আসসালামু আলাইকুম । সবাইকে জুম্মার শুভেছা । আজকে একটি মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আশা করছি কিছুটা ভালো এবং নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো।
বর্তমানে ইন্টারনেট আমরা সবাই চালাই । বিভিন্ন এলাকায় নেট সার্ভিস বিশেষ করে ব্রডব্যান্ড নেট সার্ভিস এর সহজলভ্য প্যাকেজ এর কারনে অনেকেই মডেম এর চেয়ে ব্রডব্যান্ড ব্যাবহারের প্রতি বেশি ঝুঁকে পড়ছে । এর প্রধান কারন গুলো হল
১ ভালো স্পীড
২ কম খরচে ২৪ ঘণ্টা নেট চালানোর সুবিধা
৩ ডাউনলোড সার্ভার এর সুবিধা
৪ BDIX Connectivity
উপরের প্রথম তিনটি বিষয় সবাই জানলেও শেষের পয়েন্টটি অনেকের কাছে অপরিচিত লাগতে পারে । আজকের টিউনটি মূলত এই বিষয় নিয়েই । চলুন এই বিষয়টি সম্পর্কে কিছু জানার চেষ্টা করি।
BDIX এর পূর্ণরূপ হল Bnagladesh Internet Servics Exchage . BDIX এক ধরনের ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে যার মাধ্যমে আপনি খুব সহজেই তাদের সার্ভার থেকে যে কোন ফাইল অনেক কম সময় অনেক দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবেন ।
এ ক্ষেত্রে আপনার নরমাল নেট এর স্পীড যাই হোক না কেন আপনি তার চেয়ে অনেক বেশি পরিমাণ ডাউনলোড স্পীড পাবেন । একটি সহজ উদাহরন এর মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করছি । মনে করুন আপনি X provider এর ব্রডব্যান্ড নেট চালান । আপনার লাইন হল ১ এমবি স্পীড এর যার মানে হল আপনি যে কোন ফাইল average 100kbps speed এ ডাউনলোড করতে পারবেন । এটা হল আপনার নরমাল স্পীড যা আপনাকে X provider আপনাকে দিয়ে থাকে মাসিক চার্জ অনুযায়ী।
যদি আপনার সেই provider এর BDIX connectivity থাকে তাহলে BDIX server গুলো থেকে তার চেয়ে অনেক বেশি স্পীড ফাইল ডাউনলোড করতে পারবেন । সে ক্ষেত্রে যদি ১০ এমবি স্পীড এর কোন BDIX server থেকে আপনি কোন ফাইল ডাউনলোড করেন তাহলে আপনার স্পীড আসবে average e 1Mb যা অবশ্যই যে কোন ইউজার এর জন্য সুবিধাজনক ।
এই হল BDIX servers গুলোর আসল সুবিধা। এ ক্ষেত্রে মজার বিষয় হল কিছু কিছু provider তাদের নিজেদের সার্ভার ছাড়াও কিছু কিছু BDIX সার্ভার এর সাথে connected থাকে যার ফলে ওই সব সার্ভার থেকে তাদের ইউজার রা হাই স্পীড এ যে কোন ফাইল ডাউনলোড দিতে পারে । এ ক্ষেত্রে কিছু কিছু provider তাদের নিজেদের সার্ভার এ এই সব BDIX connected server এর লিস্ট দিয়ে রাখে আবার অনেক ক্ষেত্রে ইউজার কে এই সব সার্ভার খুজে নিতে হয় নিজের থেকেই । BDIX server এর কিছু বিশেষ সুবিধা গুলো হল
High Data Volume
FTP Servers
Torrent Servers
Movie Servers
সম্পূর্ণ লিস্ট টি ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ কিক্ল করুন
provider এর কাছ থেকে ব্রডব্যান্ড লাইন নেয়ার সময় অবশ্যই জেনে নিবেন তারা BDIX connected কি না ? না হলে অন্য provider এর লাইন ব্যবহার করা ভালো ।
উপরের সার্ভার গুলো বিভিন্ন সাইট এবং ফেসবুকের এর গ্রুপ থেকে নেয়া তাই refereance হিসেবে সাইট গুলো দিয়ে দিচ্ছি
- google.com
- https://www.facebook.com/groups/BDBroadbandCommunity/
আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা কি শুধুই ব্রডব্যান্ডের জন্য? BDIX এর অফিসিয়াল সাইটে দেখলাম রবি BDIX কানেক্টেড