যারা নিয়মিত পেন্ড্রাইভে/মেমোরিকার্ডে ডাটা আদান-প্রদান করে, তাদের কাউকে যদি জিজ্ঞেস করা যায় যে- সে তার Flashdrive এর রক্ষাকবচ হিসাবে কোন Software টি ব্যবহার করে, তাহলে আমার ধারনা, সবাই একবাক্যে বলবে যে সফটওয়্যার টির নাম, তা হল- USB DisK SecuritY.
আমি নিজেও বহুদিন ধরে এই সফটওয়্যার টি User করছি এবং আমার পরিচিত প্রায় সবাই এই সফটওয়্যার টি ব্যবহার করে।
শুধু আমি/আপনি নয়, সারা পৃথিবীর লাখ লাখ User এই সফটওয়্যার টির ভক্ত। সবার কাছেই এটি সমানভাবে পরিচিত। তাই নতুনকরে এর সাথে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই।
তবে যেসকল দূর্ভাগাদের(?) এখনোও এই সফটওয়্যার টির পরিচয় ঘটে নি, তাদের সাথে সামান্য পরিচয় করিয়ে দিই, কি বলেন?
এক কথায়- USB Disk SecuritY এমন একটি সফটওয়্যার, যেটি আপনার কম্পিউটারে ইন্সটল করা থাকলে আপনি একটি ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন- অন্তত Flash Drive এর মধ্যমে আপনার কম্পিউটারে কোন ভাইরাস ঢুকতে পারবে না। (যদি না আপনি জোর করে ঢুকান)
আপনার পেন্ড্রাইভ/মেমোরিকার্ড পোর্টে ঢুকানোর সাথে সাথে এটি Scan করে আপনাকে বলে দিবে যে- আপনার পেন্ড্রাইভ/মেমোরিকার্ডে ভাইরাস আছে কি না। যদি কোন ভাইরাস থাকে, তাহলে শুধু "Delete All" Button এ ক্লিক করুন এবং আপনার Flash Drive টি খুলে আবার ঢুকান। ব্যাস, খেল খতম!! আপনার Flash Drive এখন ভাইরাস মুক্ত! নিশ্চিন্তে ব্যবহার করুন।
আরও ভালভাবে বুঝতে নিচের ছবিটি দেখুন। আশা করি বুঝতে আর কোন সমস্যা হবে না-
আমার মনে হয়, এতক্ষনে নবীণদের বুঝানো গেছে।
এই Most-Wanted সফটওয়্যার টির নতুন Version- 5.4.0.6 বেড় হয়েছে। যা আগের চাইতে অনেক বেশী ভাইরাস ধরতে সক্ষম। সেটির সাথে পরিচয় করিয়ে দিতেই এত খাটাখাটনি!
তাহলে আর দেরী কেন? আসুন ঝটপট সফটওয়্যার টি ডাউনলোড করে নিই। ডাউনলোড করতে এই সাইটে যান। এবার নিচের ছবিতে দেখানো বাটনে ক্লিক করুন-
যেটি ডাউনলোড করেছেন, সেটি এই সফটওয়্যার টির Trail Version. তবে মন খারাপ করবেন না। নিচের দেখানো Step গুলো Follow করলেই Full Version পেয়ে যাবেন।
((অনেকে আবার আমার নামে পাইরেসির অভিযোগ করতে পারে। তাদের জন্য বলছি- কি করব ভাই বলুন। প্রায় ৪,০০০ টাকা দামের এই সফটওয়্যার টি কেনার সাধ্য যে আমার মত সাধারণ User দের নেই। তাই একটু অসৎ পন্থার আশ্রয় নিচ্ছি। তাছারা সফটওয়্যার কোম্পানীগুলো যদি একটি একটি সফটওয়্যার এর এত দাম ধরে আমাদের পকেটে ডাকাতি করতে পারে, তাহলে তাদের কাছ থেকে আমরা যদি সামান্য চুরি করি, তাহলে দোষের কিছু না। কি বলেন??))
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
ডাউনলোড লিঙ্কে একটু Problem ছিল। ঠিক করে দিয়েছি। আশা করি এখন আর কোন Problem হবে না।