আরো একটা বাংলা মওকা মওকা !!!

ইন্ডিয়ার মওকা মওকা ভিডিওর জবাবে আমরা বাংলাদেশীরাও বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি, মানে আমাদের ভাই ব্রাদারেরা।

তাইলে আমি বসে আছি কোন দুঃখে? তাই আজ আমি ও আমার মোবাইল ক্যামেরা নিয়ে নেমে গেলাম ইন্ডিয়ার মওকা মওকা ভিডিওর জবাব দিতে।

ভিডিওটি দেখুন ও সবার মাঝে ছড়িয়ে দিন। আমাদের দাদারা বুঝুক যে, আমরা ও ভিডিওর মাধ্যমে কিভাবে আরেকজনকে পচাইতে হয় তা ভালো করেই জানি।

শেয়ার করে ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিন।

Level New

আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জন্মঃ ২৯ অক্টবর ১৯৯১ গোপালগঞ্জ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আমরা ও ভিডিওর মাধ্যমে কিভাবে আরেকজনকে পচাইতে হয় তা ভালো করেই জানি।
কারা পচল ? ৩০২ vs ১৯৩

@Surya: ঐ মিয়া, তুমি তো দেখি পুরাই ভারতের দালাল! ভারত যে নিজেদের মতো ভেন্যু, ফিক্সচার অবশেষে আম্পিয়ার গুলারে টাকা দিয়া কিনে নিছে তা দেখো নাই! আমরা তো খেলছি ১৪ জন(১১+৩ আম্পিয়ার) এর বিপক্ষে! আমরা তো খেলছি পুরা আইসিসি এর বিপক্ষে! ধারাভাষ্যকার ভারতের রাহুল দ্রাবিড় ই বলছে আম্পিয়ারের ভুল সিদ্বান্তের কথা! তোমরা তো চুরি কইরা জিতছি! এর মাধ্যমে তোমরা ই স্বীকার করছ যে তোমরা বাংলাদেশকে ভয় পাও! আগে জানতাম শুধু ধর্ষণের স্বর্গরাজ্য, এখন দেখি চোরের স্বর্গরাজ্য! আর তুমিও তো ঐ রকম একটা!

    Level New

    @গোলাম সারোয়ার: আমি ভারতের দালাল নই । আমি ভারতীয়।
    আর ঐ বললেন চুরি ! হেরে গেলে ঐ রকম আনেক যুক্তি খারা করা যায়।খেয়ে বসে তো কাজ নেই শুধু প্যাচরামি করা।

Level 0

বাংলাদেশী বংশদ্ভোধ এবং বাংলাদেশের বসবাসরত ভারতীয় নাগরিকেদের আমি Code