারেন।
Feature:
তাই এখুনি ব্লগ খুলতে http://www.banglaspot.com এ ঘুরে আসুন।
ভাল লাগলে প্রিয়তে যোগ করবেন আশা করি । কনো সম্যসা হলে কমেন্ট করবেন।
আমি শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student
মিডিয়া শেয়ারিং সাইট থেকে ডাউনলোডের ক্ষেত্রে বস ডাউনলোডার হল জেডাউনলোডার। শুধু লিংকটা দিলেই হল, নিজেই ডাউনলোড শুরু করে দেয়।
ব্লগের জন্য iBabar.com ট্রাই করে দেখতে পারেন। নতুনদের জন্য সুবিধা হবে আশা করি।