ফায়ারফক্স এর আপডেটেড ভার্সন এ নতুন একটা বাটন যোগ হয়েছে। এখান থেকে কোন প্রকার প্লাগিন্স বা এডন্স ছাড়াই কথা বলা যাবে। আর এর জন্য কোন প্রকার একাউন্ট বা সাইন আপ এর প্রয়োজন হবে না। জাস্ট লিংক টা শেয়ার করে দাও অথবা ইমেইল এ ইনভাইট করে নাও।
আসো খুলেই বলি,
কনভার্সেসসন শুরু করতে ফায়ারফক্স এর টুলবারে Firefox Hello Icon এ ক্লিক করো। আর যদি; বাটন না থাকে তবে কাস্টমাইজ অপশন থেকে বাটন যোগ করে নাও। তবে অবশ্যই ফায়ারফক্স এর লেটেস্ট ভার্সন টা ইন্সটল করা থাকতে হবে। ফায়ারফক্স আসলে টেস্ট ভার্সন চালাচ্ছে তারা এতটা চাপ সামলাতে পারবে কি না সেটা দেখতে।
সমস্যা নাই। আইকনে ক্লিক করা পরে ‘Start a conversation’ বাটনে ক্লিক করতে হবে আবার। একটা চ্যাট উইন্ডো আসবে। এবার কাউকে ইনভাইট করে যোগ করো । তুমি চাইলে শুধু লিংক্ পাঠিয়েও জয়েন করাতে পারো । আর এখানের সবচাইতে চমৎকার ফিচার হলো তুমি গুগল থেকে আপনার কন্ট্যাক্ট ইম্পোর্ট করতে পারবে । তবে তোমার একটা ফায়ারফক্স একাউন্ট থাকা চাই তার জন্যে।
এবার তোমার অপজিট সাইড থেকে লিংক টা ওপেন করলেই বুম । ব্যাস চ্যাট শুরু হয়ে গেলো।
এটার নেগেটিভ সাইড হলো এখন পর্যন্ত এটা সিম্পল ভার্সন এ টেস্ট চলছে। শিঘ্রই হয়তো আমরা এর এডভান্স অপশন গুলো ও দেখতে পারবো আশা করছি।
আমি নাহিদ হোসেন। Graphics Designer, Rajshahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 266 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
A stupid learner
Darun hobe.thanx