মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর কি হবে?

এই পৃথিবীর মায়া কাটিয়ে যাওয়ার কথা ভাবতেই কেমন লাগে। তবুও জীবনের একমাত্র নিশ্চিত সত্য মৃত্যু। আর মানুষ মরে যাবে বলে ভেবে রাখে তার সকল অর্থ-সম্পদের উত্তরাধিকার কে হবে। কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে প্রিয় ফেসবুক অ্যাকাউন্টের কি হবে এ নিয়ে কি কেউ ভেবেছেন?

ফেসবুক অ্যাকাউন্ট

ফেসবুক অ্যাকাউন্টের মালিকানা কে পাবেন তা নির্ধারণ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ 'লিগ্যাসি কন্টাক্ট' নামের একটি ফিচার উন্মুক্ত করেছে। এই ফিচারটি ব্যবহার করে উত্তরাধিকারী নির্বাচন করে রাখলে ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর ওই অ্যাকাউন্টের মালিকানা পাবেন তিনি। মনোনীত ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার বা সচল রাখার সিদ্ধান্ত নিতে পারবে। তবে মনোনীত ব্যক্তি ফেসবুক ব্যবহারকারীর পূর্বের প্রকাশিত কোনো পোস্ট পরিবর্তন করা বা পুরোনো বার্তাগুলো আর দেখতে পারবে না। উত্তরাধিকার সূত্রে পাওয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রোফাইলের ছবি ও কভারের ছবি হালনাগাদ করা যাবে, নতুন বন্ধুর আমন্ত্রণ গ্রহণ করা যাবে এবং পোস্ট লেখা যাবে। ছবি ও পোস্ট আর্কাইভ থেকে তা ডাউনলোড ও তথ্য বিনিময় করা যাবে।

বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে 'লিগ্যাসি কন্টাক্ট' ফিচারটি ব্যবহার করা যাচ্ছে তবে পরবর্তীতে সব ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধা পাবে।

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

I will solve Facebook photo verification , government ID / NID verification problem . ০১৯২৮৬৬৪০০৮. I will solve your problems very quickly. So, anybody…. If your important personal ID…

বাংলাদেশেই নাই

Vpn die dekhi

গত ৫দিন আগে আমি ফেসবুকের নেম চেঞ্জ করার জন্য ফেসবুক করতি পক্কের কাছে help<change name<lets know এ গিয়ে first name list name দিয়ে ১টা পিক আপলোড করে আবেদন করেছিলাম…এরপর টিক ২দিন পর নাম চেঞ্জ করার জন্য ১টা অপশন আছে …আমি First name List name দিয়ে enter মারি কিন্তু চেঞ্জ হচ্ছিলো না।।,…বার বার Try Againদেখাচ্ছিল আমিও ট্রাই করতে তাকি কিন্তু কোন কাজ হয় নি…এর পর দেকি লগ আউট হয়ে গেল এবং আমি ইমেইল এবং পাস দিয়ে login করার পর তেকে এটা আসাতেছে..
plzzz plzz help me,..

আমি একটা পোস্ট ও করেছিলাম কিন্তু কোনো লাভ হয় নি… কেউ পারলে একটু হেল্প করেন…পোস্টে স্ক্রিনশট সহ আমার পোর প্রব্লেম দেওয়া আছে কেউ দেখেন কিছু ১টা করতে পারেন কিনা..https://www.techtunes.io/?p=334989

সুনেছি