আবারো আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫ সম্পর্কিত পোস্ট! জানিনা আপনি বিরক্ত কিনা। তবে আপনার মতামত জানাবেন। আপনার মতামতের ভিত্তিতেই আমি পোস্ট করে থাকি। সময়টা যেহেতু ক্রিকেট বিশ্বকাপের। তাই সবসময় এই হট টপিক নিয়েই কিছু শেয়ার করতে ভালো লাগে। যাই হোক চলে আসি মূল কথায়। অনলাইনে অনেক ওয়েব সাইটেই দেখে থাকবেন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫ এর সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং লিংক বা টিভি। আপনিও হয়ত চান, আপনার ওয়েব সাইটেও ভিজিটরদের জন্য ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর প্রতিটা ম্যাচ সরাসরি সম্প্রচার দেখার বন্দোবস্ত করে দিতে? হ্যাঁ, আর সেজন্যই এই পোস্ট। দু-একটি টিভি নয় পুরা ৫ টি লাইভ স্ট্রিমিং টিভি বসানোর বন্দোবস্ত করব এখন শুধুই আপনার জন্য। নিচে শেয়ার করা টিভি কোডগুলোর পছন্দের টিভি কোড বসিয়ে দিন আপনার সাইটে আর ভিজিটরসকে দিন বিশ্বকাপের প্রতিটি ম্যাচের সরাসরি খেলা দেখার সুযোগ। তবে তার আগে কিছু কথা বলে রাখতে চাই। বিশ্বকাপ চলাকালীন সময়গুলোতে প্রায় অনলাইনে লাইভ স্ট্রিমিং টিভিগুলোর প্রতিটি ফ্রি সার্ভিস বন্ধ করে দেয় কিছু আয়ের জন্য। আর এ সময় ভালো মানের লাইভ স্ট্রিমিং টিভি লিংক পাওয়া দুস্কর হয়ে যায়। তবুও অনেক খোঁজাখুঁজির পর c247.tv সাইটে পেলাম কিছু টিভির লাইভ স্ট্রিমিং কোড। আর সেগুলোই এখন শেয়ার করছি। অতিরিক্ত চাপে এসব টিভির বারোটা তেরো বেজে যায়। তবে ফ্রিতে এর চেয়ে বেশী কিছু আশা করবেন না।
<script type='text/javascript'>ch='Cricket_Defualt'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>
<script type='text/javascript'>ch='Star_Sports1'; ch_width=600; ch_height=420;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>
<script type='text/javascript'>ch='Ptv_Sports1'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>
<script type='text/javascript'>ch='Ten_Cricket'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>
<script type='text/javascript'>ch='Neo_Prime'; ch_width=600; ch_height=400;</script><script type='text/javascript' src='http://c247.tv/live.js'></script>
চ্যানেলগুলো ব্যবহারে কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন। চাইলে আরও কিছু লাইভ চ্যানেল কোড পেতে পারেন এখান থেকে। আর একটি ব্যাপার বলার ছিল। আমি লক্ষ্য করেছি অনেক মোবাইল ইউজার আমার অনেক উইডগেট বা টুলস ব্যবহার করতে না পারায় বলে থাকেন কাজ করেনা। তাদের জন্য বলে রাখছি, আপনার মোবাইল ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করেনা। আর সেজন্য অনেক জাভাস্ক্রিপ্টের উইডগেট আপনার মোবাইলে কাজ করেনা। ঠিক তেমনি এই টিভিগুলোও কিন্তু মোবাইলে দেখতে জাভাস্ক্রিপ্ট কোড সাপোর্ট করে এমন মোবাইল ব্রাউজার প্রয়োজন। তাই জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করেনা এমন মোবাইল ব্রাউজারে চেস্টা করবেন না। অ্যান্ড্রয়েড ইউজাররা মোবাইলের ডিফল্ট ব্রাউজারটি ব্যবহার করে দেখতে পারেন। ধন্যবাদ
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
thanks.code gulu box a dile valo hoto.