নতুন জোগ দান ২৬ – ০৯ – ২০১০

আমি তাপস, আমি আজকে  techtune এ join করলাম , techtune আমাকে আনেক দিয়েছে , তাই ভাবলাম

আমার ও কিছু দেওয়ার চেস্টা করা উচিত, হয়ত এই পোস্ট অন্ন কেও করে থাকতে পারে, আমি এখানে নতুন তাই জানি না।

কারও সাথে মিলে থাকলে অপরাধ মারজনিয়।

আমার প্রথম শেয়ার

আমার ভাল লাগা একটি ইন্টারনেট স্পীড মাপার সফটওয়্যার, DU Meter v-4

http://www.mediafire.com/?30ayjnh14a3qp9z

Level 2

আমি Tapas। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপানকে ব্লগে স্বাগতম।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

    Level 2

    Thanx a lot Babor Vai……………

তাপস ভাই অনেক অনেক অনেক শুভ হোক আপনার টেকটিউন্স যাত্রা। মনে রাখবেন, টেকটিউনস হোম পেইজের ডান দিকে থাকা সার্চ বার এ আপনার যে বিষয়ে টিউন করার ইচ্ছা সে বিষয়ের নাম লিখে সার্চ দিবেন। ফিরতি রেজাল্ট দেখে আপনি বুঝে নিতে পারবেন এই টিউন আর কেউ করেছিল কিনা। তাহলে আর আপনার টেনশন থাকবেনা। অনেক সময় এক টিউন বার বার আসলেও ভালো হয় বরং। সেটা আস্তে আস্তে বুঝে নেবেন।

    Level 2

    Thanx হিমায়িত দিহান vai,

    আপনার পরামরশ সত্যি খুব ভহাল লাগলো, আমি আশা করব আবার যদি ভুল করি আপনার হেল্প পাব।

স্বাগতম আপনাকে টেকটিউন্সে।
টিউন করার সময় খেয়াল রাখবেন প্রয়োজনীয় স্ক্রিন শট যেন বাদ না যায়।
বিষয় বস্তুর বিস্তারিত লেখতে চেষ্টা করবেন।
টপটিউনারের টিউন গুলু দেখে নিবেন এবং নির্বাচিত টিউন গুলু তাতে ভাল টিউন করতে আপনার সুবিধা হবে।
হিমায়িত দিহান ভাইয়ের কথাটাও মনে রাখবেন,ধন্যবাদ।

তাপস ভাই স্বাগতম আপনাকে.

Level 0

স্বাগতম
বানানের দিকেও খেয়াল রাখবেন

আপানকে ব্লগে স্বাগতম।

Level 0

আপনাকে স্বাগতম।

স্বাগতম, শুভ হোক আনার যাত্রা আমাদের সাথে।

    Level 2

    Thnx Vai,
    ভুল পথে গেলে জানাবেন ।

Level 0

স্বাগতম

    Level 2

    Thnx Bulbul Vai