BDIX কি ? নিয়ে নিন কিছু জনপ্রিয় BDIX servers এর লিস্ট , ডাউনলোড স্পীড ১Mb-20Mb+

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম । সবাইকে জুম্মার শুভেছা । আজকে একটি মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম । আশা করছি কিছুটা ভালো এবং নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো।

বর্তমানে ইন্টারনেট আমরা সবাই চালাই । বিভিন্ন এলাকায় নেট সার্ভিস বিশেষ করে ব্রডব্যান্ড নেট সার্ভিস এর সহজলভ্য প্যাকেজ এর কারনে অনেকেই মডেম এর চেয়ে ব্রডব্যান্ড ব্যাবহারের প্রতি বেশি ঝুঁকে পড়ছে । এর প্রধান কারন গুলো হল

১ ভালো স্পীড

২ কম খরচে ২৪ ঘণ্টা নেট চালানোর সুবিধা

৩ ডাউনলোড সার্ভার এর সুবিধা

৪ BDIX Connectivity

উপরের  প্রথম  তিনটি বিষয় সবাই জানলেও  শেষের পয়েন্টটি অনেকের কাছে অপরিচিত লাগতে পারে । আজকের টিউনটি মূলত এই বিষয় নিয়েই ।  চলুন এই বিষয়টি সম্পর্কে কিছু জানার চেষ্টা করি।

BDIX  কি ?

BDIX এর পূর্ণরূপ হল  Bnagladesh Internet Servics Exchage . BDIX এক ধরনের ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে যার মাধ্যমে আপনি খুব সহজেই তাদের সার্ভার থেকে যে কোন ফাইল অনেক কম সময় অনেক দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবেন ।

এ ক্ষেত্রে আপনার নরমাল নেট এর স্পীড যাই হোক না কেন আপনি তার চেয়ে অনেক বেশি পরিমাণ ডাউনলোড স্পীড পাবেন । একটি সহজ উদাহরন  এর মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করছি । মনে করুন আপনি X provider এর ব্রডব্যান্ড নেট চালান । আপনার লাইন হল ১ এমবি স্পীড এর যার মানে হল আপনি যে কোন ফাইল average 100kbps speed এ ডাউনলোড করতে পারবেন । এটা হল আপনার নরমাল স্পীড যা আপনাকে X provider আপনাকে দিয়ে থাকে মাসিক চার্জ অনুযায়ী।

যদি আপনার সেই provider এর BDIX connectivity থাকে তাহলে BDIX server গুলো থেকে তার চেয়ে অনেক বেশি স্পীড ফাইল ডাউনলোড করতে পারবেন । সে ক্ষেত্রে যদি ১০ এমবি স্পীড এর কোন BDIX server থেকে আপনি কোন ফাইল ডাউনলোড করেন তাহলে আপনার স্পীড আসবে average e 1Mb যা অবশ্যই যে কোন ইউজার এর জন্য সুবিধাজনক ।

এই হল BDIX servers গুলোর আসল সুবিধা। এ ক্ষেত্রে মজার বিষয় হল কিছু কিছু provider তাদের নিজেদের সার্ভার ছাড়াও কিছু কিছু BDIX সার্ভার এর সাথে connected থাকে যার ফলে ওই সব সার্ভার থেকে তাদের  ইউজার রা হাই স্পীড এ যে কোন ফাইল ডাউনলোড দিতে পারে । এ ক্ষেত্রে কিছু কিছু provider তাদের নিজেদের সার্ভার এ এই সব BDIX connected server এর লিস্ট দিয়ে রাখে আবার অনেক ক্ষেত্রে ইউজার কে এই সব সার্ভার খুজে নিতে হয় নিজের থেকেই । BDIX server এর কিছু বিশেষ সুবিধা গুলো হল

High Data Volume

Saves a lot of money to ISPs and End users

New Features and Services

Redundancy

কিভাবে খুঁজে পাবো এই সব সার্ভার ?

এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ধরা যাক আপনি BDIX connected যার মানে হল আপনার ব্রডব্যান্ড provider এর BDIX connectivity আছে কিন্তু আপনি সার্ভার গুলোর এড্রেস জানেন না । এখন কি করবেন ? টেনশন নেই আমি নিচে কিছু BDIX servers এর লিস্ট দিয়ে দিচ্ছি । এ ক্ষেত্রে একেক জন একেক সাইট থেকে ভালো স্পীড পেতে পারেন কারন আপনার ব্রডব্যান্ড provider কোন কোন সাইট এর সাথে connected আছে সেটা নিশ্চয়ই আমি জানি না । তাই আমার পরামর্শ হবে যে সব গুলো সাইট আপনি একবার করে check করুন । যে সকল সার্ভার থেকে ভালো স্পীড পাবেন সেই সাইট গুলো আপনি bookmark করে রাখুন । কোন সাইট যদি ব্রাউজার এ না আসে তাহলে বুঝবেন যে ওই সার্ভার আপনার provider এর সাথে connected না । আবার এমন যদি হয় যে কোন সাইট আসলো কিন্তু ডাউনলোড স্পীড নরমাল পাচ্ছেন তাহলে বুঝবেন ওই সার্ভার এখন আপনার provider কে BDIX স্পীড দিচ্ছে না । নিচে কিছু সার্ভার দিয়ে দিলাম আর একটা লিস্ট আপলোড করে দিলাম যারা যারা চান তারা ডাউনলোড করে নিতে পারবেন ।

Tv Servers

 

FTP Servers

Torrent Servers

Movie Servers

 

সম্পূর্ণ লিস্ট টি ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ কিক্ল করুন

 

কিছু কথা

provider এর কাছ থেকে ব্রডব্যান্ড লাইন নেয়ার সময় অবশ্যই জেনে নিবেন তারা BDIX connected কি না ? না হলে অন্য provider এর লাইন ব্যবহার করা ভালো ।

উপরের সার্ভার গুলো বিভিন্ন সাইট এবং ফেসবুকের এর গ্রুপ থেকে নেয়া তাই refereance হিসেবে সাইট গুলো দিয়ে দিচ্ছি

-       google.com

-       https://www.facebook.com/groups/BDBroadbandCommunity/

অনেক সাজিয়ে লেখার চেষ্টা করলাম । আশা করছি টিউনটি আপনাদের জন্য অনেক হেল্প করবে । যারা আমার আগের লেখাটি পরেনি তারা অবশ্যই এই প্রতিবেদনটি পড়বেন ।

সাদিয়া জিতলে জিতবে বাংলাদেশ , বুয়েটের মেধাবী ছাত্রী বাংলাদেশকে তুলে ধরছে আন্তর্জাতিক গবেষণা প্রতিযোগিতায় । আসুন তাকে ভোট দিয়ে এগিয়ে রাখি সবার আগে ।

সবাই ভালো থাকবেন । বিদায়

Level 2

আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কি শুধুই ব্রডব্যান্ডের জন্য? BDIX এর অফিসিয়াল সাইটে দেখলাম রবি BDIX কানেক্টেড

vhi torrentbd.com ta signup korta parina. tara bola invite from an existing member so i need existing member thakla amaka invite koran [email protected] plz……

হম শুধু ব্রডব্যান্ড এর জন্য । রবি BDIX connected হলে ডাউনলোড এর সময় ভালো স্পীড পেতে পারেন । @সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার

না ভাই আমার টরেন্ট বিডি এ অ্যাকাউন্ট নেই আপনি আমার টিউন এ যে গ্রুপ টি দেয়া আছে সেখানে এড হন তারা আপনাকে হেল্প করবে @ব।প্পি মির্জা

ভাই রবি BDIX connected কেমনে হয় ? BDIX কি এইটা সম্পর্কে আগে ফেসবুক গ্রুপ থেকে ভাল করে জানুন তারপর পোস্ট করেন ।আর গ্রুপ থেকে সবইত কপি পেস্ট করে পোস্ট করেলেন ।একটু নিজে থেকে পোস্ট কইরেন কারন। তারপর ও কষ্ট করে পোস্ট করার জন্য ধন্যবাদ । 🙂

রবি BDIX কানেকটেড হলেও ওরা স্পিড লিমিট করে রাখে। বাংলালিংক BDIX এর ইউটিউব সার্ভার ব্যবহার করে, কিন্তু মেগাবাইট তো ঠিক ই কেটে নেয়। এই সুযোগ সুবিধাগুলো শুধু ব্রডব্যান্ড কানেকশনের ক্ষেত্রেই প্রযোজ্য।

রবি BDIX connected কিনা এই বিষয়ে আমি সঠিকভাবে জানি না আর যদি রবি BDIX connected থাকে কিন্তু কানেকশন লিমিটেড থাকে সে ক্ষেত্রে ফুল সাপোর্ট পাবেন না @সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার

লিঙ্ক কি আমি নিজে তৈরি করে দিব নাকি আজব । এই লিঙ্ক গুলো গ্রুপ এ দেয়া আছে বলেই গ্রুপ এর লিঙ্ক দেয়া আছে । আপনাদের মত কিছু জ্ঞানী মানুষদের জন্য এই টিউন নয় @হিমেল

অনেক অনেক ধন্যবাদ ভাই !!!

ভালো টিউন। ধন্যবাদ …

অনেক অনেক কাল আগে যখন “স্মাইল”-এর কারনে বন্ধুমহলে ডাইনোসরদের মত অহঙ্কারে মাটি থেকে একশ ফুট উচ্চতায় আশপাশ দাপিয়ে বেড়াতাম- তখন এইসব সার্ভারে তুমুল নাড়াচাড়া করতাম- রীতিমতো ভূমিকম্প!!! 😉 আহা কী মধুময় ছিল সেই সব সোনালী দিনগুলি……..কিন্তু খাঁচায় আর রইল না….ভাগ্যের ধূমকেতু, ডাইনোসরদের মতো আমার সেই অহংবোধও ধূলিসাৎ করে দিল- আঁধারের ঘনঘটায় আজকাল “বাংলার সিংহ” ঠিক যেন গর্জনই করে না ঠিক মতো বা মন মতো 🙁

টিউনের জন্য ধইন্যা 🙂

Level 0

Many Many Thanks. Thank you so much.

আমি ব্রডব্যান্ড ইউজার, আপনার দেয়া এফটিপি সার্ভার গুলা থেকে ডাউনলোড করতে পারতেছি বাট স্পীড নরমাল সার্ভার এর মত। সাহায্য চাই।

Level 0

Bhai,torrentbd er invitation khub dorker…………[email protected]………..

Ektu help korte parben?

Level 2

Another Bdix torrent Site is etctorrent.com

you can use this fast torrent 10.16.100.244

eta list e add kore den valo ekta server http://onbdix.com