আজ আমি আপনাদের এমন একধরনের WEBHOMEPAGE/STARTPAGE এর সাথে পরিচত করাব যার সাহায্যে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে, এত সহজ হবে যে কল্পনাও করতে পারবেন না। সে HOMEPAGE/STARTPAGE টি হল Pageflakes.
Pageflakes হচ্ছে Ajax based একটি ওয়বেসাইট যাকে আমরা MY YAHOO বা IGOOGLE এর সাথে তুলনা করতে পারি। তবে Pageflakes অনেক এগিয়ে। গর্বের কথা হচ্ছে পেইজফ্যাক্লসের অধিকাংশ ডেভেলপার বাংলাদেশী। এর প্রধান নির্মাতা ওমর আল জাবীর মিশু যিনি বিশ্বের প্রথম সারির AJAX EXPERT এবং মাইক্রোসফটের MVP. যিনি AIUB থেকে CSE শেষ করে Pageflakes এর কাজ শুরু করেন। এবং বিদেশী একটি firm এর অর্থায়নে Pageflakes কে বিশ্বের ১ নাম্বার STARTPAGE এ এনে দাড় করান। Internet এ search করে দেখতে পারেন।
এবার আসি কাজের কথাই Pageflakes দিয়ে আপনি করতে কী পারেন? মনে করেন আপনি প্রতিদিন টেকটিউনস সাইটটি অনেকবার দেখেন নতুন টিউন এর জন্য/আপনার mail account open করেন নতুন mail এর জন্য Facebook open করেন নতুন আপডেট এর জন্য কিন্তু আপনি শুধু Pageflakes এর PAGE টি OPEN করলেই সকল আপডেট একসাথে পেয়ে যাবেন .শুধু তাই নয় you tube update, news update, facebook update, mail check/send সহ আরো অনেক ফিচার আপনি একবার ব্যবহার করলে আর এটা ছাড়তে পারবেন না, গ্যারেন্টি! আপনি ইচ্ছামত যেকোন পরিবর্তন করতে পারবেন তবে আপনি যে WEBSITE ADD করতে চান তার RSS FEED address দিবেন যেমন Techtunes এর RSS address হল http://feeds.feedburner.com/techtunes. এবার চলুন কাজের কাজ করি
আমার মনে হয়না আপনাদেরকে আর কিছু বুঝাতে হবে.
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
আমি পেইজফ্লেক্সের নিয়মিত ব্যবহারকারি। এটা ছাড়া আমার অনলাইন জীবন অচল। আর মোট কথা এটা আমাদের দেশের ছেলেদের তৈরি। আমাদের গর্ব।
মামুন ভাই দারুন একটা সাইটের খবর দিয়েছেন। আর লেখাটাও চমৎকার হয়েছে।