USB Disk SecuritY এর নতুন Version { FULL }- আরও শক্তিশালী, এবার পেন্ড্রাইভের ভাইরাস নিয়ে খেলা করুন!!

যারা নিয়মিত পেন্ড্রাইভে/মেমোরিকার্ডে ডাটা আদান-প্রদান করে, তাদের কাউকে যদি জিজ্ঞেস করা যায় যে- সে তার Flashdrive এর রক্ষাকবচ হিসাবে কোন Software টি ব্যবহার করে, তাহলে আমার ধারনা, সবাই একবাক্যে বলবে যে সফটওয়্যার টির নাম, তা হল- USB DisK SecuritY.
আমি নিজেও বহুদিন ধরে এই সফটওয়্যার টি User করছি এবং আমার পরিচিত প্রায় সবাই এই সফটওয়্যার টি ব্যবহার করে।
শুধু আমি/আপনি নয়, সারা পৃথিবীর লাখ লাখ User এই সফটওয়্যার টির ভক্ত। সবার কাছেই এটি সমানভাবে পরিচিত। তাই নতুনকরে এর সাথে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই।
তবে যেসকল দূর্ভাগাদের(?) এখনোও এই সফটওয়্যার টির পরিচয় ঘটে নি, তাদের সাথে সামান্য পরিচয় করিয়ে দিই, কি বলেন?
এক কথায়- USB Disk SecuritY এমন একটি সফটওয়্যার, যেটি আপনার কম্পিউটারে ইন্সটল করা থাকলে আপনি একটি ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন- অন্তত Flash Drive এর মধ্যমে আপনার কম্পিউটারে কোন ভাইরাস ঢুকতে পারবে না। (যদি না আপনি জোর করে ঢুকান)
আপনার পেন্ড্রাইভ/মেমোরিকার্ড পোর্টে ঢুকানোর সাথে সাথে এটি Scan করে আপনাকে বলে দিবে যে- আপনার পেন্ড্রাইভ/মেমোরিকার্ডে ভাইরাস আছে কি না। যদি কোন ভাইরাস থাকে, তাহলে শুধু "Delete All" Button এ ক্লিক করুন এবং আপনার Flash Drive টি খুলে আবার ঢুকান। ব্যাস, খেল খতম!! আপনার Flash Drive এখন ভাইরাস মুক্ত! নিশ্চিন্তে ব্যবহার করুন।
আরও ভালভাবে বুঝতে নিচের ছবিটি দেখুন। আশা করি বুঝতে আর কোন সমস্যা হবে না-

আমার মনে হয়, এতক্ষনে নবীণদের বুঝানো গেছে।

এবার মূল টিউনে আসি।

এই Most-Wanted সফটওয়্যার টির নতুন Version- 5.4.0.6 বেড় হয়েছে। যা আগের চাইতে অনেক বেশী ভাইরাস ধরতে সক্ষম। সেটির সাথে পরিচয় করিয়ে দিতেই এত খাটাখাটনি!
তাহলে আর দেরী কেন? আসুন ঝটপট সফটওয়্যার টি ডাউনলোড করে নিই। ডাউনলোড করতে এই সাইটে যান। এবার নিচের ছবিতে দেখানো বাটনে ক্লিক করুন-

যেটি ডাউনলোড করেছেন, সেটি এই সফটওয়্যার টির Trail Version. তবে মন খারাপ করবেন না। নিচের দেখানো Step গুলো Follow করলেই Full Version পেয়ে যাবেন।
((অনেকে আবার আমার নামে পাইরেসির অভিযোগ করতে পারে। তাদের জন্য বলছি- কি করব ভাই বলুন। প্রায় ৪,০০০ টাকা দামের এই সফটওয়্যার টি কেনার সাধ্য যে আমার মত সাধারণ User দের নেই। তাই একটু অসৎ পন্থার আশ্রয় নিচ্ছি। তাছারা সফটওয়্যার কোম্পানীগুলো যদি একটি একটি সফটওয়্যার এর এত দাম ধরে আমাদের পকেটে ডাকাতি করতে পারে, তাহলে তাদের কাছ থেকে আমরা যদি সামান্য চুরি করি, তাহলে দোষের কিছু না। কি বলেন??))

আসুন সফটওয়্যারটিকে Full Version করে ফেলি-


  • ফাইলটির মধ্যে "crack_by_doctor" নামে আরেকটি ফাইল পাবেন। সেটি কপি করে ইন্সটলেশন ফোল্ডারে Paste করুন। Default ভাবে- C:\Program Files\USB Disk Security
  • এবার "crack_by_doctor" ফাইলটিতে "ডাবল ক্লিক" করুন।
  • ব্যস আপনার কাজ শেষ! USB Disk ওপেন করে Information Tab এ ক্লিক করলে নিচের ছবির মত দেখাবে-

      আজ এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আগামীতে আরও প্রয়োজনীয় টিউন নিয়ে আপনাদের সামনে আসতে পারব।
      আমার টিউনটি আপনার ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না!

Level 2

আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড লিঙ্কে একটু Problem ছিল। ঠিক করে দিয়েছি। আশা করি এখন আর কোন Problem হবে না।

    Level 0

    nice 1, thanks a lot vaya
    those who still didnt do it; 4 them u might a restart after everythin done,
    but it works & works fine, thanks 2 himu vaya….. agen…….. :))

1 ta thanks Kaaj valo korle r o koyekta debo. karon amar kase 5.00 version ta silo

Level 0

thnz man…..good job…

হিমু বলেছেন

তাছারা সফটওয়্যার কোম্পানীগুলো যদি একটি একটি সফটওয়্যার এর এত দাম ধরে আমাদের পকেটে ডাকাতি করতে পারে, তাহলে তাদের কাছ থেকে আমরা যদি সামান্য চুরি করি, তাহলে দোষের কিছু না। কি বলেন??))

সুন্দর যুক্তি। হা হা।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

    Thanks. আপনার এলোমেলো ব্লগ থেকে ঘুরে এলাম। ভালই তো বানাইছেন!!

যাক ভাল জিনিস ডিলেন। ধন্যবাদ আপনাকে

অমিত, adipto37, সুখন… আপনাদেরও ধন্যবাদ… মন্তব্য করার জন্য।

ভালো পোস্ট নিঃসন্দেহে! কিন্তু এটাতো প্রায় ৩-৪মাস আগেই রিলিজ হয়েছে। আর আমি এটাই ব্যবহার করি।

    আপনার কথা ঠিক। তবে এখনোও যারা জানে না, এই পোস্ট তাদের জন্য।

খুব সুন্দর লিখেছেন। সামনে এমন আরো ভাল ভাল টিউন চাই।
ধন্যবাদ।

Level 0

ফুল ভার্সন তো হলো না।

Level 0

# ফাইলটির মধ্যে “crack_by_doctor” নামে আরেকটি ফাইল পাবেন। সেটি কপি করে ইন্সটলেশন ফোল্ডারে Paste করুন। Default ভাবে- C:\Program Files\USB Disk Security
# এবার “crack_by_doctor” ফাইলটিতে “ডাবল ক্লিক” করুন।

কিন্তু ক্লিক করার পর তো কোন পরিবর্তই হলো না। এখনো রেজিস্টেশান করতে বলছে।

ভাই, আপনার মনে হয় কোথাও ভুল হয়েছে। আমি এইমাত্র সবকিছু পরীক্ষা করলাম। সব ঠিক আছে। এমনকি Crack টিতে ডাবল ক্লিক করারও দরকার নেই। শুধু Paste করলেই Full Version দেখাবে। আপনি আবার Try করুন।

বিদ্রঃ- কারও যদি এমন Problem হয়, আমাকে জানাবেন প্লিজ।

ফালতু টিওন থেকে দূরে থাকুন

    একথা কেন বললেন?

    Level 0

    @দিহান যিনি টিউন বানন-ই করতে পারেননা তিনি আর কিই বা বলতে পারেন

    @ সোহাগ, আমাদের ইসলাম ধর্মের কোথাও পড়েছিলাম, তুমি অন্যের সাথে সেই ব্যবহার কর যা নিজে অন্যের থেকে আশা কর

    ধন্যবাদ লাকি ভাই, সুন্দর একটি জবাব দেয়ার জন্য।

    হা হা
    LuckyFM ভাই জটিল বলেছেন।

    ফালতু টিওন (টিউন) নাকি ফালতু কমেন্ড।

সফটি আমি ব্যাবহার করিনা তাই এটার গুনাগুনও বলে পারবানা কিন্তু আপনার টিউন ভাল হইছে এতে কোন সন্দেহ নাই।
খুবই ভাল এবং সুন্দর টিউন চালিয়ে যান আপনার জন্য রইল শুভকামনা।

দেখি কেমন হয়। আশা করি কাজে আসবে।

হিমু ভাই, দারুন একটা সফটওয়ার নিয়ে লিখেছেন। যদিও এটি নিয়ে বহু টিউন করা হয়েছে কিন্তু আপনারটা হল আপডেট ভার্শন নিয়ে এবং একে কিভাবে ক্রাক করা যায় তার কৌশল নিয়ে। ভাই এত ঝামেলা করার কি দরকার। এটির লাইসেন্স কী দিয়েই একে ফুল ভার্শনে পরিনত করুন। নিচের লিংকে ক্লিক করে লাইসেন্সটি ডাউনলোড করুন।
http://download990.mediafire.com/60i7zfu1epcg/d9srp7dr8l4ml1g/USB+Disk+Security+License.txt

    রুহুল ভহাই, আমি নিজেও crack use করতে পছন্দ করি না। প্রথমে serial খুজি, না পেলে তারপর…।।
    যাই হোক, আমি সাধারনভাবে এবং টরেন্ট দিয়ে অনেক খুজেছি এবং সবজায়গাতে আপনার দেয়া Serial পেয়েছি। এটি দিয়ে Register করলে Full version দেখায় । কিন্তু pendrive ঢুকালে আবার Trail ভার্সন হয়ে জায়!!! আমার মনে হয়, Serial টা Fake.
    তারপর অনেক কস্টে এই Crack টা পেয়েছি। এটি খুব সুন্দর ভাবে কাজ করে।

    @আতাউর এবং আউয়াল ভাই, আপনাদের ধন্যবাদ কমেন্ট করার জন্য।

      @হিমু:
      vaiya,,amak pls serial key ta din,ami full version korte parsina.
      media fire ar serial key ta incorrect dekhachche.
      crack-by-doctor a kaj hochchena.
      akhon ki korbo?
      pls j janen sei reply korben.pls.

বাহ!দারুন করেছেনরে ভাই ধন্যবাদ।

Level 0

সুন্দর হয়েছে চালিয়ে যান, ধন্যবাদ।

ভাল হয়েছে ধন্যবাদ।

উইন্ডোজ ইউজারদের জন্য এটা ব্যবহার করা একেবারে ফরজ….
তবে লিনাক্স ব্যবহারকারীদের এসব ভাইরাস টাইরাস নিয়ে মাথা না ঘামালেও চলে…. 😀

Nurjahan, মাজহারুল, মেঘ রোদ্দুর আপনাদের সবাইকে ধন্যবাদ, সুন্দর কমেন্ট করার জন্য।

Level 0

ভাই আপনাকে অনেক ধন্যবাদ LAST Version এর কথা জানাবার জন্য আমি এতদিন আগের ভার্সন টাই Use করতাম
আশা করি আপনি এভাবেই আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস উপহার দিবেন ।

Level 0

ভাই আপনাকে অনেক ধন্যবাদ LAST Version এর কথা জানাবার জন্য আমি এতদিন আগের ভার্সন টাই Use করতাম
আশা করি আপনি এভাবেই আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস উপহার দিবেন । আশায় থাকলাম নতুন কোন জিনিসের জন্য

Level 0

ভাই আপনাকে অনেক ধন্যবাদ LAST Version এর কথা জানাবার জন্য ।
আশা করি আপনি এভাবেই আমাদের অনেক সুন্দর সুন্দর জিনিস উপহার দিবেন । আশায় থাকলাম নতুন কোন জিনিসের জন্য

Level 0

ভাই আপনাকে অনেক ধন্যবাদ

Level 0

অনেক ধন্যবাদ ভাই আপনাকে

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

অনেক ধন্যবাদ হিমু ভাই। আমার একটা প্রবলেম হয়েছে। ডাউনলোড করলাম। একটা এমপিট্রি আছে সেটায় ভাইরাসের জন্য অপেন ই করা যায় না। আমি মার এন্টি দিয়ে চেক করছি কিল করতে পারে না। আপনার এটা দিয়েও করলাম। আমার কাছে আগেয় ছিলো। মাত্র আপনার পোস্ট দেখে মনে পরলো। সাথে সাথে ট্রাই মারলাম। বাট কাজ হলো না। কি করি বলেন তো।জিনিসটা আরেক জনের। আমার কাছে ঠিক করতে ডিছে। একটু হেল্পান আমারে

    পুদিনা ভাই, আপনি তো জানেন, আক্ষরিক অর্থেই যেগুলো ভাইরাস, তাদের সাথে Autorun থাকে। এই Soft টা সেই Autorun টা ধরে ফেলবে। আর Autorun না থাকলে ভাইরাস্টাও কোন কাজ করতে পারবে না। এছাড়াও অন্যান্য ভাইরাসের ক্ষেত্রও এটি সুন্দরভাবে কাজ করে।
    আসলে এটির কাজ হল ভাইরাস যাতে পিসিতে ঢুকতে না পারে সেটি দেখা। ভাইরাস এফেক্টেড ডিভাইস রিপেয়ার করতে এটি তেমন কাজের বলে আমি মনে করি না। আসলে অনেকসময় অনেক নামিদামী এন্টিভাইরাস দিয়েও কাজ হয় না। সেক্ষেত্রে ডিভাইসটি ফরম্যাট দেয়া ছাড়া আর কোন গতি থাকে না। অনেকসময় স্থায়ীভাবে নস্ট হয়ে যায়। আপনার ক্ষেত্রে কোনটি হয়েছে বলতে পারছি না দুক্ষিত।

আমার ফুল ভার্শন হয়ে গেছে হিহিহিহি

Level 0

অনেক ধন্যবাদ।
তবে হিমু ভাইয়ের দেয়া উপায়ে করতে পারিনি।
crack_by_doctor.exe ফাইল paste করার পরো কোন change আসেনি।
রেজিস্টেশান করতে বলে।

পরে ‘আইটিপ্রেমী রুহুল’ ভাইয়ের দেয়া উপায়ে সিরিয়াল দিয়েই ফুল ভার্শন করতে পেরেছি।
ধন্যবাদ।

    @শুভ:
    vaiya pls aite preme ruhul vaiyer deowa serial key ta amak din,ami full version korte parsinato…..

Thnks a biilon for nice post………………Bt i am sry tht i cant it full version…………No crack & serial working……………Wht should i do nw? Is anyone can suggest me………PLs pls pls pls…………Its very needy software fr me……….

Level 0

Good Tune…Himu Brother..